ওয়েব সাইট ডিজাইনের কিছু গুরুত্বপূর্ন টিপস।পর্ব-২

সবাই চায় সুন্দর ওয়েব সাইট বানতে।কিন্তু কিছু ভুলের কারনে তা অসুন্দর হয়ে উঠে।আজ আমি আপনাদেরকে কিছু ওয়েব সাইট ডিজাইনের টিপস দেব।যা দিয়ে আপনার আপনাদের সাইটকে সুন্দর ও প্রয়োজনীয় করে তুলতে পারেন।আজ থাকছে ২য় পর্ব।

Custom 404 page তৈরী করুন।

আপনার সাইটের পেজ গুলো Custom 404 page হিসাবে রাখুন।যাতে করে যযেকোন সময়ে আপনার সাইটের কোন সমস্যআ হলে ভিজিটররা সহজেই বুঝতে পারে।এটি দ্বারা যেকোন ভিজিটর সহজেই সমস্যা গুলো বুঝতে পারে।যদি সাইটের পেজ লোডের সময় বিভিন্ন ধরনের error message,Database Error,Account suspend ইত্যাদি দেখায় তাহলে ভিজিটরদের মনে বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হয়।যেমনটি ঘটেছিল টেকটিউনসের বেলায়।Account suspend দেখে অনেকই মনে করেছিল যে টেকটিউনস মনে হয় চিরতরে বাতিল হয়ে গেছে।

ওয়েব সাইটে Favicon ব্যবহার করুন

আপনার ওয়েব সাইটে সুন্দর সুন্দর Favicon ব্যব হার করুন।এতে করে কেউ যখন আপনার সাইটকে বুকমার্ক করবে তখন সে আপনার দেয়াq সুন্ডর Favicon টি দেখতে পাবে।তছাড়া URL বক্সে যখন আপনার সাইটের লিংক দিবেন তখনো এই Favicon টি সবাই দেখতে পাবে।যা একজন ওয়েব ডিজাইনার হিসাবে আপনাকে আরো প্রোফেশনাল করে তুলবে।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি অত্যান্তু দু:খিত যে কেবল মাত্র ২টি টিপস দিতে পারলাম।কেননা এতক্ষন ধরে যা লিখছি তা সেভ না হবার কারনে সব ডিলিট হয়ে গেছে।আমি পোষ্টটি আপডেট করার চেষ্টা করছি।

    অনেক সাইটে দেখা যায় dig নামে একটা বাটন থাকে এবং এটাতে ক্লিক করলে অনেকগুলি শেয়ার লিংক আসে
    এটার সম্পর্কে বলবেন কি

    এই কাজটি আপনি java script কোডের মাধ্যমে করতে পারেন।এর জন্য নিচের কোডটি আপনার সাইটে বসিয়ে দিন
    <script
    type=”text/javascript”>addthis_pub = ‘hindilyrics’;</script><a
    href=”http://www.addthis.com/bookmark.php”
    onmouseover=”return addthis_open(this, ”, ‘[URL]’, ‘[TITLE]’)”
    onmouseout=”addthis_close()” onclick=”return addthis_sendto()”
    class=”head2″>Bookmark Us</a>
    <script
    type=”text/javascript”
    src=”http://s7.addthis.com/js/152/addthis_widget.js”></script>

ভাল টিপস হয় ত নতুন দের কাজে আসবে !!!

Level 0

Favicon ব্যবহার করতে পারতেছিনা। Please শুধু HTML code টা বলেন |

Favicon HTML code

favicon.ico file টি root folder এ রাখবেন । উপরের ( remove this ) লেখাটা 1st bracket সহ মুছেদিবেন।

<link rel="shortcut icon" href="favicon.ico">

avicon.ico file টি root folder এ রাখবেন ।

উপরের comments টা delete করে দেন

    Level 0

    ভাই Firefox ছাড়া কেউই দেখাছে না ।

সজীবভাই সুন্দর টিউন । নতুনদের অনেক উপকার হবে

Level 0

ভাল হয়েছে। ধন্যবাদ।