ওয়ার্ডপ্রেস দিয়ে বাংলা ভাষার ওয়েবসাইট বানানোর পদ্ধতি নিয়ে আলোচনা করার পর ব্যাপক সারা পাওয়ায় আরও একটু এগিয়ে এলাম। আজ আমরা বাংলায় পোস্ট ও কমেন্ট লেখার ব্যবস্থা করবো। তার আগে শিখে নেই আগের পর্বের টিউটরিয়াল গুলো
পোস্টটি একুশে থেকে বাংলায় অনুবাদ করা।
comments.php এর যেখানে
<textarea name="comment" id="comment" cols="70%" rows="10" tabindex="4" ></textarea>
আছে তার ঠিক উপরে <?php wp_banglakb_comments(); ?>
যুক্ত করুন।
এ জন্য আপনাকে তার পরেই নিচের কোডটি যুক্ত করতে হবে।
<a href="http://tutorialbd.com/bn/virtualkeyboard_body.html" onClick="window.open('http://tutorialbd.com/bn/virtualkeyboard_body.html', 'VirtualKeyboard', 'height=270,width=450,resizable=yes,scrollbars=no,left=50,top=400,screenX=50,screenY=400,status=no,menubar=no,toolbar=no,location=no,directories=no'); return false;"><input type="button" value="ভার্চুয়াল" name="B3_"></a>
বি: দ্র:
1. BanglaKB plugin is developed by Hasin Huder and Lavluda
2. Virtual Keyboard Developed by Ekushey
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
ভার্চুয়ালটা যুক্ত করলাম।