ব্লগারে যুক্ত করুন সিসিটিভি গেজেট

পোস্টের শুরুতে সবাইকে সালাম জানাই। অসাম একটি পোস্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজ আপনাদের দেখাবো কিভাবে ব্লগার ব্লগে খুব সুন্দর একটি সিসিটিভি ক্যামেরা গেজেট যুক্ত করা যায়। কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এটি ব্লগে যুক্ত করা যায়। লাইভ ডেমো দেখতে ডেমো বাটনে ক্লিক করুন।

যেভাবে ব্লগে সিসিটিভি গেজেট যুক্ত করবেন

লাইভ ডেমো দেখতে এখানে ক্লিক করুন

প্রথমেই ব্লগার.কমে লগিন করে আপনার ব্লগের লেআউটে যান। তারপর অ্যাড নিউ গেজেটে ক্লিক করে HTML/JavaScript এ ক্লিক করুন। তারপর পপআপ উইন্ডোতে নিচের কোডটুকু পেস্ট করুন।

<script language="JavaScript" src="https://cctv-by-bdtechzone-com.googlecode.com/files/cctv-by-bdtechzone-com.js" type="text/javascript"> </script> <script language="JavaScript" type="text/javascript"> cot("http://2.bp.blogspot.com/-atRm-uyXGFA/UZRioa4sZfI/AAAAAAAAAQw/HkEejsKEpRE/s1600/cctv.gif")</script>

এবার HTML/JavaScript পপআপ উইন্ডোর সেভ বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার ব্লগে খুব সুন্দর একটি সিসিটিভি যুক্ত হয়ে যাবে, ধন্যবাদ।

Level 0

আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস