Blogger-Template-Designer |
এছাড়াও আর কিছু Update নিচে তুলে ধরলাম
Star Rating এর মাধ্যমে ভিজিটর আপনার ব্লগের পোষ্টে রেটিং করতে পারবে । এটি ব্যবহার করতে যেতে হবে Layout-Blog post-Edit। এর পর Show star Rating এ টিক দিয়ে দিন তার পর সেভ করুন।
Add Caption :
Add caption মাধ্যেমে আপনি আপনার ব্লগে ব্যবহৃত ছবিতে Caption যোগ করতে পারবেন যা আপনার Image Seo হিসেবে কাজ করবে । এটি ব্যবহার করতে ছবিতে ক্লিক করুন ছবির নিচে Add caption অপশন আসবে সেখানে Tag দিয়ে সেভ করুন।
Define/Translate ব্যবহার করতে Edit Panel এর কোন লেখা Selete করে Translate ক্লিক করুন এর ফলে মুহূত্বেই আপনার লেখা কাক্ষিত ভাষায় Translate হয়ে যাবে।
Add Location :
Add Location এর মাধ্যমে আপনার পেষ্টে Location যুক্ত করা যাবে।
Page Create:
আমি মার্ক বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 180 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ভাললাগে নতুন কিছু জানতে আর জানাতে।আমি খুব একরোখা স্বাধীন ভাবে চলতেই বেশি ভালো লাগে।গান আর কম্পিউটার এই দুইটিই আমার বেচে থাকার সম্বল মাঝে মাঝে গলা ছেড়ে গান করি।স্বপ্ন দেখি নতুন দিনের আর নতুন কিছু আবিস্কার করার। আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে...
ভাল টিউন। আশা করি অনেকের কাজে আসবে।