ওয়েব ডিজাইনের ভয়ানক কাজের একটি বই

যারা স্ব-শিক্ষাকে শ্রেষ্ঠ অভ্যাস মনে করেন তাদেরকে আমি সবসময়ই অভিনন্দন জানাই।

আজ আপনাদের জন্যে Psd to HTML কনভার্শনের উপর একটি বই এর কথা বলবো যার মাধ্যমে ফটোশপ থেকে পরিপূর্ণ HTML/CSS কনভার্শনের পুরু প্রক্রিয়াটাই ধাপে ধাপে শিখতে পারবেন। মূলত প্রফেশনাল ওয়েব ডিজাইনে বইটি কাজে আসবে। বইটির প্রকাশক রকেবল প্রেস, লেখক জেফারি ওয়ে। HTML/CSS সম্পর্কে যাদের নূন্যতম ধারণা আছে এবং যারা প্রফেশনালদের মত পিএসডি টু এইচটিএমএল কনভার্শন শিখতে চান তাদের জন্যে এই বইটি খুব কাজে আসবে আশা করি।
কি কি পাবেন এই বই এঃ

  • পিএসডি স্লাইস করার অনেকগুলো মেথড.
  • সিমেন্টিক মার্ক আপ তৈরী করা
  • ব্যকগ্রাউন্ড রিপ্লেসমেন্ট এবং স্প্রাইট জেনারেশন এর মত টেকনিকগুলো কিভাবে ব্যবহার করবেন
  • কাষ্টম ফন্টের ব্যবহার
  • অ্যাবসোলিউট এবং রিলেটিভ পজিশনিং এর পার্থক্য
  • সিএসএস ৩ এর ব্যবহার
  • ইন্টারেক্টিভিটি যোগ করতে জেকোয়েরী লাইব্রেরীর ব্যবহার এবং আরো অনেক কিছু।

বইটির দাম ১৯ ডলার মাত্র। বইটি সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুধু এতটুকুই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত যদি বুঝে পড়তে পারেন এবং সে অনুযায়ী চর্চা করতে পারেন তবে পিএসডি টু এইচটিএমএল এবং ওয়েব ডিজাইন নিয়ে আর কারো কাছে দৌড়াতে হবে না, আপনিই বুঝবেন কিভাবে কি করা যায়।

বইটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্ক থেকে দেখতে পারেনঃ http://rockablepress.com/books/photoshop-to-html

ডাওনলোড লিঙ্কঃ  http://bit.ly/174mVey

Level 0

আমি নীলাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Amar mne hai na baiti pre kau temn kichu bujte parbe.kran ati mne hai eglish e lekha.

Level 0

thank you vai…..

Level 0

Thanks…