ওয়েব সাইট ডিজাইনের কিছু গুরুত্বপূর্ন টিপস।পর্ব-৩

সবাই চায় সুন্দর ওয়েব সাইট বানতে।কিন্তু কিছু ভুলের কারনে তা অসুন্দর হয়ে উঠে।আজ আমি আপনাদেরকে কিছু ওয়েব সাইট ডিজাইনের টিপস দেব।যা দিয়ে আপনার আপনাদের সাইটকে সুন্দর ও প্রয়োজনীয় করে তুলতে পারেন।আজ থাকছে এর ৩য় পর্ব।

ALT ট্যাগের ব্যবহার

আপনার সাইটের ইমেজে ALT ট্যাগটি ব্যবহার করুন।এই ট্যাগটি সাইটের ছবিতে ব্যবহার করলে ছবির যেকোন বর্ণনা প্রকাশ করা যায়।শুধু তাই নয় এই ট্যাগের ব্যব হারের ফলে আপনি SEO ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করবে।কেননা আমারা গুগলে ছবি সার্চ করার জন্য কী-ওয়ার্ড গুলো দিয়ে থাকি গুগল তা ঐ ওয়েব সাইটের ALT ট্যাগের মধ্যকার শব্দকেই বিবেচিত করে।যেমন এটি

<img src="http://fullytimepass.com/wp-content/uploads/2009/12/teen-patti-photo.jpg" alt="Teen Patti">

এরকম।এখানে Teen Patti ই হল ALT ট্যাগের মধ্যকার শব্দ।

ওয়েব সাইটের ভূল বানান শুদ্ধিকরণ

একটি ওয়েব সাইট তখনি প্রোফেশনাল হয়ে থাকে যখন সাইটের কনটেন্টে কোন প্রকার বানান ভূল না থাকে।বানান ভুলে ভরা সাইট একজন ভিজিটরের কাছে সবচেয়ে বিরক্তিকর বিষয়।কেননা ভিজিটররা যদি আপনার সাইটের লেখাই বুঝতে না পারে তাহলে আপনার সাইট বানানোর কোন প্রয়োজনই পড়েনা।তাই এই সমস্যায় যাতে করে পড়তে না হয় সে জন্য একটা নতুন পেজ তৈরী করার পর এর বানান গুলো ঠিক আছে কিনা তা অবশ্যই ভালো করে দেখে নিন।আর এই বানান ভূল ঠিক করার জন্য একটা নির্দিষ্ট সময়ের বরাদ্দ রাখুন।ইংরেজি বানান ভুল ধরার জন্য অনেক সফটওয়্যার রয়েছে।সেগুলো ব্যবহার করতে পারেন।

পেজ আপলোদের আগে যাচাই করুন।

আপনি কি আপনার সাইটের আপডেট করছেন।তাহলে একটু অপেক্ষা করুন।হয়তো বলতে পারেন কেন?এই জন্যই যে আপনার সাইটের আংশিক বা সম্পর্ণ আপডেট করার আগে সাইটের HTML কোড ভালো করে দেখে নিন।কেননা একজন ওয়েব ডেভলপার তার সাইটে অনেক ধরনের স্ক্রীপ্ট বা কোড রাখেন যা তার সবসময় মনে থাকে না।কিন্তু দেখা যায় যে এগুলো তার জন্য খুবই দরকারি।আপনার ওয়েব সাইট আপডেট করার পর যদি দেখেন এ সকল প্রয়োজনীয় স্ক্রীপ্ট বা কোড গুলো হারিয়ে ফেলেছেন তাহলে স্বাভাবিক ভাবেই মেজাজ বা মন দুটই খারাপ হতে পরে।এই মেজাজ খারাপ হবার থেকে মুক্তি পেতে হলে আপনার সাইটটি বা পেজটি আপডেট করার আগে এর সকল HTML কোড গুলো একটা ফাইলে .html নামে সেভ করে রাখুন।তাছাড়া কেবল মাত্র HTML কোড গুলো .txt তে রাখলেও চলবে।যাতে করে আপনার প্রয়োজন মাফিক সকল স্ক্রীপ্ট বা কোড গুলো আপনি ব্যবহার করতে পারেন।

আপনার ওয়েব সাইটকে Non-www. থেকে www. এ Redirect করুন।

অনেক সময় আধিকাংশ ভিজিটর কোন সাইটের ঠিকানা লেখার সময় www লেখাটি বাদ দিয়েই সাইটে প্রবেশ করে থাকে।এতে করে সাইটে প্রবেশ করতে হয়তো কোন সমস্যা হয়না।কিন্তু সাইট টি সুন্দর ও আকর্ষনীয় করার জন্য আপনার সাইটের লিংকে www থাকাটি বেশ কাজের।এটি মাধ্যমে আপনি একজন প্রোফেশনাল ডিজাইনার হিসাবে আত্নপ্রকাশ করতে পারেন।এর জন্য আপনি আপনার ডোমেন নেম Non-www. থেকে www. এ Redirect করুন।এতে যদি কেউ আপনার সাইটের লিংকে www. নাও দেয় তাহলে ও তা রিডাইরেক্ট হয়ে www. হয়ে যাবে।

সাইটকে সবসময় Simple রাখুন।

ইংরেজীতে বলে Simple is good.তাই যথা সম্ভব আপনার সাইটকে সুন্দর ও সাধারণ রাখুন।সকল অপ্রয়োজনীয় ছবি,স্ক্রীপ্ট সহ অন্যান আবর্জনা ছুড়ে ফেলুন আপনার সাইট থেকে।এতে করে আপনার সাইট হবে আরো সুন্দর ও গতিময়।

আশা করি এই টিপস গুলো আপনাদের অনেক কাজে আসবে।সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল টিউন। কাজে লাগার মতো। ধন্যবাদ, শেয়ার করার জন্য।

সুন্দর ও কাজের টিউন !
ওয়েব সাইটকে Non-www. থেকে www. এ Redirect করার নিয়ম টা দেন ।

    প্রথমে আপনাকে ঢন্যবাদ।আর আপনার সাইটকে www. এ Redirect করার জন্য আপনার cpanel থেকে Domain Redirect এ যান।এরপর Redirect লিংকে আপনার সাইটের লিংক www. সহকারে দিন।তাহলেই হবে।

ধন্যবাদ সজীব ভাই। দারুন এই টিউনটির জন্য ।

Level 0

দৌড়াতে থাকুন, থেমে থাকবেন না…………………।

    দৌড়াতে পরামর্শ দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ওয়েব সাইট ডিজাইনারদের জন্য চমৎকার টিউন । ধন্যবাদ ভাইয়া ।

কাজে আসবে………ধন্যবাদ সজীব ভাই

অনেক সুন্দর টিউন সজীব ভাই !!

    ফাহিম ভাই কি খবর আপনার?আর ধন্যবাদ টিউনটি দেখার জন্য

Level 0

সত্যি কাজের টিউন, ধন্যবাদ আপনাকে।

Level 0

অতি চমতকার একটি টিউন পার্ট-৩

Sojib vi very very nice tune.I learn about seo from your tune.Thank you very much.