বিষয় বস্তু-
. রং এর প্রকৃতি।
. ওয়েব পেইজ এ রং প্রয়োগ এবং কালার-কোডের আচরন বিধি।
. ওয়েব পেইজের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং, টেবিলে রং এর ব্যবহার।
কম্পিউটারে রং এর প্রকৃতি:
বর্তমানে কম্পিউটারে ১৬ থেকে প্রায় ১৬০০০০০০-এর অধিক প্রকার রং এর ব্যবহার করা হয়ে থাকে অথচ এই বিশাল রং এর মৌলিক রং সদস্য সংখ্যা মাত্র তিনটি। এই তিনটি রং হলো- লাল, সবুজ ও নীল। এদের সংক্ষিপ্ত পরিচয় হলো-RGB অর্থ্যাৎ Red-Green-Blue। এই তিনটি রং এর সংমিশ্রনেই বিশাল রং এর ভান্ডার গড়ে উঠেছে।
কালার কোড ও হেক্সাডেসিমেল নম্বর:
এইচটিএমএল এ রং এর জন্য মোট ছয় ডিজিট বিশিষ্ট একটি কালার কোড ব্যবহার করা হয়। এই কোডগুলি আবার হেক্সাডেসিমেল নম্বরে লিখা হয়ে থাকে। আমরা সাধারনত যে পদ্ধতিতে হিসাব রাখি তা হলো- ডেসিমেল পদ্ধতি। এই পদ্ধতিতে অংক রয়েছে ১০টি। অংকগুলি হলো- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ধারাবহিক ভাবে এর পরবর্তী মান হল ১০। আর এই ১০ মানটি হলো ১ ও ০ নামক অংক দ্ধারা গঠিত। ১০ বা এই জাতীয় একাধিক অংকে গঠিত মানকে আমরা বলবো সংখ্যা। হেক্সাডেসিমেল পদ্ধতিতে অংকের সংখ্যা হলো ১৬টি। এগুলি হলো-
ডেসিমেল হেক্সাডেসিমেল
0 0
1 1
2 2
3 3
4 4
5 5
6 6
7 7
8 8
9 9
10 A
11 B
12 C
13 D
14 E
15 F
এইচটিএমএল এর মৌলিক রং এবং মিশ্রিত রং
ওয়েব সাইটে অথবা কম্পিউটারে REG (Red-Green-Blue) এই তিনটি রং এর মিশ্রনেই ওয়েব পেইজের রং নিবার্চন করা হয়ে থাকে। সে কারনে, এই তিনটি রং কে মৌলিক রং বলা হয়। এই তিনটি রং এর মিশ্রনেই বাকি রংগুলো তৈরি হয়। তাই এই রং গুলো ছাড়া বাকি সব রংকেই মিশ্রিত রং বলা হয়।
এইচটিএমএল এ রং এর নিয়ন্ত্রন
এইচটিএমএল এর ক্ষেত্রে রং এর নিয়ন্ত্রন করা হয় মোট ছয়টি হেক্সাডেসিমেল অংক দ্বারা। আর সে হিসাবে প্রতিটি রং এর জন্য রয়েছে দুটি করে ডিজিট। মোট ছয় ডিজিটের রং এর প্রতীক বসে RRGGBB ক্রমসূত্রে। অথ্যাৎ প্রথম দুটি ডিজিট লাল এর জন্য, দ্বিতীয় দুটি ডিজিট সবুজের জন্য এবং শেষের দুটি ডিজিট নীলের জন্য নির্ধারিত রয়েছে। আমরা উপরের হেক্সাডেসিমেল টেবিলে দেখেছি সবোচ্চ মান হিসাবে রয়েছে F। সুতরাং যে কোনো রং এর গাঢ় রূপটিই হবে FF। এখন আমি যদি গাঢ় লাল রং ব্যবহার করতে চাই, তাহলে কোড লিখতে হবে FF 00 00। এখানে শেষের চারটি ডিজিট 00 00 হওয়াতে সবুজ ও নীল রংটি সম্পূর্ণরূপে বাদ হবে, লাল রংটি তীব্রতর হয়ে দৃশ্যমান হবে FF দ্বারা।
কতিপয় উল্লেখযোগ্য রং এর কোড
রং এর নাম R G B
কালো 00 00 00
সাগর-নীল 00 00 80
ঘন বেগুনী 00 00 8B
কালচে নীল 00 00 99
মধ্যম নীল 00 00 CD
নীল 00 00 FF
রয়াল ব্লু 41 69 E1
মেজেন্ডা FF 00 FF
বেগুনী EE 82 EE
আসমানী 87 CE EB
হালকা নীল AD D8 E6
সিয়ন 00 FF FF
মেরুন 80 00 00
বাদামী A5 2A 2A
গাঢ় সবুজ 00 66 00
ঈষৎ গাঢ় সবুজ 00 80 00
জলপাই 80 80 00
চকলেট D2 69 IE
লাল FF 00 00
টমেটো FF 63 47
ঘন কমলা FF 8C 00
কমলা FF A5 00
সোনালী FF D7 00
সবুজ/লাইম 00 FF 00
হলুদ FF FF 00
খাকী F0 E6 8C
হালকা সবুজ 90 EE 90
তামা D2 B4 8C
ধুসর 80 80 80
ঘন গোলাপী FF 14 93
গাঢ় ধুসর A9 A9 A9
