সবাই কেমন আছেন । গতকাল আমি আমার ওয়েব সাইট নিয়ে টিউন করেছিলাম । কয় একজন আমার সাইট দেখে একটি বিষয় সম্পর্কে জানতে চেয়েছে , তা হল আমার Browse by Categories অপশন টা কিভাবে করলাম । নিচে চিত্রে দেখুন ।
আসলে এটা করা কোন কঠিন কাজ না , খুব সহজেই আপনি এটা করতে পারেন।নিম্নে ধাপে ধাপে লেখা হল।
আপনি আপনার ব্লগ এ লগইন করুন । তারপর Layout > Edit HTML
এবার আপনি নিচে দেয়া কোড টি বেড় করুন। কোড টি খুঝে না পেলে মজিলা Edit > Find অপশন ব্যবহার করুন ।
কোড টি পেলে নিম্নে দেয়া HTML কোড টি কপি করেন , এবার যেকোড টি খুজে পেলেন তার নিচে পেস্ট করুন। ব্যস কাজ শেষ এবার টেমপ্লেট সেভ করুন।
<b:includable id='main'>
<b:if cond='data:title'>
<h2><data:title/></h2>
</b:if>
<div class='widget-content'>
<object type="application/x-shockwave-flash" data="http://halotemplates.s3.amazonaws.com/wp-cumulus-example/tagcloud.swf" width="250" height="200" allowscriptaccess="always" >
<param name="movie" value="http://halotemplates.s3.amazonaws.com/wp-cumulus-example/tagcloud.swf" />
<param name="bgcolor" value="#ffffff" />
<param name="flashvars" value="tcolor=0x000000&mode=tags&distr=true&tspeed=100&tagcloud=<tags>
<b:loop values='data:labels' var='label'>
<a expr:dir='data:blog.languageDirection' expr:href='data:label.url' style='12'><data:label.name/></a>
</b:loop>
</tags>" />
<p>Blogumulus by <a href='http://www.roytanck.com/'>Roy Tanck</a> and <a href='http://www.bloggerbuster.com'>Amanda Fazani</a></p>
</object>
</div>
<b:include name='quickedit'/>
</b:includable>
</b:widget>
আপনি ইচ্ছা করলেই width এবং height বাড়াতে পারেন আবার কমাতে পারেন । তাসারা আপনি আপনার লেখের রঙ ও পরিবর্তন করতে পারেন ।এখানে আমি লাল রঙ দিয়েছি । আপনাদের সবিধার জন্য নিচে আমি একটি html color codes এর লিস্ট দিলাম , এটা সেভ করে রাখিয়ে অনেক কাজে আসবে।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
ধন্যবাদ 🙂
আচ্ছা ভাই, কী করে আপনার ব্লগের মত MAIN CATEGORIES আমার ব্লগে এড করব.. বলবেন কী?
http://nabilaamin.blogspot.com