আস্সালামু ওয়ালাইকুম।
আশাকরি সবাই ভাল আছেন।
আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার blogspot blog সাইট থেকে powered by blogger লেখাটি মুছে ফেলবেন বা remove করবেন।
১.প্রথমে আপনার সাইটের login করুন।
২.এবার dashbord>template এ যান।
৩.আপনার template টির backup নিন।
৪.এখন Edit HTML ক্লিক করুন।
৫."Expand Widget Templates" এ টিক মার্ক দিন।
৬.এবার ctrl+f চাপুন।এবং নিচের বামদিকে search box এ লিখুন attribution
৭.তারপর showaddelement='no'> ও ' locked='true' এমন দুটি কোড দেখতে পাবেন।এখন এই কোড দুটি রিপ্লেস করতে হবে।সব ঠিক থকবে।শুধু no এর স্থানে yes আর true এর স্থানে false লিখুন।এবং আপনার template save করুন।
৮.এখন layout এ ক্লিক করে সবার নিচে attribution এর edit এ ক্লি করুন।এবং remove বাটন এ ক্লিক করে ok করুন।ব্যাস আপনার কাজ শেষ।
নিচের চিত্র ২ টি লক্ষ্য করুন।
চিত্র ১
চিত্র ২
আমি প্রাকটিস এর জন্য একটা ফ্রি সাইট তৈরি করেছি।যদি পারেন তাহলে একটু ঘুরে আইসেন।প্রতিদিন যেতে হবে না।
সবাই ভাল থাকেন আমার জন্য দোওয়া কইরেন।
ধন্যবাদ।
আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিপসের জন্য ধন্যবাদ 😀
আর আপনার ওয়েবসাইটটা অনেক সুন্দর 😛 😀