গোলাপী FF C0 CB
হালকা ধুসর D3 D3 D3
আইভরি FF FF F0
ধুম্রশুভ্র F5 F5 F5
তুষারশুভ্র FF FA FA
সাদা FF FF FF
উপরের কোড অনুসারে যেমন রং নির্ধারন করা যায়, তেমনি রং এর নাম উল্লেখ করেও রং নির্ধারন করা যায়। তবে রং এর নাম উল্লেখ দ্বারা সব রং নির্ধারন করা যায় না। কারন কম্পিউটারে যত ধরনের রং দেখাতে পারে, পৃথিবীর কোন ভাষাতেই তার সবগুলোর নাম পাওয়া যায় না। কম্পিউটারের রং এর নাম উল্লেখ করা যায় মাত্র ৮টি । এই রংগুলোকে বলা হয় কনস্ট্যান্ড কালার (Constant Color)। এই কনস্ট্যান্ড কালার হল- red, orange, yellow, green, blue, white, black এবং brown।
বডি ব্যাকগ্রাউন্ডের রং নির্ধারন
বডি ব্যাকগ্রাউন্ডের রং প্রয়োগের সময় <body> ট্যাগের সাথেই রং এর কোড বা কনস্ট্যান্ড রং এর নাম উল্লেখ করতে হবে। যেমন: <body bgcolor=”কালার কোড”/কনস্ট্যান্ড কালার নাম”>।
উদাহরন:
টেক্সট এডিটর এর নিম্মর কোডগুলো লিখি
<html>
<head>
<title>color</title>
<head>
<body bgcolor=”#000000”>
</body>
</html>
এই কোড গুলোকে সেভ করে ব্রাউজারে ওপেন করলে নিম্মের চিত্র দেখতে পাবেন-
কনস্ট্যান্ট রং এর নাম দ্বারা ব্যাকগ্রাউন্ড এর রং নির্ধারন
ব্যাকগ্রাউন্ডেকে রংগিন করার ক্ষেত্রে আপনি কনস্ট্যান্ট রং এর নাম ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে রং এর নাম উল্লেখ করতে হবে। যেমন: আমরা যদি ব্যাকগ্রাউন্ড সবুজ চাই তাহলে নিম্মের কোড লিখতে হবে-
<html>
<head>
<title>color</title>
<head>
<body bgcolor=”green”>
</body>
</html>
কালারের উপর পূর্ন নিয়ন্ত্রন আনবার জন্য কালার কোড ব্যবহার করা উচিত।
ছোট একটি উদাহরন:
নিম্মের কোডটি লিখুন-
<html>
<head>
<body bgcolor=”ffffff”>
<table border=2 width=”100%”>
<tr>
<td> This is my first html cod</td>
<td bgcolor=”#000000”><font color=”#ffffff”>
<font face=”Time New Roman, Times”> Hello, How Are You?</font></td>
</tr>
</table>
</body>
</html>
এর ফলাফল লক্ষ করুন:
ব্যাখ্যা:
১। উপরের পোগ্রামে প্রথমে টেবিলের পরিবেশ সৃষ্টি করা হয়েছে <table border=2 width=”100%”> ট্যাগ দ্বারা। এর ফলে ২ পিক্সেল পরিমিত ১০০% টেবিল সৃষ্টি হয়েছে।
২। এরপর উক্ত পরিবেশের মধ্যে <tr> দ্বারা রো এবং <td> দ্বারা রোতে টেক্সট লেখার উপোযোগী একটি সেল সৃষ্টি করা হয়েছে। উক্ত সেলে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়নি, সে কারনে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড সাদা রং চলে এসেছে।
৩। দ্বিতীয় কলাম যখন শুরু হয়েছে দ্বিতীয় <td> দ্বারা। এর মধ্যে প্রথমে ব্যবহার করা হয়েছে bgcolor=”#000000”, উল্লেখ্য bgcolor=”#000000” হলো কালো রং এর প্রতীক এরপর কালো রং ব্যাকগ্রাউন্ডে টেক্সটকে ফুটিয়ে তোলার জন্য <font color=”#ffffff”> অথ্যাৎ সাদা রং ব্যবহার করা হয়েছে। এরপরে <font face=”Time New Roman”> এর সাহয্যে ফন্টের নাম উল্লেখ করা হয়েছে।
==========================
বিজ্ঞাপনঃ চাইলে আমার ব্লগে ঢু মেরে আসতে পারেন।
আমি পলাশ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।