আপনারা অনেকেই WP-PostViews plugin টা ইন্সটল করেছেন । কিন্তু কত বার দেখা হয়েছে তা পোস্ট এর ভিতরে অথবা হোম পেজ এ দেখাতে পারছেন না । অনেক গুগল করেছেন অনেক সাইট এর আর্টিকেল পরেছেন কিন্তু সেই একই লাউ আর কদু । এরকম আমি ও করেছিলাম যখন পারি নাই । মাথা ফাটানোর মত অবস্থা হয়েছিল । তো আর কথা না বাড়িয়ে কাজ করা যাক ।
১। প্রথমে WP-PostViews প্লাগিন টা আক্টিভেট করে নিন ।
২। আমরা Theme অনুযায়ী the_views();
অথবা <?php the_views();
?> এই কোড Theme এর ভিতরে ব্যাবহার করব। এটাই কত বার দেখা হয়েছে তা প্রদর্শন করবে ।
এখন মূল সমস্যা Theme এর কোন জায়গায় এই কোড টা বসাবো ।
আমি Twenty Eleven Theme এর কোন জায়গায় কোড টা বসাতে হয় তা দেখাচ্ছি
Twenty Eleven থিম এর হোম পেজ এ কিছু দেখাতে হলে content.php তে কোড বসাতে হয় আর পোস্ট আর ভিতরে কিছু দেখাতে হলে content-single.php তে বসাতে হয় ।
প্রথমে আমরা content.php তে বসাবো । এখন কোন কোড টা বসাবো the_views();
নাকি <?php the_views();
?> এটা । আগে আপনাকে দেখতে হবে content.php তে কোড গুলো <?php দিয়ে আছে নাকি । থাকলে দ্বিতীয় টা আর না থাকলে প্রথম টা ।
এখন কোথায় বসাবো? যেহেতু আমরা কত তারিখে পোস্ট হয়েছে বা কে পোস্ট করেছেন এর পরে বসাতে চাই সুতরাং কোন কোড টা এগুলো প্রদর্শন করে তা বের করতে হবে । ছবিতে দেখুন কোন কোড টার পরে <?php the_views();
?> বসানো হয়েছে ।
এখন content-single.php তে ও অনুরুপ ভাবে বসাই
আরেকটা থিম Mantra নেই যেটাতে content.php বা content-single.php আছে ।কিন্তু এই থিম এ আরও আছে Theme-loop.php ।যেসব থিম এ loop থাকবে সেসব থিম এর loop এ আমরা কোড বসাবো
এটার ভিতর <?php নেই মানে আমাদের শুধু the_views();
বসাতে হবে । ছবিতে দেখুন আমি কোন জায়গায় বসিয়েছি ।
এই থিম এর loop আছে এবং এখানে বসিয়েছি তাই অন্য কথাও আর বসানোর প্রয়োজন নেই । এ জায়গাতে বসালেই হোম পেজ এ এবং পোস্ট এর ভিতর প্রদর্শন করবে ।
সাধারণত content.php / content-single.php / single.php / theme-loop.php / loop.php এই সব থিম গুলতে থাকে যেখানে কোড গুলো বসাতে হবে ।
বিঃদ্রঃ এই কাজ করার সময় অবশ্যই আপনার ftp ওপেন রাখবেন কারন কোন ভুল জায়গায় কোড বসালে syntex error দেখাতে পারে এবং তা আপনাকে ftp তে ঢুকে ঠিক করতে হবে । যেই জায়গায় বসানোর ফলে error দেখাবে সে জায়গা থেকে কোড টি সরিয়ে দিলেই ঠিক হয়ে যাবে । আমার এরকম অনেক হয়েছে ।
আমি যথা সম্ভব সহজ ভাবে বলার চেষ্টা করেছি । না পারলে জানাবেন ।
পোস্টটি পূর্বে Science Breeze এ প্রকাশিত ।
এরকম আরও এক্সক্লুসিভ টিউন পেতে এখানে আসতে পারেন ।
আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই কতদিন যে খুজেছি তার হিসাব নেই। বিভাগ দুই কলামে সাজানো এটাও খুজেছি। আজ পেলাম । অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ………………………………………………………………………………………………………………………।