আপনার ব্লগের ৪টি জায়গা যেখানে ডিজাইন হতে হবে মাথা নষ্ট

আপনার ব্লগের ডিজাইন হচ্ছে সেটির চেহারা যেটি আপনি তৈরী করেছেন বা করতে পারেন। আর একটি সুন্দর ব্লগের ডিজাইনই পারে আপনার সাইটকে ভিজিটরের কাছে আরও আকর্ষনীয় এবং দৃষ্টিনন্দনীয় করে তুলতে। আপনি কি চান নাকি ডিজাইন এর মাধ্যমে আপনার ভিজিটরদের দৃষ্টি আকর্ষন করতে? কিন্তু ডিজাইন এর মাধ্যমে একটি ব্লগকে ভিজিটরদের কাছে আরও কাংখিত করে তোলাটা কিন্তু সহজ নয়। আমি কিন্তু শুধু ব্লগের হোমপেজের ডিজাইন এর কথা বলছি না। ব্লগের এমন অনেক অংশ আছে যেখানে আপনার ডিজাইনের উন্নতি সাধন করতেই হবে। কিন্তু ব্লগের ডিজাইন আসলেই সেই সকল ভিজিটরদের আপনার ব্লগে থাকতে সাহায্য করে যারা আপনার ব্লগে থাকা বা না থাকা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগে। যদি আপনি আপনার ব্লগে আরও বেশী ভিজিটর পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার ব্লগের ডিজাইন নিয়ে একটু সচেতন হতে হবে। আজ আমি আপনাদের সাহায্য করছি ব্লগের সেই সব জায়গার ডিজাইন নিয়ে যেগুলো আপনাকে আরও বেশী ভিজিটর পেতে সাহায্য করবেই করবে।

 

)          লোগোঃ লোগো হচ্ছে সেই জিনিস যেটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীগণ জানতে পারবে আপনার ব্লগ কে বা কি? আপনার লোগো যদি অন্য আরেকজনের লোগোর মতই হয় তাহলে কিন্তু আপনার ব্লগ পুরোদমে জেগে উঠবে না।

logo

আপনার ব্লগ ছোট কিংবা বড় এতে কিছু যায় আসে না, কিন্তু লোগোটি হতে হবে ইউনিক। আর এই দিকেই আমরা মুন্সিয়ানার পরিচয় দিতে ব্যর্থ হই। এটিকে যেমন ইউনিক হতে হবে তেমন সুন্দরও হতে হবে। এটি আপনার ব্লগের সেই জায়গা যা একজন ভিজিটরের চোখে প্রথম পড়বে। তাই সবার প্রথমে লোগো ডিজাইন এর প্রতি সচেতন হতে হবে।

)          ইমেইল অপশন বক্সঃ আপনি যদি আসলেই আপনার ব্লগের ডিজাইন দ্বারা ফলোয়ার বাড়াতে চান তবে আপনার ইমেইল অপশন বক্সের ডিজাইন হতে হবে অত্যন্ত দৃষ্টি আকর্ষনীয়। লোগোর মতই এই দিকেও অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষন এর প্রয়োজন রয়েছে।

email option box

আপনার ইমেইল সাবস্ক্রাইবার বক্স যদি ছোট্ট এবং দৃষ্টি আকর্ষনীয় না হয় তাহলে সেটি আপনার জন্য দুঃসংবাদই বয়ে আনবে। আর আপনি এটির মান ভালো করেই অনুধাবন করতে পারছেন আশা করি। তাই এখনই সময় আপনার ইমেইল অপশন বক্স আপগ্রেড বা নতুন ইমেইল অপশন বক্স যুক্ত করবার।

)          About বা ব্লগ সম্পর্কীয় পেজঃ একটা ব্লগের যেই জিনিসটা প্রায় সময় দেখা হয় সেটি হচ্ছে About বা ব্লগ সম্পর্কীয় পেজ। একজন ভিজিটর কিন্তু আপনার ব্লগ পোষ্ট পড়ার পাশাপাশি আপনার ব্লগের উদ্দেশ্য ও আপনার সম্পর্কেও কিছু তথ্য জানতে চায়।

about page

তাই সুন্দর একটা হোমপেজ বানাইয়া এই মহামূল্যবান পেজটি আড়াল করার কাজ ভুলেও করবেন না। একটি সুন্দর ডিজাইন করা এবাউট পেজ আমাকে আপনার ব্লগ সম্পর্কে সম্যক ধারণা অর্জনে সাহায্য করবে। তাই আমি চেষ্টা করেছি আমার ব্লগের এবাউট পেজ সুন্দরভাবে সাজাতে। যেন ভিজিটর এক নিমিষেই বুঝতে পারে আমার ব্লগ কি, কেন বা আমি কে, কি উদ্দেশ্যে এই ব্লগ তৈরী করেছি। নিজের কথাই একটু ভাবুন, আপনি যদি এখন নতুন কোণ ব্লগে যান, তবে কি আপনি তার সম্পর্কে বা ব্লগ সম্পর্কে জানতে এবাউট পেজে যাবেন কি যাবেন না। তাই ভিজিটরদেরকে একটি সুন্দর এবাউট পেজের মাধ্যমে অভিভূত করে তুলুন।

