সুন্দর দেখানোর জন্য অথবা জায়গা বাঁচানোর জন্য আমরা অনেকেই আমাদের ওয়ার্ডপ্রেস সাইতে এর ক্যাটাগরি গুলো ২ সারিতে সাজাতে চাই । কিন্তু গুগল থেকে প্রাপ্ত তথ্য দিয়ে বেশির ভাগ সময় ই কাজ হচ্ছে না দেখা যায় । তারুপর আবার আছে পিএইচপি কোড এডিট এর ঝামেলা ।
তাই আপনাদের আমি একটি সহজ নিয়ম দেখাচ্ছি যাতে আপনাকে এত ভেজাল করতে হবে না ।
১। প্রথমে আপনার এডমিন প্যানেল এ লগইন করে Apearance থেকে Widget এ যান ।
২। যে জায়গায় ক্যাটাগরি গুলো দেখাতে চান সে জায়গায় একটি "Text" Widget বসান ।
৩। "Text" Widget এ নিচের কোড গুলো বসান
<div style='float:left; width:45%;'> <ul> <li><a href="#">Category 1</a></li> <li><a href="#">Category 2</a></li> <li><a href="#">Category 3</a></li> <li><a href="#">Category 4</a></li> </ul> </div> <div style='float:right; width:45%'> <ul> <li><a href="#">Category 5</a></li> <li><a href="#">Category 6</a></li> <li><a href="#">Category 7</a></li> <li><a href="#">Category 8</a></li> </ul> </div>
৪। তারপর Category 1,2,3 এ সবের জায়গায় আপনার ক্যাটাগরি এর নাম গুলো বসান আর # এর জায়গায় ক্যাটাগরি এর লিঙ্ক গুলো বসান ।
৫। আপনি চাইলে <li><a href="#">Category 1</a></li> এই লাইন আরও বসিয়ে ক্যাটাগরি সংখ্যা বাড়াতে পারেন ।
এখন আপনার সাইট এ দেখুন
বিঃদ্রঃ নতুন ক্যাটাগরি যুক্ত করলে তা আপনাকে নিজে Manually বসাতে হবে ।
অনুরূপ ভাবে মাসিক আর্কাইভ কেও সাঁজাতে পাড়েন
টিউনটি পূর্বে Science Breeze এ প্রকাশিত
এরকম আরও টিউন পেতে এখানে এ আসতে পারেন
আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Oshadaron hoyaca.Caleya jan.