আমি আমার ব্লগের হেডারে AdSense যুক্ত করেছি। কিভাবে করলাম তা সবার সাথে শেয়ার করতে চাই আশা করি যারা জানেন না তাদের উপকারে আসবে।
১। আপনার custom_functions.php ফাইলে নিচের কোড স্থাপন করুন।
function header_ad() { ?>
<div id="header_ad">
ADD YOUR ADSENSE CODE HERE
</div>
<?php }
add_action('thesis_hook_header', 'header_ad');
২। আপনার custom.css ফাইলে নিচের কোড স্থাপন করুন।
.custom #header_ad {
float:right;
position:absolute;
width:468px;
height:60px;
top:35px;
margin-left: 45.5em;
}
বাস এতটুকুই। যদি নতুন এড তৈরী করে থাকেন তাহলে অন্তত ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর আপনার ওয়েব সাইট ভিজিট করুন এবং দেখুন। আশা করি করতে পেরেছেন।
আমি মোহাম্মদ সাজ্জাদ এইচ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং, ওয়েব পেইজ , সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডোমেইন , হোস্টিং এগুলো সম্পর্কে আমার জ্ঞান খুবই সাধারন মাপের এবং আমি এবিষয়ে কোন এক্সপার্ট না। আমি বিষয় গুলো শেখার চেষ্টা করছি মাত্র।
হুম ভালই ;(