এর আগে জুমলা ইনষ্টল দেখিয়েছি। কিন্তু সেটা হোস্টিং সার্ভারে অটো ইনষ্টল। অনেকের সমস্যা থাকার কারনে আজ পোষ্ট করছি কিভাবে ম্যানুয়ালি জুমলা ইনষ্টল করতে হয়। আসুন একপলক দেখি
জুমলার লেটেস্ট ভার্সন আপনারা এখানে থেকে ডাউনলোড করুন।
সার্ভারে জুমলা ইনষ্টল করতে হলে আপনার সার্ভারের তথ্য লাগবে। যে ডোমেইনে জুমলা ইনষ্টল করবেন সে ডোমেইন অবশ্যই পূর্বে অ্যাড করা থাকতে হবে। আপনার যা যা লাগবে
১। হোস্টের নাম: (এটি হতে পারে localhost, sql**.hostserver.com)
২। ডাটাবেজের নাম: জুমলা ইনষ্টলের জন্য একটি ডাটাবেজ লাগবে। হোস্টিং কন্ট্রোল প্যানেল থেকে একটি ডাটাবেজ তৈরি করে নিন।
৩। ডাটাবেজের পাসওয়ার্ড: ডাটাবেজ তৈরি করার সময় যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন তা।
৪। ডাটাবেজ ইউজার নেম: ডাটাবেজের ইউজারনেম দিতে হবে।
আপনার কাছে উপরোক্ত ৪ টি তথ্য থাকলে আপনি জুমলা ইনষ্টলের জন্য প্রস্তুত। এছাড়াও একটি সঠিক ই-মেইল ঠিকানার প্রয়োজন হবে।
প্রথমেই জুমলার প্যাকেজটি ডাউলোড করে আপনার কাংখিত ডোমেইনের রুটে আপলোড করুন। খেয়াল রাখবেন কোন ফাইল যেন মিস না হয়। আপনি যে কোন পদ্ধতিতে (সি প্যানেলের ফাইল ম্যানেজার বা এফটিপি) আপলোড করতে পারেন। তারপর আপনার ডোমেইন ব্রাউজারে লিখে এন্টার করুন। তাহলে জুমলা কোন কনফিগারেশন ফাইল না পেয়ে ইনষ্টলার চলে আসবে চিত্রের মত।
এখানে ভাষা (ইংরেজি বা বাংলা) নির্বাচন করে নেক্সট করুন। এরপর আপনার সার্ভারের ইনফরমেশন জুমলা Pre-installation Check করবে। এখানে সবুজ রঙে সব রেজাল্ট দেখালে আপনি জুমলা ইনষ্টল করতে রেডি
নেক্সট করুন। তারপর License এগ্রিমেন্ট আসবে। এখানে নেক্সট করার মাধ্যমে আপনি স্বীকার করছেন জুমলার ব্যবহারের শর্তাবলীতে আপনি রাজী।
নেক্সট করুন। নিচের মত আসবে
এখানে Basic Settings এ আপনার সার্ভারের ইনফরমেশনগুলো দিন। তারপর নেক্সট এ ক্লিক করুন। আপনার ইনফরমেশনগুলো সঠিক হলে নিচের মত FTP Configuration আসবে। এখানে No সিলেক্ট করে নেক্সট করুন
তারপর Main Configuration আসবে। এখানে সাইটের নাম এবং অ্যাডমিনের ইমেইল ও পাসওয়ার্ড দিন।
আপনি চাইলে নিচের Install Sample Data তে ক্লিক করে স্যম্পল হিসেবে পোষ্ট ইনষ্টল করতে পারেন। তাহলে অটোমেটিক্যালি ক্যাটাগরি, সেকশন এবং কিছু মডুল এবং আর্টিকেল প্রাথমিক অবস্থায় হয়ে যাবে। আপনি যদি নতুন ব্যবহারকারী হন তাহলে এটি ইনষ্টল করাই ভাল।
তারপর নিচের মত পেজ আসলে বুঝবেন আপনার সাইটে জুমলা সফলভাবে ইনষ্টল করা হয়েছে।
এরপর আপনার সাইট থেকে installation নামের ফোল্ডারটি মুছে দিন। এটি জুমলার একটি সতর্কব্যবস্থা। তারপর http://www.আপনার সাইট/administrator ব্রাউজারে লিখুন। নিচের মত লগিন পেজ আসবে।
এখান থেকে লগিন করে সাইটের অ্যাডমিনে প্রবেশ করুন।
আশাকরি সফলভাবেই ইনষ্টল করতে পেরেছেন। কোন সমস্যা হলে আমায় জানান। আমি সর্বদা সাহায্য করতে চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে টিউটোরিয়ালটি পড়ার জন্য।
======================================================
======================================================
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
খুব একটা কাজের জিনিস।আপনাকে ধন্যবাদ