ধরুন আপনার একটা সুন্দর ওয়েব সাইট আছে।অনকে সুন্দর করে অনেক ছবি,ফ্লাশ ইত্যাদি সাইটটি পরিপূর্ণ।ফলাফল- সাইট লোড হইতেই থাকে কিন্তু পেজ আর ওপেন হয় না।এই সমস্যা থেকে রক্ষা পেতে আমার এই টিউনটি করা।
সকলেই জানেন আমাদের দেশের নেটের শ্পীডে যে অবস্থা তাতে করে অনেকে গুগলের হোমপেজে ঢুকতে গেলেও ৫-১০ সেকেন্ড সময় লাগে।তার পর যদি আবার মড়ার ঘা(মানে সাইটের সাইজ)বেশী হয় তাহলে তো কোন কথাই নেই।সময় কেমনে পার হয়ে যাবে তা আপনি টেরই পাবেনা।আর SEO ও ওয়েবমাষ্টাদের জন্য তো এটা এখন সবচেয়ে বড় সমস্যা।কেননা গুগল বলেছে যে সাইট লোড স্পীড যদি স্লো হয় তাহলে হাজারো ব্যাক লিংক বা পেজ রেংকেও কাজ হবেনা।আপনার সাইটকে তারা সোজা নিচের দিকে নামিয়ে দিবে।তো এসকল সমস্যা থেকে মুক্তি পেতে নিচের টিপস গুলো অনুসরন করুন।আশা করি ভালো ফল পাবেন
সাইট বানানোর সময় আপনাকে সবসময় চিন্তা করতে হবে সাইটের Images ও graphics এর সাইজ নিয়ে।এর জন্য যতদূর সম্ভব কম ছবি বা গ্রাফিক্স ব্যবহার করুন।এ ক্ষেত্রে ছোট ছোট আইকন ব্যবহার করতে পারেন।আর বড় বড় ছবিকে কম্প্রেশ বা রিসাইজ করে ছোট করে নিন।এক্ষেত্রে আপনি image-manipulation software গুলো ব্যবহার করতে পারেন।তার মধ্যে আমার কাছে PIXResizer সফটওয়্যারটি বেশ কাজের মানে হয়।সবচেয়ে ভালো হয় আপনি যদি ছবি আপলোডের ক্ষেত্রে নিজের হোষ্টিং সাইট ব্যবহার না করে অন্য ইমেজ হোষ্টিং সাইট গুলে ব্যবহার করেন।তা ছাড়া এ্যানিমেশনকেও বাই জানন।
যত দূর সম্ভব সাইটে টেবিল এর ব্যবহার কম করুন।অধিক টেবলস ব্যবহারের ফলে সাইট স্লো হয়ে পড়ে।তাছাড়া বিভিন্ন ব্রাউজার যেমন (Internet Explorer, Firefox et al) একটি সাইটের টেবলের মধ্যকার কনটেন্ট বা টেক্স গুলো তখনই লোড হয় যখন সেই টেবিলটি লোড হয়।তাই যদি আপনি টেবল বাদ দিয়ে কনটেন্ট বা টেক্স লেখেন তাহলে তা খুব দ্রুত লোড হবে।নিতান্ত্যই যদি সাইটে টেবল ব্যবহার করে থাকেন তাহলে যত দুর সম্ভব ভিন্ন ভিন্ন টেবল বানান।এরকম টেবল আপনি আপনার সাইটের header, body এবং footer এর মধ্যে ব্যবহার করুন।
তবে সবচেয়ে ভালো হয় CSS এর মধ্যমে টেবলের ব্যবহার করা।
অনেক ধরনের অপ্রয়োনীয় Scripts আছে যা আমরা সাইটে ব্যবহার করে থাকি।যেমন বিভিন্ন ধরনের এনালাইজার,ভিজিটে কাউন্টার ইত্যাদি।এসকল জাভা,পিএইচপি Scripts যতদূর সম্ভব পরিহার করুন।কারন অধিক মাত্রায় এ সকল অপ্রয়োনীয় Scripts ব্যব হার করার ফলে পেজের সাইজ বৃদ্ধি পায় আর এর জন্য পেজ লোড হতে অনেক সময় নেয়।আর যদি এসকল Scripts ব্যবহার করাই লাগে তাহলে অত্যান্ত জনপ্রিয় Scripts ব্যবহার করুন।কারন তাদের Scripts গুলোর সাইজ ও widget গুলো বেশ ভালো।আর Scripts গুলোর কোড এইচটিএমএল এর একদম নিচের দিকে মানে body ও html ট্যাগের আগে ব্যবহার করুন।
ওয়েব সাইট স্লোর জন্য বিশেষ ভাবে দায়ী হল বড় সাইজের ভিডিও।যেকোন ধরনের বড় সাইজের ভিডিও আপনার সাইটে যোগ করার ফলে আপনার সাইটকে বহুগুনে স্লো করে দিতে পারে।
কিন্তু আপনি হয়তো বলতে পারেন যে তাহলে কি সাইটে ভিডিও যোগ করবো না।অবশ্যই যোগ করবেন।কিন্তু একটা বুদ্ধি খাটিয়ে।আপনার সকল প্রয়োজনীয় ভিডিও গুলো আপনি Youtubeআপলোড করে নিন।তারপর ইউটিউব থেকে আপনি একটি ভিডিওর জন্য এইচটিএমএল কোড পাবেন,পরে এটি আপনি আপনার সাইটে যোগ করে দিন।এতে যেমন আপনার ওয়েব সাইটের স্পীড বাড়াবে তেমনি আপনার সাইটের জায়গাও কম ব্যবহার হবে।
তা ছাড়া Youtube ব্যব হার করলে আপনি SEO জন্যও বেশ ভাল ফলাফল আনতে পারে।
তো নতুন SEO সমস্যার সমাধান নিশ্চই আপনারা পেয়ে গেছেন।আর চিন্তা কেন।তুমুল আকারে SEO এর কাজ শুরু করে দিন।উপরের এসকল টিপস গুলো কাজে লাগিয়ে আপনার সাইটকে আরো দ্রুতগতিসম্পূর্ণ করে তুলতে পারেন।আশা করি টিউনটি আপনাদের কাজে লাগবে।সকলকে আবারও ধন্যবাদ।
১।Page Speed
২।YSlow
৩।WebpageTest
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রহমান সাহেব, জটিল টিউন হয়েছে এইটা।