আমরা অনেকেই আমাদের সাইটকে আকর্ষনীয় করতে ব্যাস্ত থাকি। এজন্য আমরা বিভিন্ন Widget অথবা Html কোড ব্যবহার করে থাকি। তবে কিছু সংখ্যক লোক আছেন যারা বলেন ফ্রি সাইটে Visitor Message board / Chatting Board যোগ করা যায় না। তবে যারা এই Visitor Message board / Chatting Board আপনার সাইটে যোগ করতে চান তাদের জন্য এটা সুখবর যে মাত্র ১ মিনিটের মধ্যেই আপনি আপনার সাইটে আকর্ষনীয় একটি Message board যোগ করতে পারবেন।
এজন্য আপনার Html এর উপর নুন্যতম জ্ঞান না থাকলেও চলবে। এজন্য আপনাকে নিন্মোক্ত সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
[thumb]http://www.cbox.ws[/thumb]
http://www.cbox.ws/
রেজিস্ট্রেশন করে Log in করলে আপনাকে কিছু Html কোড দেয়া হবে। ব্লগস্পটের জন্য Add a widget এ Html/javascript Widget-এ সেভ করুন তাহলেই হবে।
আশা করি খুব সহজেই কাজটি সম্পন্ন করতে পারবেন। সকলকে ধন্যবাদ..........................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
–