আমরা যারা ইন্টারনেট নিয়ে একটু নাড়া চারা করি , তাদের প্রায় ৮০% এরই কোনো না কোনো ফ্রী ব্লগ প্লাটফর্মে (ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস) একটি ব্লগ আছে আর যাদের নাই, তারাও চায় যে ইমেল এড্রেস এর মত একটি ব্লগ সাইট থাকুক।
আমার এ লেখার উদ্দেশ্য: এই ৮০% এর মধ্যে থেকে আবার ৭০% এর ব্লগ দেখলেই মনে হয় "ভাই এটা কি ? হাবিজাবি একটা কি বানাইছে !" যাদের এই অবস্থা, দয়া করে কোনো কিছু মনে করবেন না ! আপনাদেরই শিখানোর জন্য আমার এই সিরিজ শুরু করা।
কিভাবে করবেন: আপনি যদি ব্লগকে প্রফেসনাল ডিজাইন করতে চান তাহলে কিছু html, css, javascript, jQuery কাস্টমাইজ করলেই হবে। যারা এই জিনিস গুলো জানেন না, আবার ভয় পাবেন নাহ, আমিও তেমন একটা জানি না। যদি আপনারা চান তাহলে সব কিছুই শিখাবো এই সিরিজে।
আমি মনে হই তেমন একটা জানি না। যদি আমার কাছে শিখতে চান, কেমন পারি তা দেখার জন্য নিচের দুটি সাইটে ভিজিট করতে পারেন। দুটিই আমার ডিজাইন করা (মানে আমার মত করে কাস্টমাইজ করছি) এবং দুটি ই আবার ব্লগার প্লাটফর্ম দিয়ে তৈরি করা।
এখন আপনারা যদি চান তাহলে আমি এই সিরিজটি শুরু করতে পারি নতুবা এই পর্যন্ত ই শেষ। যদি চান যে, চালিয়ে যাই তাহলে কিভাবে একাউন্ট খুলতে হয় থেকে শুরু করে একটি সম্পর্ণ প্রজেক্ট কিভাবে করতে হয় সবই আলোচনা করব এই সিরিজে।
এখন আপনাদের সিদ্দান্ত জানালে, আমি আমার কাজ শুরু করব।
আমি জাকারিয়া উজ্জ্বল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মিডিয়াফায়ারবিডি.কম সবকিছুই এখন মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করা যাবে ! টাকা দিয়ে হটফাইল কিংবা রেপিডশেয়ার একাউন্ট কেনার প্রয়োজন নাই!
মিডিয়াফায়ারবিডি.কম
http://www.mediafireBD.com
সবকিছুই এখন মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করা যাবে ! টাকা দিয়ে হটফাইল কিংবা রেপিডশেয়ার একাউন্ট কেনার প্রয়োজন নাই!