শীত আসছে এইবার সব পাতাই ঝরে পড়বে। আর এই ঝরা পাতা উপর থেকে পড়া দেখতে অনেকেরেই হয়তো বা ভাল লাগে। আজকে আমি আপনাদের ঝরা পাতার ইফেক্ট কিভাবে দিবেন তা দেখাবে। যদিও শীতের শেষ এটা রিমূভ করে দিতে পারেন। আর পছন্দ হলে রাখতেও পারেন, তবে সবচেয়ে বেশি যা রাখবেন তা হচ্ছে কোড গুলো এর কোড গুলো অবশ্যই ব্যাকআপ রাখবেন যাতে পরের বছর ব্যবহার করতে পারেন :p
ঝরা পাতার ইফেক্টটি দিতে প্রথমেই আপনার ব্লগার লগইন করুন। তারপর Layout এবং তারপর Add Gadget এরপরে HTML/JavaScript সিলেক্ট করুন। এবং নিচের কোডটুকু পেষ্ট করুন।
<script> if (typeof jQuery == 'undefined') { document.write('<' + 'script'); document.write(' language="javascript"'); document.write(' type="text/javascript"'); document.write(' src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.4.2/jquery.min.js">'); document.write('</' + 'script' + '>') } </script> <script> if (!image_urls) { var image_urls = Array() } if (!flash_urls) { var flash_urls = Array() } image_urls['rain1'] = "http://3.bp.blogspot.com/-bH72rAXHnLA/UMG5q0ZKQ_I/AAAAAAAAFQM/J8cQ6cP_1ks/s1600/Leaf1.png"; image_urls['rain2'] = "http://2.bp.blogspot.com/-sYEBH-PlRjw/UMG5tAbpx6I/AAAAAAAAFQU/z343xo80F8k/s1600/Leaf2.png"; image_urls['rain3'] = "http://2.bp.blogspot.com/-vc1D74L_B3k/UMG5xW3F0FI/AAAAAAAAFQk/BuhLTp4lpl8/s1600/Leaf6.png"; image_urls['rain4'] = "http://1.bp.blogspot.com/-6ITYtjlpbog/UMG5vGq29-I/AAAAAAAAFQc/eee_PBRaQ8k/s1600/Leaf5.png"; $(document).ready(function () { var c = $(window).width(); var d = $(window).height(); var e = function (a, b) { return Math.round(a + (Math.random() * (b - a))) }; var f = function (a) { setTimeout(function () { a.css({ left: e(0, c) + 'px', top: '-30px', display: 'block', opacity: '0.' + e(10, 100) }).animate({ top: (d - 10) + 'px' }, e(7500, 8000), function () { $(this).fadeOut('slow', function () { f(a) }) }) }, e(1, 8000)) }; $('<div></div>').attr('id', 'rainDiv') .css({ position: 'fixed', width: (c - 20) + 'px', height: '1px', left: '0px', top: '-5px', display: 'block' }).appendTo('body'); for (var i = 1; i <= 20; i++) { var g = $('<img/>').attr('src', image_urls['rain' + e(1, 4)]) .css({ position: 'absolute', left: e(0, c) + 'px', top: '-30px', display: 'block', opacity: '0.' + e(10, 100), 'margin-left': 0 }).addClass('rainDrop').appendTo('#rainDiv'); f(g); g = null }; var h = 0; var j = 0; $(window).resize(function () { c = $(window).width(); d = $(window).height() }) }); </script> <script> if (typeof jQuery == 'undefined') { document.write('<' + 'script'); document.write(' language="javascript"'); document.write(' type="text/javascript"'); document.write(' src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.4.2/jquery.min.js">'); document.write('</' + 'script' + '>') } </script>
আশা করি আপনারা সবাই সফল ভাবে করতে পেরেছেন। ভাল লাগলে মন্তব্য করবেন।
আমি Readul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর ??? পাটিয়ে দিলাম প্রিয়তে।