আপনারা অনেকেই আপনাদের পোস্ট এর কোণায় Flyout যুক্ত করার জন্য অনেক প্লাগিন ব্যাবহার করেছেন । এতে অনেকে সফল আবার অনেকে বিফল হয়েছেন। কিন্তু আমরা এই কাজটি করতে পারি খুব ই সহজে কোন প্লাগিন ব্যাবহার ছাড়া
১। প্রথমে ফেসবুক এ লগইন করুন
২। তারপর http://developers.facebook.com/docs/রেফারেন্স/plugins/recommendationsbar/ এ যান
৩। নিচের ছবিটি লক্ষ করুন
৪। এখন আমরা এরকম কোড পাব
৫। আপনার একটি ফেসবুক অ্যাপ এর আইডি লাগবে যেটাতে Domain হিসেবে আপনার সাইট এর লিঙ্ক দেয়া আছে । না থাকলে একটি অ্যাপ তৈরি করে নিন
৬।
১ নাম্বার কোড টি কপি করুন
আপনার সাইট এর থিম এডিটর এ যান । header.php সিলেক্ট করুন । <body> বা এ জাতীয় কোড টি খুঁজুন । তার পর তার নিচে কপি করা কোডটি বসিয়ে দিন । ছবির APP_ID এর জায়গায় আপনার অ্যাপ টির আইডি বসিয়ে দিন
৭। এবার single.php তে যান । একদম নিচে ২ নাম্বার কোড টি বসিয়ে দিন
কাজ শেষ । এখন দেখন আপনার সাইট এর পোস্ট এ ঢুকে দেখুন । Flyout হিসেবে ফেসবুক Recommendation Bar ওপেন হয়েছে
এভাবে করার ফলে একটি প্লাগিন আমাদের কম ব্যাবহার করা লাগলো
বিঃদ্রঃ টিটিতে রেফার ওয়ার্ডগুলো Forbidden word হিসেবে ধরছে । তাই পোস্ট এ লিঙ্ক এর মাঝে রেফারেন্স দিতে হল । এটাকে ইংলিশ এ লিখে লিঙ্ক ব্যাবহার করুন । বিরক্তিকর
পূর্বে টিউনটি http://www.science-breeze.com এ প্রকাশিত
আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice One!!