জুমলা টিউটোরিয়াল-০৫ (Components মেন্যু পরিচিতি-প্রথম পর্ব)

জুমলা টিউটোরিয়াল এর আগেরগুলো পড়তে এখানে যান।

এর আগে কনটেন্ট মেন্যুর কাজ দেখানো হয়েছে। আজ দেখাব Components মেন্যুর কাজ। জুমলার চতুর্থ মেন্যু এটি। চলুন দেখি এতে কি কি সাব মেন্যু থাকে

এতে ডিফল্টভাবে ৫ টি সাব মেন্যু থাকে। আমি একটি এক্সটেনশন ইনষ্টল করেছি বলে এখানে ৬টি সাব দেখাচ্ছে।

১। Banner: নাম দেখেই বুঝতে পারছেন নিশ্চই। এ মেন্যু দ্বারা প্রধানত বিজ্ঞাপনের কাজ করা হয়। এতে তিনটি মেন্যু আছে।

ক) Banners: আপনার বিজ্ঞাপনকে এখান থেকে আপনি নিয়ন্ত্রন করতে পারেন। এখানে গেলে নিচের চিত্রের মত আসবে।

চিত্রটি বড় করে দেখতে চাইলে এখানে ক্লিক করুন

এখানে ১২ টি কলামে বিভিন্ন অ্যাডের তথ্য দেখা যাবে
১। # : অ্যাড নম্বর।
২। বিজ্ঞাপন সিলেক্ট করার জন্য।
৩। Name: বিজ্ঞাপনের নাম। বিজ্ঞাপনের নামের উপর ক্লিক করলে আপনি একটি এডিটর প্যানেল পাবেন এখান থেকে আপনি বিজ্ঞাপনের সমস্ত বিষয়য়াদি সম্পাদনা করতে পারবেন। এডিটর প্যানেল পরিচিততে একটু পরে আসছি।
৪। Client: অ্যাডদাতার নাম (সম্ভবত)। যেমন গুগল, ইয়াহু অথবা অন্য কোন বিজ্ঞাপন দাতার নাম।
৫। Category: বিজ্ঞাপনের ক্যাটাগরি। যেমন Text Ads, Image Ads ইত্যাদি।
৬। Published: বিজ্ঞাপন টি প্রকাশিত হবে কিংবা হবে না তা দেখার জন্য। এখানকার লাল ক্রস চিহ্নিত চিহ্ন থাকলে বোঝা যাবে বিজ্ঞাপনটি প্রকাশিত না; প্রকাশিত করতে চাইলে সিম্পলি এর উপর ক্লিক। আর সবুজ টিক চিহ্ন থাকলে বোঝা যাবে বিজ্ঞাপনটি অপ্রকাশিত; প্রকাশিত করতে চাইলে সিম্পলি এর উপর ক্লিক করতে হবে।
৭। Order: বিজ্ঞাপনের স্থান বা পজিশন নির্ধারণের জন্য এর ব্যবহার।
৮। Sticky: বিজ্ঞাপনটি ষ্টিকি করে রাখবেন কি/না তা নির্ধারণের জন্য এর ব্যবহার।
৯। Impressions: যারা গুগল অ্যাড নিয়ে কাজ করেন তারা জানেন ইমপ্রেশন কি জিনিস। তবুও যারা জানেন না তাদের জন্য বলছি ইমপ্রেসন হল আপনার অ্যাড বা বিজ্ঞাপন কতবার প্রদর্শিত হয়েছে তার পরিমাণ।
১০। Clicks: আপনার দেওয়া বিজ্ঞাপনে কতবার ক্লিক পড়েছে তার হিসাব নিকাশ।
১১। ট্যাগ: বিজ্ঞাপনটি কোন ট্যাগে দেওয়া আছে তা দেখার জন্য।
১২। আইডি: বিজ্ঞাপনের আইডেন্টি নম্বর।

এছাড়াও একবারে উপরের দিকে ৮টি আইকন আছে। সেগুলো এরকম

বাটনগুলোর নাম দেখেই নিশ্চই এগুলো দিয়ে কি হয় তা বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করুন। আর হ্যা এগুলো নিয়ে কাজ করতে হলে আপনার বিজ্ঞাপনটি সিলেক্ট করা থাকতে হবে।
২। Clients: উপরে বলা হয়েছে।
৩। Categories: বিজ্ঞাপনে ক্যাটাগরি সম্পাদনার জন্য।

অ্যাড এডিটর প্যানেল: অ্যাডের নামের উপর ক্লিক করলে নিচের মত এডিটর প্যানেল আসবে

চিত্র বড় করে দেখতে চাইলে এখানে ক্লিক করুন

এখানে
Name: অ্যাডের নাম
Alias: লিংক।
Show Banner: ব্যানার প্রদর্শিত হবে কি/না তা নির্ধারণ।
Sticky: বিজ্ঞাপনটি ষ্টিকি হবে কি/না তা নির্ধারণ।
Order: বিজ্ঞাপনটির স্থান নির্ধারণ।
Category: বিজ্ঞাপনটির ক্যাটাগরি নির্ধারণ।
Client Name: বিজ্ঞাপনটির ক্লায়েন্টের নাম বা বিজ্ঞাপন দাতার নাম।

Custom Banner Code: অ্যাডের কোড এখানে দিতে হবে।
Description/Notes: কোন বর্ণনা দিতে চাইলে এখানে দিতে হবে।

Width: বিজ্ঞাপনের প্রস্থ নির্ধারণ
Height: বিজ্ঞাপনের উচ্চতা নির্ধারণ

Tags: বিজ্ঞাপনের ট্যাগ নির্ধারণ

পরবর্তীতে Components মেন্যু পরিচিতি-এর দ্বিতীয় পর্ব আলোচনা হবে।

এখান থেকে কপিপেষ্ট করেছি

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanx

Index of /
আসতাছে
এখন কি করতে হবে