আসসালামুয়ালাইকুম বন্ধুরা আসা করি সবাই ভাল আছেন। টেকটিউনস এ এটা আমার প্রথম টিউন। টেকটিউনস এর অবদানে আজ আমার এ পর্যন্ত আসা। কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।ফ্রী আর ঝামেলা বিহীন বলে বর্তমানে ব্লগস্পট সাইট অনেক জনপ্রিয় এটি এখন আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। কে ই বা না চায় বলুন তার সাইট টি দেখতে অসাধারণ লাগুগ।এ জন্য অনেকে সুন্দর লাগলেই যে কোন টেম্পলেট ব্যাবহার করেন। কিন্তু শুধু অসাধারণ লাগলে হবে না আপনার টেম্পলেট টি হতে হবে SEO ফ্রেন্ডলী ও অনেক গুলু অ্যাড শো করার জায়গা। আজ আমি আপনাদের দেখাবো ৫ টি SEO ফ্রেন্ডলী ও অনেক গুলু অ্যাড শো করার টেম্পলেট ।যা আপনি ডাউনলোড করতে পারবেন সহজে। আসা করি সবার ভাল লাগবে।
1. Panjab Press
আমি পাপ্পু ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।