ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে প্রথমেই ভাবতে হবে ডোমেইনের কথা। তারপর আপনাকে চিন্তা করতে হবে হোস্টিং নিয়ে।
এর আগে আপনাকের .co.cc ও .tk এবং .cz.cc ডোমেইন রেজিস্ট্রেশন পক্রিয়া দেখিয়েছিলাম। আজ আপনাদের দেখাব .uk.to ডোমেইন রেজিস্ট্রেশন পক্রিয়া।
প্রথমেই এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন।
তারপর মেইল থেকে পাওয়া লিংক থেকে আপনার অ্যাকাউন্টটি অ্যাকটিভ করে ফেলুন।
আপনার একাউন্ট সক্রিয় হওয়ার পর লগিন করে ফেলুন। বামপাশের মেন্যু থেকে Subdomain এ ক্লিক করুন। তারপর এখান থেকে add এ ক্লিক করুন।
উপরের Subdomain: এর ঘরে আপনার কাংখিত নাম দিয়ে Save এ ক্লিক করুন। উল্লেখিত ডোমেইন যদি ফ্রি বা ফাকা থাকে তাহলে চিত্রের মত আপনার ডোমেইনটি আসবে।
ব্যস ডোমেইন রেজিস্ট্রেশন পক্রিয়া শেষ। অবাক হচ্ছেন? হ্যা ভাই এটা এতই সহজ পক্রিয়া।
শুধু ডোমেইন রেজিস্ট্রেশন করলেই চলবে না। আপনাকে হোস্টিং রেজিস্ট্রেশন করতে হবে। এবং সেই হোস্টিং এর সাথে আপনার ডোমেইন সংযোগ করতে হবে। ফ্রিতে সিপ্যানেল হোস্টিং পেতে আমার এই পোস্টটি পড়তে পারেন।
প্রথমে সি প্যানেলে প্রবেশ করুন। তারপর Addon Domain এ যান।
তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন করা ডোমেইন লিখে নিচে একটি পাসওয়ার্ড দিন।
এরপর নিচের Add Domain এ ক্লিক করুন। তাহলে আপনার হোস্টিং এ ডোমেইন অ্যাড হয়ে যাবে।
এরপর আপনার ডোমেইনে আপনার হোস্টিং এর আইপি দিতে হবে। সেজন্য আপনার হোস্টিং সার্ভারের আইপি জানতে হবে। যে কোন সাইটের আইপি বের করা খুবই সহজ। আইপি চেক করার জন্য এখানে যান।
তারপর এখানে আপনার হোস্টিং সার্ভারের URL দিন। এবং whois এ ক্লিক করুন। তাহলে নিচের মত হোস্টিং সার্ভারের আইপি দেখতে পাবেন।
এরপর আপনি আপনার ডোমেইনের সাইটে ফিরে যান। বামদিক থেকে Subdomain এ ক্লিক করুন। আপনার ডোমেইনের একটি লিস্ট পাবেন। এখান থেকে আপনার ডোমেইনের উপর ক্লিক করুন। তারপর Destination: এ আপনার হোস্টিং সাইটের আইপি দিন। ব্যস হয়ে গেল আপনার একটি uk.to ডোমেইন। এরপর আপনি আপনার ডোমেইনে যে কোন CMS সেটাপ দিতে পারবেন।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
ভালোই লাগলো। এথানে যে ধারাবাহিক টিউন হচ্ছে তাতে cz.co তে ডোমেইন খোলা খুবই ঝামেলার