ওয়েব সাইট ডিজাইনের কিছু গুরুত্বপূর্ন টিপস।পর্ব-১

সবাই চায় সুন্দর ওয়েব সাইট বানতে।কিন্তু কিছু ভুলের কারনে তা অসুন্দর হয়ে উঠে।আজ আমি আপনাদেরকে কিছু ওয়েব সাইট ডিজাইনের টিপস দেব।যা দিয়ে আপনার আপনাদের সাইটকে সুন্দর ও প্রয়োজনীয় করে তুলতে পারেন।আজ থাকছে প্রথম পর্ব।

গ্রাফিক্স ও ছবির নিয়ন্ত্রন

অনেক ক্ষেত্রে গ্রাফিক্স বা ছবি আপনার সাইটকে সুন্দর করে তোলে।আবার অনেক সময় তা বিরক্তির কারন হয়ে দাড়ায়।কেননা আপনার ওয়েব সাইটে অধিক মাত্রায় গ্রাফিক্স ও ছবি ব্যবহার করার ফলে আপনার সাইটটি লোড হতে অনেক সময় নেয়।এর জন্য গ্রাফিক্স ও ছবির পূর্ণ মাত্রায় নিয়ন্ত্রন করতে হবে।সাইটকে দ্রুতগতির করার জন্য এই টিউনটি দেখতে পারেন https://www.techtunes.io/web-design/tune-id/24067/

সঠিক ডোমেইন নেম ব্যবহার

একটি ডোমেইন একটি ওয়েব সাইটের আয়না স্বরুপ।তাই আপনাকে অবশ্যই ওয়েব সাইটের বিষয়ের সাথে মিল রেখে সাইটের ডোমেন নাম নিবন্ধন করুন।যেন ওয়েব সাইটের নাম শুনলেই বুঝ যায় সাইটের ভিতরে কি আছে।যদি ভিজিটর সাইটে ঢুকে দেখতে পায় যে তআর প্রয়োজনীয় তথ্য আপনার সাইটের মধ্য নেই তা হলে সে আর কখনো আপনার সাইট ভিজিট করবে না।

নেভিগেশন বারের সঠিক ব্যবহার

নেভিগেশন বার হল একটি সাইটের উব গুরুত্বপূর্ন বিষয়।নেভিগেশন বার হলে এমন একটা মাধ্যম যার মধ্য দিয়ে ভিজিটরা সহজেই এক পেজ থেকে অন্য পেজে যেতে পারে।আপনার সাইটে যদি হাজার হাজার পেজ থাকে আর সেসব পেজ গুলোতে যদি ভিজিট করার ব্যবস্থা না থাকে তাহলে এস ব পেজের কোন মূল্য নেই।তাই সাইটের প্রতিটি পেজে একটি নিদির্ষ্ট অংশে নেভিগেশন বার রাখুন।নেভিগেশন বার সাধারনত ওয়েব সাইটের উপরের দিকের ডানে অথবা বামে রাখলে ভালো হয়।এতে নেভিগেশন বারটি সহজেই সকলে চোখে পড়ে

হোম পেজে যাওয়ার সুব্যবস্থা রাখা

ওয়েব সাইটের গ্রাফিক্স,লোগো বা উপরের হেডলাইনের সাথে সাইটের হোম পেজের লিংক দিয়ে দিন।যতে করে সবাই অন্যপেজ থেকে দ্রুত হোমপেজে ফিরে আসতে পারে।বিশেষ করে ওয়েব সাইটের লোগোতে আপনার সাইটের হোমপেজের লিংক দিয়ে দিন।এটি বেশ সহজতর।

কপিরাইট নোটিশ সাইটে যুক্ত করণ

আপনার সাইটে কপিরাইট নোটিশ যুক্ত করুন।সাধারনত সাইটের নিচের দিকে কপিরাইট নোটিশ যুক্ত করতে হয়।ওয়েব ডিজাইনারদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।কেননা আপনার সাইটে যদি কপিরাইট নোটিশ দেওয়া থাকে তাহলে অন্য কেউ যদি আপনার সাইট থেকে কনটেন্ট বা আর্টিকেল কপি পেস্ট করে তাহলে আপনি এর প্রতিবাদ স্বরুপ অভিযোগ জানতে পারবেন এবং তার বিরুদ্ধে ইচ্ছা করলেই যেকোন ব্যবস্থা গ্রহন করতে পারবেন।আর না থাকলে আপনার আপভিযোগ গ্রহন যোগ্য হবে না।তছাড়া আপনার সাইটের কপিরাইটের মেয়াদকাল ও এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন।

ওয়েব পেজ,ইমেজ,ফাইল এর অর্থপূর্ণ নামের ব্যবহার

ওয়েব সাইটের প্রতিটি পেজ,ইমেজ,ফাইল বা গ্রাফিক্সের বিষয়বস্তুর সাথে মিল রেখে তাদের নাম দিন।কেননা অনেক সার্চ ইন্ঙিন তাদের সার্চ আ্যালগারিদম হিসাবে ফাইল বা পেজের নাম বিবেচনা করে থাকে।SEO ক্ষেত্রে আপনার বাছাইকৃত কীওয়ার্ড অনুসারে ফাইল বা পেজের নাম দিন।এটি সার্চ ইন্ঙিন এর রেংক বাড়ানোর ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করবে।

হাইফেন (-) Vs আন্ডারস্কোর (_)

যখন ওয়েব সাইটের কোন পেজ বা ফাইলের নাম দিবেন তখন তার এক একটি শব্দের মধ্যখানে হাইফেন (-) ব্যবহার করুন।(যেমন: web-page.html)।যদিও আন্ডারস্কোর (_) ব্যব হার করলেও তেমন কোন অসুবিধা নেই।তার পরও আন্ডারস্কোর (_) এর চেয়ে হাইফেন এর প্রয়োজনীয়তা বেশি।কেননা সার্চ ইন্জিন গুলো হাইফেনকেই বেশি প্রাধান্য দেয়।কারন হাইফেন দ্বারা ফাইলের নাম তাদের তড়াতাড়ি ও সহজ ভাবে ইনডেক্স করতে সুবিধা হয়।
টিউনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ,সকলকে ধন্যবাদ।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য….. 😀
আমার নিজের কাজে লাগবে এবং আমি web designa এর কাজ শিখতে চাই যদি আপনার সহোযগিতা পাই.কিভাবে শিখা যাবে pls বলবেন

Level 0

ধন্যবাদ কাজে লাগবে ।

    ST ভাই আপনাকেও ধন্যবাদ।আশা করি আপনাদেরকে সবসময় সাথে পাবো

Level 0

সজীব রহমান ভাই,ভাল ধন্যবাদ শেয়ার করার জন্য ………….।

সুন্দর টিউন সজিব ভাই ।

    ফাহিম ভাই আপনাকেও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।

সজীব ভাই আপনার টিপস কি যে কাজে দেয় তা বোখানোর মত ভাষা নেই

তাই
আপনাকে ভাষা ছাড়া ধন্যবাদ

    প্রোসেসর ভাই আপনাকেও ভাষা ছাড়া ধন্যবাদ জানাই

Level 0

ধন্যবাদ আপনাকে,।