)          সোস্যাল মিডিয়া প্রোফাইলসঃ আপনার ব্লগের সোস্যাল মিডিয়া প্রোফাইলগুলো সম্পর্কে ঔদাসিন্য ভাব দেখাইয়েন না। আপনার ব্লগের টুইটার, ফেসবুক, গুগল প্লাস এর পেজগুলোর সম্পর্কেও একটু ভালোবাসা প্রদর্শন করুন।

social media profiles

অনেক মানুষই কিন্তু সরাসরি আপনার ব্লগে আসবে না। অনেকে আপনার সোস্যাল মিডিয়া পেজে আপনার পোষ্ট দেখে তারপর সাইটে আসবে। হয়তো আপনার ফেসবুক পেজে যাবে এবং সেটি পছন্দ করবে। প্রায় সময় এটিই হয়। তাদেরকেও ( সোস্যাল মিডিয়া সাইটস) সুন্দরভাবে তৈরি করতে হবে। তাদের প্রতিও একটু ভালোবাসা দেখান।

কি বুঝলেন? ব্লগের সুন্দর ডিজাইন কি দরকার নাকি নাই? এই ৪টি বিষয়ে একটু ভালোভাবে লক্ষ্য করুন। ফল আপনি পাবেনই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।

আপনারা টেকব্লগিং এ আসুন এবং সেখানেও আপনাদের উন্নত মানের পোষ্টের ধারা অব্যাহত রাখুন।

Level 0

আমি Kazi Rahim Ullah Rahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি মানুষের ব্লগ পড়তে এবং নতুন নতুন জিনিস জানতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Donnobad

Bhai, Ami jodi amar blog-er post-er modde google thake image ba logo use kori thabe ki ta copypast hisabe gonno hobe ba google adsense pete kono problem hobe?

    Level 0

    @mana:
    আপনি যখন নিউ পোস্ট করতে যাবেন তখন উপরের দিকে টেক্ট এডিটর আসে। সেখান থেকে ইনসার্ট ইমেজ বাটনে ক্লিক করে কাজটা করতে পারেন। এই বাটনটি লিংক বাটনের পর পরই । (এটি কিন্তু শুধু ব্লগারের জন্য)
    এরপর ওটাতে ক্লিক করলে দেখবেন – Insert From Link । এর মানে হলো ছবির লিংক দিলেই কাজ হয়ে যাবে। আর পিসি থেকে করতে চাইলে – Insert from Computer. এটি করার জন্য আগেই ইমেজ নামিয়ে রাখবেন আপনার পিসিতে।

    WordPress সাইটেও অনেকটা একই রকম। নিউ পোস্টে গিয়ে ইনসার্ট ইমেজ বাটন খুজে বের করুন। এটা দেখতে একটা স্কয়ার ছবির মত। পাহাড় থাকে ভিতরে। ছোট বাটন। পাহাড়া টাহাড় চোখে ধরা পড়বে না।

    Level 0

    @mana:
    বেশি ডিজাইন করতে গিয়ে যাতে সাইট ক্চ্ছপ না হয়ে যায়! 🙂
    তাহলে কিন্তু ভিজিটর আর দ্বিতীয়বার এখানে পাড়া দিবে না।

    যারা অনেক যায়গায় ঘোরাঘুরি করেন তারা লক্ষ্য করবেন কিছু সাইট এমন কালারফুল আর বিচিত্র সব বিজ্ঞাপনে ভরা আর দ্বিতীয়বার সেখানে যেতে মন চায় না। বিশেষ করে যারা নতুন তারা অতিরিক্ত ডিজাইন করে।

    তারপরো ভাল লুকের দাম থাকবেই। এক্ষেত্রে যারা সি এস এস এর কাজ জানে তাদের কোন ঝামেলা নেই। ইমেজ ব্যবহার না করে একটা কোড দিলেই কালার তৈরী হয়ে যায়। তখন আর সাইট ডাউন হবার ভয় থাকে না।

    এটা দেখতে পারেন- http://munnamark.blogspot.com/2013/01/how-to-optimize-and-improve-loading.html

      Level 0

      @munnamark: sorry bhai, ami sovaboto aponake amar question ti bojate parini
      Amar question golo holo

      Ami jodi amar blog-er post-er modde google image thake image
      ba logo use kori tobe ki ta copypast hisabe gonno hobe?
      ba google adsense pete kono problem hobe?

