কিভাবে ব্লগার-এর recent post widget সহ আরও অন্যান্য Blogger widget in Scroll box -এর মধ্যে রাখা যায় ?

আমরা কম বেশি সবাই ব্লগার-এ বিভিন্ন ধরনের widget ব্যবহার করে থাকি। তার মধ্যে একটি widget হল Recent Post widget. আমরা Recent Post widget ব্যবহার করে থাকি আমাদের প্রকাশিত সাম্প্রতিক ব্লগগুলো হেডলাইন হিসেবে দেখানোর জন্য।তাছাড়া আমরা কম বেশি সবাই অনেক ব্লগ পোষ্ট করে থাকি, আর মাস শেষে যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে ব্লগের মোট সংখ্যা ৩০টি (প্রতিদিন ১ টা করে ব্লগ পোষ্ট করলে)। কিন্তু এই ৩০টি ব্লগ হেডলাইন তো আর একসাথে দেখানো সম্ভব হয়ে উঠে না হোমপেজে। কারণ আমরা যদি এই ৩০টি ব্লগ হেডলাইন একসাথে দেখায় তাহলে তা আমার মতে Burj Khalifa হয়ে যাবে। কিন্তু আমার মত অনেকের যে ইচ্ছে, আমার প্রকাশ করা সব ব্লগ পোষ্ট একসাথে Recent Post widget -এ দেখান এবং সেইসাথে Burj Khalifa ভবন তৈরি ন করা। তাহলে কিভাবে?

এই কাজটি করার জন্য আপনি Scroll box এর সাহায্য নিতে পারেন। Scroll Box এর সাহায্যে আপনি আপনার প্রকাশ করা সব ব্লগ (যেমন ২০০ ব্লগ পোষ্ট) দেখাতে পারেন হোমপেজে কোন ধরনের Burj Khalifa তৈরি না করে।

আসুন দেখে নেয়া যাক কিভাবে ?

প্রথমে আপনি বেছে নিন কোন Widget টি আপনি Scroll box এর মধ্যে রাখবেন।

এরপর এখন ব্লগার-এ লগিন করুন

আপনার widget id টি বের করে নিন। Widget ID বের করার জন্য আপনি দেখতে পারেন How to find blogger widget ID and Section ID

এখন Dashboard > Design > Edit Html -এ যান

(Backup নিতে ভুলবেন না আপনার HTML ফাইল এর)

এখন "Expand Widget Templates" HTML window এর উপরে ডান পাশে ক্লিক করুন

এখন নিচের কোডটি খুজে বের করুন (খোজার জন্য Ctrl+F এর সাহায্য নিতে পারেন)

]]></b:skin>

এখন নিচের কোডটি ]]></b:skin> এর আগে বসিয়ে দিন

Where to change

YourWidget ID তে আপনার বেছে নেয়া widget id টা বসিয়ে দিন

Height - আপনার পছন্দমত দিতে পারেন

সেভ করুন এবং উপভোগ করুন

আরও বিস্তারিত দেখুন emdadblog.blogspot.com-এ

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগে থেকেই জানতাম । তবে যারা নতুন তাদের অনেক কাজে আসবে ।

    Level 0

    @ ফাহিম ভাইজান,
    ধন্যবাদ আপনার মতামত এর জন্য।
    emdadblog.blogspot.com

এমদাদ ভাই ব্লগের কাজ কিছুই বুঝিনা আমার শিক্ষা নেওয়ার খুব আগ্রহ । শিখার জন্য কোন ভাল লিংক পাবো কোথায় ?

    Level 0

    ভাইজান আপনি ব্লগ-এর কাজ শেখার জন্য কোথায় যেতে হবে না। টেকটিউন-এ ভাল করে সব পোষ্ট দেখুন শিখে যাবেন।
    আর যদি খুজে না পান তাহলে Search Engine কোনদিন কাজে আসবে। আপনার সম্যসা লিখে Search Engine -এ খুজে দেখুন, আপনার সম্যসার সমাধান পেয়ে যাবেন।
    তারপরও যদি সম্যসা হয় তাহলে http://emdadblog.blogspot.com দেখতে পারেন। ঐখানে বেশ কিছু টিপস দেয়া আছে ব্লগ এর উপর।
    যদি কোন সাহায্যের প্রয়োজন হয় তাহলে [email protected]-এ যোগাযোগ করতে পারেন আপনার সমস্যা নিয়ে।
    ধন্যবাদ।

thanks emdad vai. kamon achen

    Level 0

    @ সাইমুন ভাইজান
    আপনাকে ধন্যবাদ।
    আজ হয়ত NH-এ যেতে পারি। পারলে ঐখানে দেখা করবেন।
    emdadblog.blogspot.com

ভাই আপনার “তৈরি করুন Windows XP Unattended CD ” এই টিপস্ টা তো খুজে পাচ্ছি না। দয়াকরে একটা হটলিং দেন ।

    Level 0

    @ রাফসান
    ভাইজান আপনাকেও ধন্যবাদ

Level 0

@সব্যসাচী
ভাইজান আপনাকেও ধন্যবাদ

ধন্যবাদ শেয়ার করার জন্য । ভাল হয়েছে । চালিয়ে যান ।