কোন প্লাগিন ছাড়াই আপনার সাইট এর পোস্ট এর কোণায় যুক্ত করুন Post Flyout । হট পোস্ট গুলো তুলে ধরুন ভিজিটর এর কাছে

r4

আপনারা অনেকেই আপনাদের পোস্ট এর কোণায় Flyout যুক্ত করার জন্য অনেক প্লাগিন ব্যাবহার করেছেন । এতে অনেকে সফল আবার অনেকে বিফল হয়েছেন। কিন্তু আমরা এই কাজটি করতে পারি খুব ই সহজে কোন প্লাগিন ব্যাবহার ছাড়া

আসুন যুক্ত করিঃ

১। প্রথমে ফেসবুক এ লগইন করুন

২। তারপর http://developers.facebook.com/docs/রেফারেন্স/plugins/recommendationsbar/ এ যান

৩। নিচের ছবিটি লক্ষ করুন

r1

  • ১। আপনার সাইট এর লিঙ্ক দিন
  • ২। এখানে কত সেকেন্ড পর এটা অটো ওপেন হবে টা দেয়া । ডিফল্ট ভাবে ৩০ সেকেন্ড দেয়া
  • ৩। আপনি Like নাকি Recommend লেখা দেখাতে চান টা সিলেক্ট করুন
  • ৪। সাইট এর ডানে নাকি বামে এ দেখাতে চান টা সিলেক্ট করুন
  • ৫। আপনার সাইট এর লিঙ্ক দিন
  • ৬। কোড এর জন্য এখানে ক্লিক করুন

৪। এখন আমরা এরকম কোড পাব

r3

৫। আপনার একটি ফেসবুক অ্যাপ এর আইডি লাগবে যেটাতে Domain হিসেবে আপনার সাইট এর লিঙ্ক দেয়া আছে । না থাকলে একটি অ্যাপ তৈরি করে নিন

৬।

১ নাম্বার কোড টি কপি করুন

আপনার সাইট এর থিম এডিটর এ যান । header.php সিলেক্ট করুন । <body> বা এ জাতীয় কোড টি খুঁজুন । তার পর তার নিচে কপি করা কোডটি বসিয়ে দিন । ছবির APP_ID এর জায়গায় আপনার অ্যাপ টির আইডি বসিয়ে দিন

f4

৭। এবার single.php তে যান । একদম নিচে ২ নাম্বার কোড টি বসিয়ে দিন

r5

কাজ শেষ । এখন দেখন আপনার সাইট এর পোস্ট এ ঢুকে দেখুন । Flyout হিসেবে ফেসবুক Recommendation Bar ওপেন হয়েছে

এভাবে করার ফলে একটি প্লাগিন আমাদের কম ব্যাবহার করা লাগলো

বিঃদ্রঃ টিটিতে রেফার ওয়ার্ডগুলো Forbidden word হিসেবে ধরছে । তাই পোস্ট এ লিঙ্ক এর মাঝে রেফারেন্স দিতে হল । এটাকে ইংলিশ এ লিখে লিঙ্ক ব্যাবহার করুন ।  বিরক্তিকর

পূর্বে টিউনটি http://www.science-breeze.com এ প্রকাশিত

Level 0

আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice One!!

Level 0

এই ধরনের ভাসমান জিনিস ভিসিতরের জন্য বিরক্তিকর হতে পারে। সুতরাং না দেয়াই ভাল।

    @newboy: হতে পারে কিন্তু অনেক বড় বড় ওয়েব সাইট এরকম দিয়ে থাকে । যেমন প্রথম আলো । আমি ব্যাবহার করেছি বিরক্তি কর তেমন লাগে না

Onik sundor likhacen.donnobad upnake.continue rakben…

vai page not found !! help koren 🙁

দুখিত । পোস্ট এর শেষে পরে ছিলাম না 🙁 ধন্যবাদ ।