বেশকিছুদিন পর আবারো ফিরে এলাম টিউনে। আশা করি ভাল আছেন সবাই। আপনারা যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চান বা এইচটিএমএল থেকে শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলছি শিক্ষাকে সহজসাধ্য করার কিছু টিপস ।
প্রথমত, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজকে সহজ করার জন্য ব্যবহার করুন ম্যাক্রোমিডিয়া বা এ্যাডোবি ড্রিমওয়েভার নামক সফটওয়্যার। ওয়েব ডিজাইনে প্রফেশনাল বেশিরভাগ ডেভেলপার এটি ব্যবহার করে থাকে। শুধুমাত্র কোড লেখাই নয় এটি আপনাকে সাজেশন দিবে সামনে কি ধরনের কোড লিখতে পারেন সে সম্পর্কেও। অতএব গুগলে সার্চ করুন বা বাজার থেকে ৪০-৫০ টাকার বিনিময়ে সফটওয়্যারটি কিনে নিন।
দ্বিতীয়ত, যে বিষয়টি শিখতে চান সেটির ওপরে বাজারে হয়তো অনেক বই পাবেন। এমন কিছু হয়তো আপনি ইন্টারনেটেও খুঁজে পাবেন তবে আমার মনে হয় বই বা টেক্সট ফাইল অপেক্ষা ভালমানের ভিডিও টিউটোরিয়াল হলে সেটা বেশি সুবিধাজনক হবে।
তৃতীয়ত, ইউটিউব এখন একটি চমৎকার মাধ্যম। শুধু ইংরেজী নয় এখন প্রায় সকল ভাষাতে টিউটোরিয়াল পাওয়া যায় ইউটিউবে। ইংরেজীর পাশাপাশি বাংলা ভিডিও টিউটোরিয়ালেরও অভাব নেই। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা অতএব বাংলা টিউটোরিয়াল থেকে শিক্ষাগ্রহন অনেক বেশি সহজসাধ্য।
ড্রিমওয়েভারের কিছু কাজ শিখুন নিচের টিউটোরিয়াল থেকে:
আরো দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে
আমি আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি মানুষকে কেননা এরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সাক্ষী আমি কারো ক্ষতি চাই না বরং চেষ্টা করি ভাল কিছু করতে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকেই শুরু করেছি বাংলা ভাষায় টিউটোরিয়াল ও অনলাইন থেকে আয়ের টিপস সম্বলিত ওয়েব সাইট http://nextbarisal.com
Eto olpe kaj sarle hobe ?