পানবিবি টিউটোরিয়াল Settings মেন্যু পরিচিতি (০২)

গত পর্বে আমরা Settings মেন্যুর Setup সাবমেন্যু সম্পর্কে জানতে পেরেছিলাম। আজ আমরা জানব Features সাবমেন্যু সম্পর্কে। এখান থেকে আপনি অনেক কিছুই জানতে পারবেন।

প্রথমেই আসছে General PunBB features which are optional। এখানের

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-32.gif

Searching: ব্যবহারকারী ফোরামে খুঁজতে পারবে কি/না তা নির্ধারণ করা হয়। এটিকে আপনি ডিজ্যাবল করে রাখতে পারেন যদি আপনার ফোরামের সার্ভার লোড খুব বেশী হয়। কারণ, এটিতে ফোরামের বেশী ব্যান্ডউইডথ খরচ হয়। তবে  ফোরামের ব্যবহারকারীর সুবিধার্তে ই এনাবল/চালু রাখা উচিত।
User ranks : ব্যবহারকারীর র‌্যাংক এনাবল রাখবেন কি/না তা নির্ধারণ করা হয়।
Quick jump menu: পোষ্টের একেবারে শেসে এই অপশনটি তো দেখেছেন।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-33.gif

এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন এটি থাকবে কি/না।

Show version: প্রথম পাতাতে আপনি যে পানবিবির ভার্সন ব্যবহার করছেন তার নম্বর থাকবে কি/না তা নির্ধারণ করা হয়।
Online list : ব্যবহারকারী তালিকা থাকবে কি/না তা নির্ধারণ করা হয়।

এখানকার Topic and post features and information এ অনেকগুলো অপশন থাকে

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-34.gif

Quick post: প্রতিটি পোষ্টের নিচে দ্রুত উত্তর সুবিধা থাকবে কি/না তা নির্ধারণ করা হয়।
Guest posting:  অতিথি পোষ্ট এর ক্ষমতা, ইমেইল ইত্যাদি নির্ধারণ করা হয়।
User has posted: পোষ্ট করা ব্যবহারকারীর তথ্য।
Topic views: কোন টপিক কতবার দেখা হয়েছে তার নম্বর থাকবে কি/না তা নির্ধারণ করা হয়।
User post count: ব্যবহারকারীর নামের নিচের পোষ্টের সংখ্যা, কত তারিখে রেজিষ্ট্রেশন করেছেন ইত্যাদি থাকবে কি/না তা নির্ধারণ করা হয়।

এখানকার Topic and post content এ অনেকগুলো অপশন থাকে। (চিত্রে দেখুন)

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-35.gif

Message options: এখানে চারটি অপশন থাকে
১। বিবিকোড পোষ্টে ব্যবহার করা যাবে কি/না।
২। ইমেজ ট্যাগ ব্যবহার করা যাবে কি/না।
৩। স্মাইলিগুলো আইকনে পরিবর্তন করবে  কি/না।
৪। কোন লিংক থাকলে তা অটোমেটিক লিংক বিবিকোডে পরিণত করবে কি/না। নির্ধারণ করা হয়।

এখানকার Allow all capitals ইংরেজির ক্ষেত্রে প্রযোজ্য। এটা ব্যবহার হয় সাবজেক্ট ও পোষ্ট বড় হাতের ইংরেজি অক্ষর ব্যবহার করা যাবে কি/না।

code tag indent size: কোড এর তথ্য দেওয়া হয়।
Maximum quote depth: ঐ

Reputation: Reputation এক্সটেনসন ব্যবহার করলে এখানে অপশন দেখতে পারবেন।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-36.gif

এখানে Enable: সম্মাননা সচল রাখবেন কি/না তা নির্ধারণ করা হয়।

Message size: সম্মাননার বক্তব্য কত ক্যারেক্টারে/অক্ষরে হবে তা নির্ধারণ করা হয়।

Timeout : কত মিনিট পর একই ব্যবহারকারী একই জনকে আবার সম্মাননা দিতে পারবে তা নির্ধারণ করা হয়।

