পানবিবি টিউটোরিয়াল [Settings মেন্যু পরিচিতি (০১)]

গতকাল আমরা পানবিবির Start মেন্যু সম্পর্কে পরিচিত হয়েছিলাম। আজ আমরা শিখব Settings মেন্যু। এটি পানবিবির দ্বিতীয় মেন্যু। এখান থেকে আপনি পানবিবির অনেক কাজই করতে পারেন। Settings মেন্যুতে

* Setup
* Features
* Announcements
* E-mail
* Registration
* Censoring

সহ মোট ৬ টি মেন্যু পাবেন। আসুন আমরা একটা একটা করে জানার চেষ্টা করি।

১। Setup: এখানে Personalize your PunBB installation এ আপনি আপনার ফোরামের নাম ও স্লোগান দিতে পারবেন এবং ফোরামের ডিফল্ট থিম নির্বাচন করতে পারবেন। চিত্রে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-22.gif

তারপর Configure PunBB for your location এ ফোরামের ডিফল্ট লোকেশন ও টাইমজোন এবং তারিখ ও সময় ফরমেট সেটিং করতে পারবেন। চিত্রে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-23.gif

তারপর Default timeouts and redirect delay এর

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-25.gif

এখানকার Visit timeout এ আপনি যত মান দিবেন ইউজার ফোরামে সর্বশেষ কখন এসেছিলেন তা তত সেকেন্ড পর আপডেট হবে যেমন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-24.gif

এখানকার Online timeout এ যত মান দিবেন ফোরামে ব্যবহারকারীর অনলাইনে থাকার ষ্ট্যাটাস ততক্ষণ পর আপডেট হবে

আমার ফোরামে কোন লেখা পোষ্ট করার পর চিত্রের মত দেখি।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-26.gif

এটা কতক্ষণ পর্দায় থাকবে তা নির্ধারণ করার জন্য Redirect wait এ মান দিতে হবে। আপনি যদি ০ দেন তাহলে চিত্রের মত না দেখিয়ে সরাসরি ওপেন হবে ।

এখানকার Default pagination for topics, posts and post review এ প্রতিপেজে ডিফল্টভাবে পোষ্ট ও টপিক কতটি করে থাকবে তা নির্ধারণ করা হয়। চিত্রে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-27.gif

প্রতিটি পোষ্টে শেষে আমার "অভিযোগ" নামে একটি লেখা দেখতে পাই। এখানকার Method for receiving reports of posts and topics এ রিপোর্ট কিভাবে হবে যেমন(পোষ্টে, বা ই-মেইলের মাধ্যমে) নির্ধারণ করা হয়। চিত্রে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-28.gif

এখানকার Add your own links to the main navigation menu দিয়ে কোন কাস্টম মেন্যু যোগ করতে পারেন। এখানে একটি কোড দেওয়া আছে। তা হল

X = <a href="/URL">LINK</a>

এখানে X= হল মেন্যুর পজিশন অর্থাৎ কোথায় মেন্যুটি হবে <a href= এইচটিএমএল (এ সম্পর্কে পলাশ ভাই ভাল জানেন) URL= লিংক এবং LINK= মেন্যুর নাম। এবং বাকীটুকু ও এইচটিএমএল।

আজ এ পর্যন্তই

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনে আসলেই বস টিউটোরিয়াল লিখতেছেন …….. আশা করি সিরিয়ালটা শেষ করবেন।