আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর টেকটিউনসে টিউন করলাম। আসলে সময়ের অভাব এবং অলসতা সব কিছু মিলিয়ে টিউন করা হয়ে ওঠে নি। যাই হোক আমি আপনাদের আজকে কিভাবে আপনার জুমলা সাইটের ফ্রন্টপেজে আপনার পছন্দের আর্টিকেলটি কোন মডিউল ব্যবহার ছাড়াই কিভাবে স্টিকি করবেন তা দেখানের চেষ্টা করব। তাহলে শুরু করা যাক
১. প্রথমে আপনার সাইটের এডমিন প্যানেলে প্রবেশ করুন।
২. তারপর সেখান থেকে ফ্রন্টপেজ ম্যানেজারে ক্লিক করুন। এখন আপনার ফন্ট্রপেজের আর্টিকেলগুলো দেখতে পারবেন।
৪. এখন যে আর্টিকেলটি আপনি স্টিকি করতে চান উপরের চিত্রের মত অর্ডার কলামে যা লেখাই থাকুক তা কেটে -1 করে দিন।
৫. অর্ডার সেভ করার জন্য order লেখার পাশে যে ছোট বাটনটি দেখতে পাচেছন তাতে ক্লিক করুন।
ব্যস আপনার কাজ শেষ। এখন আপনার সাইটে প্রবেশ করে দেখুন। আপনার পছন্দের পোষ্টটি স্টিকি হয়ে গেছে।
অনেক সহজ ব্যাপার তাই না? সবাইকে কষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
http://www.freedownloadcenter.tk
আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই টিউনটি করার জন্য। আমিও জুমলাতে কাজ করি তাই নতুন কিছু শিখতে পারলাম…………..
জুমলা নিয়ে আরও টিউন করবেন………..