প্রফেশনালদের মত ডিজাইন করুন আপনার ব্লগার/ব্লগস্পট ব্লগ – দিন ১

আমরা যারা ইন্টারনেট নিয়ে একটু নাড়া চারা করি , তাদের প্রায় ৮০% এরই কোনো না কোনো ফ্রী ব্লগ প্লাটফর্মে (ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস) একটি ব্লগ আছে আর যাদের নাই, তারাও চায় যে ইমেল এড্রেস এর মত একটি ব্লগ সাইট থাকুক।

আমার এ লেখার উদ্দেশ্য: এই ৮০% এর মধ্যে থেকে আবার ৭০% এর ব্লগ দেখলেই মনে হয় "ভাই এটা কি ? হাবিজাবি একটা কি বানাইছে !" যাদের এই অবস্থা, দয়া করে কোনো কিছু মনে করবেন না ! আপনাদেরই শিখানোর জন্য আমার এই সিরিজ শুরু করা।

কিভাবে করবেন: আপনি যদি ব্লগকে প্রফেসনাল ডিজাইন করতে চান তাহলে কিছু html, css, javascript, jQuery কাস্টমাইজ করলেই হবে। যারা এই জিনিস গুলো জানেন না, আবার ভয় পাবেন নাহ, আমিও তেমন একটা জানি না। যদি আপনারা চান তাহলে সব কিছুই শিখাবো এই সিরিজে।

আমি মনে হই তেমন একটা জানি না। যদি আমার কাছে শিখতে চান, কেমন পারি তা দেখার জন্য নিচের দুটি সাইটে ভিজিট করতে পারেন। দুটিই আমার ডিজাইন করা (মানে আমার মত করে কাস্টমাইজ  করছি) এবং দুটি ই আবার ব্লগার প্লাটফর্ম দিয়ে তৈরি করা।

www.mediafireBD.com
Demo: কম্পিউটার পাতা

Demo: মিডিয়াফায়ারবিডি.কম

এখন আপনারা যদি চান তাহলে আমি এই সিরিজটি শুরু করতে পারি নতুবা এই পর্যন্ত ই শেষ। যদি চান যে, চালিয়ে যাই তাহলে কিভাবে একাউন্ট খুলতে হয় থেকে শুরু করে একটি সম্পর্ণ প্রজেক্ট কিভাবে করতে হয় সবই আলোচনা করব এই সিরিজে।

এখন আপনাদের সিদ্দান্ত জানালে, আমি আমার কাজ শুরু করব।

Level 0

আমি জাকারিয়া উজ্জ্বল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মিডিয়াফায়ারবিডি.কম সবকিছুই এখন মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করা যাবে ! টাকা দিয়ে হটফাইল কিংবা রেপিডশেয়ার একাউন্ট কেনার প্রয়োজন নাই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মিডিয়াফায়ারবিডি.কম
http://www.mediafireBD.com
সবকিছুই এখন মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করা যাবে ! টাকা দিয়ে হটফাইল কিংবা রেপিডশেয়ার একাউন্ট কেনার প্রয়োজন নাই!

ভাল উদ্যোগ,নতুনদের কাজে আসবে
http://bdbestsong.blogspot.com

অবশ্যই শুরু করুন।

আছি ভাই আপনার সাথে…..ভালভাবেই শুরু করেন ।

জাকারিয়া ভাই যে একটি অত্যন্ত আকর্ষনীয় সিরিজ চালু করতে যাচ্ছে ……. আছি আপনার সাথে

    হুম ঠিক কইছেন। আমিও আইতাছি কছু লইয়া !!! 🙂 🙂 ওয়েট কইরেন …

Level 0

ভাই তাড়াতাড়ি পোষ্ট করেন । আমি নিজের একটি ব্লক সাইড বানাতে চাই , শুরু থেকে,,,,,,,,,,,,,,,,,,,,,,,, শেষ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে লিখুন যাতে নতুনদের বুঝতে অসুবিধা না হয় । আমি আপনার স্কুলে ভর্তি হয়েছি , স্যার আমার রোল নং ,,,,,,,,,,,,,,টা কত ?

Level 0

আমরাও আছি ভাই, চালিয়ে যান।

শুরু করুন, আছি আপনার পাশে

Level 0

অবশ্যই শুরু করুন।

শুরু করুন। এতদেরি করতেছেন কেন??

আমি আছি আপনের সাথে চালিয়ে যান।

ভাল প্রচেষ্টা
All Fullversion software download here.
http://www.freedownloadcenter.tk

সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আশা করি আজ রাত থেকে ই লেখা শুরু করব। আপনাদের সহযোগিতা ই লেখাটি চালিয়ে যেতে অনুপ্রানিত করবে।

চালিয়ে যান।

খুভ ভাল উদ্দোগ এগিয়ে চলুন।

আরে ভাই তারাতারি শুরু করেন, অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ,
শুরু করেন । আমার মতো অনেক নতুন কে সাথে পাবেন ।

Level 0

এত দেরি কেন?

Level 0

ভাই তারাতারি ……………

Level 0

কথায় আছে “টিনে বারি দিয়া ফইটকা চমকায়”…
আপনি দেখি সেই রকমই করলেন…!

amader bolun amra apnar sahajjer asay thaklam

Level 2

Vai, Ami notunder apnar help khub dorkar,