বিডিটেকজোনের বাংলা ফেসবুক লাইক বক্সটি দেখে অনেকই আমাদের রিকোয়েস্ট করছে এটি কিভাবে করতে হয় তা জানানোর জন্য। তাই ভাবলাম এক একজন করে জানানোর থেকে একটি পোস্ট করে সবাইকেই জানিয়ে দেওয়া ভালো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটি করতে হয়। এটি করতে প্রথমেই ওয়ার্ডপ্রেসে HTML Tex ও ব্লগারে HTML/JavaScript উইজেটটি খুলুন। তারপর নিচের কোডটুকু পেস্ট করুন।
<iframe src="//www.facebook.com/plugins/likebox.php?locale=bn_IN&href=http%3A%2F%2Fwww.facebook.com%2Fbdtechzonecom&width=236&height=258&show_faces=true&colorscheme=light&stream=false&border_color&header=false" scrolling="no" frameborder="0" style="border:none; overflow:hidden; width:236px; height:258px;" allowTransparency="true"></iframe>
আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi
School of Blogging Providing with Blogger widgets, blogger tips, blogger tricks, help, hacks and Blogger resources with great blogger tutorials also..
http://bloggingschool-bd.blogspot.com/