এর আগে ডোমেইন এবং হোস্টিং এর পোষ্ট করেছিলাম এবং বলেছিলাম আগামী পর্বে হোস্টিং সার্ভারে ওয়ার্ডপ্রেস কিংবা জুমলা কিভাবে সেটআপ করতে হয়।
আজ দেখাব কিভাবে সার্ভারে জুমলা সেট আপ করতে হয়। হোস্টিং সার্ভারের ১ ক্লিক ইনষ্টল পদ্ধতিতে জুমলা সেটআপ করা যায়। এজন্য প্রথমে আপনার হোস্টিং সার্ভারে লগিন করুন। তারপর নিচের মত পেজ আসবে।
এখন তিনটি ধাপে জুমলা ইনষ্টল করতে হবে।
১। ডোমেইন অ্যাড
২। মাইএসকিউএল ডাটাবেস তৈরি
৩। জুমলা ইনষ্টল
১। ডোমেইন অ্যাডঃ Addon Domains এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে
তারপর আপনার কাঙ্খিত ডোমেইন দিয়ে ক্লিক করুন। তারপর
২। MySQL Databases এ ক্লিক করুন।
এখানে যে কোন একটি নাম দিয়ে একটি ডাটাবেস তৈরি করুন।
৩। জুমলা ইনষ্টলঃ iVista – Easy Script Installation এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে।
এখান থেকে আপনার ডোমেইন নির্বাচন করে Proceed এ ক্লিক করুন। তারপর বিভিন্ন স্ক্রিপ্ট এর তালিকা আসবে। এখানে থেকে জুমলা ১.৫ এর ডানে Install Now এ ক্লিক করুন।
তারপর Complete এ ক্লিক করুন।
ব্যস হয়ে গেল সার্ভারে জুমলা ইনষ্টল। আপনি সফলভাবেই পেরেছেন।
পরবর্তী পর্বে কিভাবে জুমলা বাংলা করা যাবে তা দেখানো হবে।
বিঃদ্রঃ জুমলাতে আমার কোন সার্টিফাইড কোর্স করা নেই। নেট ঘেটে পেয়েছি বেশিরভাগ জ্ঞান। তাই আপনাদের মাঝে আমি যতটুকু শিখেছি তা শেয়ার করব। এর মাঝে ভুল থাকতে পারে। দয়া করে ভুলগুলো নিজে থেকে ক্ষমা করে দিবেন।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি টিউন করার জন্য