Bloogger-এ Menu-bar/Page এবং Comment box নিয়ে Problem-এ পরেছি!!!

প্রথমেই সকলকে আমার পক্ষ থেকে সহস্র শুভেচ্ছা! ব্লগার Expert-দের প্রতি দৃষ্টি আকর্ষন করছি। আমার একটি নিজের ব্লগ আছে। সেটির নাম হলো Virtual aia। এখানে সাধারনত প্রযুক্তি বিষয়ক লেখা-লেখি করি, অর্থাৎ লেখা-লেখি করতে চেষ্টা করছি। তবে এই পথে মাঝে মাঝে বিভিন্ন সমস্যার সম্মখিন হতে হয়, এই যেমন:- আমার ব্লগে Virtual News, Education, Earning, Free Internet, Computer, Android, Mobile, Facebook, Article নামক বেশ কয়টি নতুন Menu তৈরী করেছি। কিন্তু এই Page-গুলোতে আলাদা আলাদা ভাবে লেখা পোস্ট করতে পারছি না। আমার নতুন পোস্টগুলো শুধুমাত্র Home Page-ই অবস্থান করে, এগুলোকে আমি বিষয় অনুযায়ী আলাদা আলাদা Page-এ স্থান দিতে পারছি না। কিভাবে এই সমস্যাটি থেকে পরিত্রান পাওয়া যায়, জানালে খুবিই উপকৃত হতাম।

আমি যে একজন নতুন ইউজার তা নিশ্চই আপনাদার এখন আর বলার অপেক্ষা রাখে না। আমার ব্লগে আরো একটি সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটি হলো এমন— আমার নিজের Computer থেকে আমার ব্লগে প্রবেশ করলে, আমার ব্লগের Comments Box ও Comments দেখা যায় না। কিন্তু আমি আমার ফ্রেন্ডদের Computer থেকে আমার ব্লগে প্রবেশ করলে Comments Box ও Comments দেখাসহ ইউস পযর্ন্ত করা যায়।” এই সমস্যাটি কেনই বা হলো? এবং কিভাবে এই Problem Solve করতে পারি জানালে আমার লেখা-লেখি করার চেষ্টাটা আরো সুন্দরভাবে চালিয়ে যেতে পারতাম।

আমার ব্লগে সবচেয়ে বড় যে প্রবলেমটি আছে সেটি হলো…. আমি আমার Page-এ ভুল করে নরমাল Comments Box-এর স্থানে Google+ Comments Box স্থাপন করে ফেলেছি। এখন আবার পূর্বের আবস্থান ফিরিয়ে আনতে চাচ্ছি কিন্তু পারছি না। Please Help!!! আমার Blog-এর লিঙ্কটি দিয়ে দিলাম।

Level 2

আমি Al-Imran Akanda। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ব্লগটি দেখলাম। পোস্ট আর পেজের মধ্যে কতোটুকু পার্থক্য? আপনি ব্লগস্পটে পেজ তৈরি করতে পারবেন ২০টি আর পোস্ট আনলিমিটিটেড। পোস্টকে আপনি লেবেলে রাখতে পারবেন এবং আর্কাইভ হিসেবে দেখাতে পারবেন। কিন্তু পেজকে পারবেন না। আসলে পেজ করা হয় নির্দিষ্ট একটা বিষয় একবার লেখার জন্য। ধরুন আপনি চাচ্ছেন আপনার ব্লগে ‘About Us’ নামে আপনার সম্বন্ধে কিছু জানাবেন। সেক্ষেত্রে আপনি ‘About Us’ নামে একটা পেজ করে সেখানে আপনার সম্বন্ধে লিখতে পারেন। আবার আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা ‘Contact Us’ নামে পেজ রাখতে পারেন। এভাবে নানারকম পেজ হতে পারে। তবে অবশ্যই আপনি পেজে আপনার পোস্টগুলো অটোঅ্যাড করতে পারবেন না।

আপনি চাচ্ছেন যে আপনার টপমেনুগুলোতে আপনার আপডেট করা পোস্টগুলো দেখাবে। সেক্ষেত্রে আপনাকে লেবেল ব্যবহার করতে হবে। পেজ ব্যবহার করলে হবে না। লেবেল হচ্ছে ক্যাটাগরি। জুমলা, ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরি বলে আর ব্লগস্পটে বলে লেবেল। পোস্ট করার সময়ই আপনি লেবেল তৈরি করতে পারেন আবার পূর্ব তৈরি করা লেবেলে পোস্ট যোগ করতে পারেন। আশা করি আপনি বুঝতে পারছেন যে পেজে পোস্ট যোগ করা যায় না।

আপনি আরও সাহায্যের জন্য http://www.janlewala.com/search/label/Blogspot এখানে যেতে পারেন। আর যদি বুঝতে না পারেন তবে কমেন্টে রিপ্লে অপশন ব্যবহার করে জানাবেন।

    @Ghumonto Doyal Baba: আপনার Janle Wala সাইট টি থেকে অনেক কিছু জানতে পারলাম। কিনতু সেখানে আপনি একটি পোস্ট দিয়ে ছিলেন কিভাবে Power by Blogger রিমুভ করা যায়। সেটা করতে পারতাছি না।

    আমরা প্রায় দেখি যেকোন পোস্ট-এর লেখা থাকে যে এই পোস্টটি মোট xxx বার পড়া বা দেখা হয়েছে। এটা আমি আমার ব্লগে কিভাবে এড করতে পারি।

      @Al-Imran Akanda: Power by Blogger রিমুভ কিভাবে করবেন তার ওপর আমি একটা পোস্ট দিয়েছি। একই ট্রিকস সব টেমপ্লেটের জন্য কাজ নাও করতে পারে। আপনি সার্চ করে আরও কোন ট্রিকস পান কিনা দেখুন। অন্য কোন ট্রিকস আপনার টেমপ্লেটে কাজ করতে পারে।

      আর কোন পোস্ট কতোবার পড়া হয়েছে তা কিভাবে দেখাবেন সে সম্ভন্ধে আমি জানি না। যদি জানি তবে আপনাকে জানাবো।

অনেক ধন্যবাদ আপনার পোস্ট এর জন্য। সৌন্দর্য হচ্ছে ব্লগ বা ওয়েব সাইটের প্রান। আর ব্লগের সৌন্দর্য বৃদ্ধির জন্য আকর্ষণীয় মেনু বার এর কোন বিকল্প নেই। তাই দুইটি আকর্ষণীয় ও স্টাইলিস মেনু বার শুধু মাত্র আপনার ব্লগের জন্য।
Drop-down CSS Menu: http://www.bdserving.com/2013/09/How-to-add-a-drop-down-menu-in-blogger-blogspot.html
Stylish JavaScript Menu: http://www.bdserving.com/2013/07/how-to-add-stylish-javascript-menu-in-blogger-blogspot.html

    @Lickson Sinha: আপনার সাইটে গেলাম, ভালোই লাগলো এবং একটি প্রশ্ন উদিত হলো সেটা হলো
    {border radius: 00px;
    -moz-border-radus: 00px;
    -webkit-border-radus: 00px
    }
    এটা দ্বারা কি নির্দেশ করা হয়েছে??