      Thanks and hope You will help me.

        Level 0

        @mana:
        কে বলেছে আপনাকে গুগল ইমেজ থেকে সরাসরি কপি পেস্ট করতে?
        প্রথমে ইমেজ আপনার হার্ড ডিস্ক এ নিবেন। তারপর দরকার হয় ওটাকে একটু চেঞ্জ করুন। ওটার নাম আকৃতি পরিবর্তন করুন কিছুটা।

        আর গুগল ইমেজ এর ব্যাপারে বলে Some Images maybe subject to copyright. সেগুলোতে সমস্যা হতে পারে।

        কাজেই আপনার এত সময় নেই কোনটা কপিরাইট করা আর কোনটা করা না সেটা বের করার। আপনি ডাউনলোড করে নিজের মন মত সেটাকে পরিবর্তন করে নিলে সবচেয়ে ভাল হয়।

        আরো ভাল হয় নিজেই মাথা খাটিয়ে দরকারী ইমেজ তৈরী করা (যদি পারেন আরকি)
        আর সময় বাচাতে চাইলে টুকটাক চুরি করেন। 🙂 ব্যাপার না।

        আমার সাইট থেকে করবেন না কিন্তু। মামলা করে দিব!!! 🙂 🙂

          Level 0

          @munnamark: Bhai, aponake onek onek donnobad,
          R ekta kota Amar jodi 2 ti site same naame, address thake(1 ti free blog r onnoti domin kine banai ) tobe google adsense pete kono somorsa hobe?
          naki shodo ekti pobo?

        Level 0

        @mana:
        আপনার যদি ভয় থাকে তাহলে একটা চালাকি করতে পারেন।
        সেটা হল আপনি আপনার কোন বন্ধুর ঠিকানা ব্যবহার করতে পারেন।

        আরেকটা ব্যাপার হল আপনি একটি এডসেন্স একাউন্ট ই দুটো সাইটে ব্যবহার করতে পারেন। নতুন করে একাউন্ট করার ই দরকার নেই। (আমি ব্লগারে একসাথে দুটো ব্লগে একই একাউন্ট থেকে এডসেন্স এড শো করেছি। এটা করা যায়)

        তবে এক্ষেত্রেও একটা রিস্ক থেকে যায়। কোন কারণে আপনার একটি সাইট যদি পলিসি ভঙ্গ করে তাহলে একাউন্ট বাতিল হয়ে যাবে দুটো সাইটের জন্যই!

    Level 0

    @mana:

    একই নামে ২ টা করতে পারবেন। আপনি কি চান? একই ব্লগের দুটা ঠিকানা হবে? নামে ২ টা ব্লগ আলদা থাকবে?

    যদি বর্তমান ব্লগ এর জন্য ডোমেইন কিনেন তাহলেও হবে। আর তা না চাইলে নতুন ব্লগ খুলে সেটাকে রেজিস্ট্রি করে নিবেন।
    যেমন- http://munnamark.blogspot.com/
    আবার নতুন একটা খুলে নিলাম- http://munnamark.com/
    অথবা- http://munnamark.blogspot.com/ এটার জন্যই Domain কিনে http://munnamark.com/
    বানিয়ে ফেললাম।

      Level 0

      @munnamark:Doron, amar ekti blog ache j-ti adsense approved
      ekhon ami chachi orek ti site domin kine banate(amar name , road , address same rekhe ortat amar j address-e google adsenes cheque ase)
      Ei kherte second site-r jonno adsense apply korte parbo ki na?
      Ebong first blog thake new site -r modde post copy korte porbo ki na ?

      Aponar blog ta dekhalam, khob bholo legeche.

      Aponake advanced thanks and sorroy for destroying your valuable time.

        Level 0

        @mana:
        Marks PC Solution never feel disturbed when there is a chance to talk about technology!
        We believe there is no mistake in the world of computing. Everything is learning!

        অবশ্যই আপনি দ্বিতীয় ব্লগটির জন্য AdSense এর আবেদন করতে পারবেন। তবে কপি পেস্ট করবেন না। Google চায় Unique Content. ও নিজে নানা ধরণের অন্যায় করতে পারে। কিন্তু আপনি অন্যায় করলেই ওর আইনের ধারা চলে আসবে।

        কপি পেস্ট লেখা পেলে আপনার একাউন্ট বাতিল ও করে দিতে পারে।

        আকাশের যত তারা গুগলের আইনেরও তত ধারা!

