সবাই আশা করি ভাল আছেন। একটা ব্লগ সাইট খলার পর যেটা সবার আগে প্রয়োজন সেটা হল একটা ভাল টেম্পলেট। তাই আজ আমি আমার সংগ্রহে থাকা ৫৩টি ভাল মানের কিছু দারুন ব্লগার থিমের কালেকশন নিয়ে আসলাম। আপনাদের ভাল লাগবে আশা করি। থিমগুলোর ডেমো সময়ের কারণে দেখাতে পারলাম না বলে দুঃখিত। তবে একসাথে সবগুলোর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম। সাইজ মাত্র 5.4 MB. তাই কথা না বলে দ্রুত থিমগুলো নিয়ে নিন আর আপনার ব্লগে লাগিয়ে উপভোগ করুন !
ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
থিমগুলো ব্যাবহার করতে Blogger Dashboard >> Template >> Backup/Restore >> Choose File এ ক্লিক করে XML Document টা Upload করুন। তাহলেই তা আপনার ব্লগে যুক্ত হয়ে যাবে।
আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই টেম্পলেটগুলো কিভাবে ইউজ করবো?