একটি ওয়েব সাইট তৈরি করার পরে বিভিন্ন সময় আমরা এর ভিজিটর সংখ্যা কত হল এটি দেখার প্রয়োজন অনুভব করি। এরজন্য আমরা বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা বিভিন্ন সাইট বা লোকের কাছ থেকে নিয়ে থাকি। এক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্নরকম পরামর্শ প্রদান করে থাকে আজকে আমি ও এরকম একটি পরামর্শ দেয়ার চেষ্টা করব। যেটি আমি নিজে ব্যবহার করে থাকি এবং বেশ ভাল ফল পাচ্ছি। আশা করি আপনারাও উপকৃত হবেন। তবে ব্যহারের পূর্বে একবার দেখে নিন ক্লিক করুন।
প্রথমে PHP কোড ব্যবহার করে আমি একটি Hit counter তৈরি করেছিলাম পরে দেখলাম যে, সময় নষ্ট করে এগুলো তৈরি করার কোন যুক্তি নেই কারন এটি বানাতে যে সময় খরচ হয় তার চেয়ে ভাল নেট থেকে কিছু ব্যবহার করা। যে সাইটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি তার নাম হচ্ছে http://s04.flagcounter.com/more/eH8V ।এটিতে পাবেন আলাদা আলাদা দেশের পতাকাসহ ভিজিটর সংখ্যা। যদি দেখতে চান কোন দেশ কোথায় অবস্থিত তাও দেখতে পারবেন বিশ্বের ম্যাপ থেকে। গুগল ম্যাপের মত জুম করে দেখারও ব্যবস্থা আছে এখানে। সত্যি কথা বলতে এটি একটি চমৎকার ভিজিটর কাউন্টার। তবে ব্যহারের পূর্বে একবার দেখে নিন ক্লিক করুন।
এবার বলি আপনি কিভাবে ব্যবহার করবেন:
>> http://s04.flagcounter.com/more/eH8V সাইটে ঢুকে দেখতে পাবেন ক্লিক করুন get your won free flag counter
>>এরপরে এখানে কিছু সেটিং করবেন আপনার চাহিদামত এবং ক্লিক করুন get your won flag counter
>>এরপর Code for website নামে একটি কোড আপনাকে দেয়া হবে সেটি কপি করে বসিয়ে দিন আপনার সাইটে। ব্যাস তৈরি হয়ে গেল বিস্তারিত বিবরনসহ আপনার flag counter।
সকলকে ধন্যবাদ।
আমি আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি মানুষকে কেননা এরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সাক্ষী আমি কারো ক্ষতি চাই না বরং চেষ্টা করি ভাল কিছু করতে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকেই শুরু করেছি বাংলা ভাষায় টিউটোরিয়াল ও অনলাইন থেকে আয়ের টিপস সম্বলিত ওয়েব সাইট http://nextbarisal.com
গুগল এ্যানালিটিকস টা এর চাইতে সহজ বলে মনে হয় ……… তবে নতুনদের জন্যে এটাও খারাপ না