        এটা দেখুন- http://munnamark.blogspot.com/2012/11/guidelines-before-and-after-getting.html

          Level 0

          @munnamark:
          bhai,
          ami bolte chachi j ek tikanai 2 site-r adsense cheque asbeto?(second-tite pai jodi r ki)

Level 0

কেউ কি আছেন ভাই, যিনি আমাকে আমার ব্লগের ডিজাইন ইম্প্রভের জন্য সাজেশন দিবেন। আমি নতুন, আর চেষ্টা করসি উন্নতি করতে। আমার সাইটের আদ্দ্রেসসঃ http://techtricksbd.com/

    @rblrana: ভাই আমার সাইটা একটু গুরে আসতে পারেন। বাল লাগলে বলভেন>> http://eliasbd54.blogspot.com/

    Level 0

    @rblrana:
    দুষ্টামি করেন? আপনি মোটেও নতুন না। এই কমেন্ট টা আপনার লিংক জুসের কাজ করছে! 😉

    তবে সত্যি সত্যি যদি আপনি কোন সাজেশন চান তবে বলব তিনটি কলাম না করে দুইটি করুন। আমি একজন সাধারণ ভিজিটর হিসেবে বলছি। একেবারে বাম দিকে চাপানো লেখা পড়তে খুবই বিরক্ত লাগে।

    আর আপনার স্প্যাম ডিটেকশন মারাত্নক রকম টাইট। কমেন্ট করলাম কিন্তু শো করল না!

    যারা আপনার সাইটে কমেন্ট করতে এসে ফিরে গেছে তারা আর কখনো সেখানে যাবে না। যেমন আমি। 😉
    আমি আর কখনো পরীক্ষাই করতে যাব না কমেন্ট করলে শো করবে কি করবে না (একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে)। 😉

      Level 0

      @munnamark: ভাইজান, আপনার সুন্দর আর গুরুত্ব পূর্ণ মতামতের জন্য ধন্যবাদ। আপনার মত অনুসারে আমি কি এটাই ভাববো যে আপনি আমাকে এন্তি-স্পাম detector “Akismet” কে সরিয়ে দিব?

        Level 0

        @rblrana:
        আমার মতামতটা কিন্তু নিরপেক্ষ। একজন সাধারণ ব্যবহারকারী যদি কমেন্ট করে দেখে যে সেটা হল না তাহলে সে আপনার সাইটে আর আসবে না।

        যদি ব্যাকলিংক ও করতে আসে করতে দেন না। এভাবেই হয়ত সে আপনার লয়াল উইজার হয়ে যাবে।
        কিন্তু এত সহজেই যদি কমেন্ট শো না করে তাহলে আমি বলব স্প্যাম ডিটেক্টর নিজেই স্প্যাম!

        আবার যদি এমন হয় কমেন্টের জ্বালায় আপনি অস্থির। ফালতু কমেন্ট হচ্ছে সেটা আপনার জন্যও খারাপ আপনার সাইটের জন্যও খারাপ। সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালী কমেন্ট শো করে দেন। ডিটেক্টর থাকুক।

        আমি ওয়ার্ডপ্রেসের নিয়মিত ব্যবহারকারী না। তাই জানিনা এটা থার্ড পার্টি কোন ডিটেক্টর কিনা। যদি থার্ড পার্টি হয় তবে ডিফল্ট যে ডিটেক্টর আছে সেটাই ব্যবহার করুন। আই মিন যেটা বেশি রিল্যাক্স।

Level 0

Web Designer ভাই রা আওয়াজ দেন । একটা website বানাতে চাই।তাই একজন ভাল মানের web designer আবশ₹ক। techtunes ই হলো উপযুকত জায়গা।এখানে আছেন বাঘা বাঘা web designer .যারা চোখ ধাধানো সুনদর website create করতে পারেন ।

1. Site ta hobe filehorse.com/apphit.com ar moto functionally . kintu aro sundor. Upore head navigation bar facebook tuitter fan page search option.
all content, screenshot,t review is ready . you have 2 put them just.
2. No sign up or login system but newsletter by email.
3.facebook coment system and regular comment system not using signup/ login. They can use any name.
4. Software rating system by users and site administrator.
5.i know a bit of dreamweaver. So show me way of editing this such as link update etc using dreamweaver. And show me edit 2 make new software page by DW.
6. Php mysql hole valo hoi.
7. Hosting o domain name kenar bapare poramosso.
8 site darkorate parle google add debo tokon jeno apnake kuje paua jai J
9. 1 pool
10.chotto akta slide show upore bam a. contact us form request new software form. etc

student manus taka besi dete parbona

contact me : 01712202436 email: [email protected]