এখানকার User signatures and signature content এ অনেকগুলো অপশন থাকে। চিত্রে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-37.gif

Allow signatures: ব্যবহারকারী সাক্ষর ব্যবহার করতে পারবে কি/না তা নির্ধারণ করা হয়।
Signature content: এখানে তিনটি অপশন থাকে।
Allow BBCode in signatures.: সাক্ষরে বিবিকোড ব্যবহার করতে পারবে কি/না তা নির্ধারণ করা হয়।
Allow BBCode img tag in signatures : সাক্ষরে ইমেজ ট্যাগ ব্যবহার করতে পারবে কি/না তা নির্ধারণ করা হয়।
Convert smilies to small icons in user signatures: সাক্ষরে স্মাইলিগুলো আইকনে পরিবর্তন করবে  কি/না।
Allow all capitals Allow signatures to contain only capital letters: ইংরেজির ক্ষেত্রে প্রযোজ্য। মানে হল যে কোন হাতের অক্ষর ব্যবহার করতে পারবে কি/না।
Maximum characters: সাক্ষরের সর্বোচ্চ ব্যবহুত অক্ষর।
Maximum lines: কত লাইন সাক্ষর হিসেবে ব্যবহার করতে পারবে তা নির্ধারণ করা হয়।

এখানকার User avatars (upload and size settings) এ ব্যবহারকারীদের ছবি আপলোড সম্পর্কিত তথ্য সম্পাদন করা যায়। চিত্রে দেখুন।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-38.gif

Allow avatars Allow users to upload avatars for display in posts: ব্যবহারকারী ছবি ব্যবহার করতে পারবে কি/না তা নির্ধারণ করা হয়।
Avatar upload directory: ব্যবহারকারীরর ছবি আপনার সাইটের কোন ডাইরেক্টরীতে আপলোড হবে তা নির্ধারণ করার হয়।
Avatar max width: ছবির সর্বোচ্চ প্রস্থ নির্ধারণ।
Avatar max height: ছবির সর্বোচ্চ দৈর্ঘ্য নির্ধারণ।
Avatar max size: ছবির সর্বোচ্চ সাইজ নির্ধারণ।

Private Message: এটি সম্পর্কে আশাকরি জানতে পেরেছেন। এটির বিভিন্ন অপশন এখানে থাকে  পরিবর্তন করা যায়। (চিত্রে দেখুন)

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-39.gif

এখানকার

In box Limit: ইনবক্সে  বার্তার সর্বোচ্চ ধারন ক্ষমতা

Outbox Limit:  আউটবক্সে বার্তার সর্বোচ্চ ধারন ক্ষমতা

Navigation links: এখানে দুটি অপশন থাকে

১।   Display 'New messages (N)' link at the top of every page: নতুন ম্যাসেজ আসলে শো করবে কি/না তা নির্ধারণ করা হয়।
২।  Put the PM Inbox link into the main navigation menu: প্রথম পাতার উপরের ডানে বার্তার লিংক দেখাবে কি/না তা নির্ধারণ করা হয়।

এখানকার Automatically check for updates এ পানবিবির আপডেট সংক্রান্ত অপশন থাকে। চিত্রে দেখুন)

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-40.gif

Check for updates থেকে পানবিবি নিজে থেকেই আপডেট চেক করবে কি/না তা নির্ধারণ করা হয়।

Check for new versions থেকে পানবিবি নিজে থেকেই তার এক্সটেনশনগুলোর আপডেট চেক করবে কি/না তা নির্ধারণ করা হয়।

আশাকরি অপশন সম্পর্কে জানতে পেরেছেন। কোন অপশন সক্রিয় করতে হলে টিক টিহ্ন দিয়ে দিয়ে একেবারে নিচের Save Changes বাটনে ক্লিক করতে হবে।

আশাকরি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। কোন কিছু না বুঝে থাকে এই টপিকে জানান।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস