আপনার সাইটের জন্য কোন ওয়েব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন ?

প্রথম কথা হল , আপনার একটা ওয়েব সাইট থাকতে হবে । তারপর থাকতে হবে হোস্টিং । আর সেটা যদি অ্যাড ফ্রি হয় তাহলে সেটা আরো ভাল হয় । এখন এই দুইটার পরে যেটা আসে সেটা হল ওয়েব ডিজাইন । মূলত ওয়েব পেজকে হোমপেজ বলা হয় । এখন ওয়েব ডিজাইন করতে হলে আপনার আগে শিখতে হবে ওয়েব ল্যাঙ্গুয়েজ । এখন কথা হল , আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে সেই কাজ টা করবেন । বিভিন্ন ধরনের ওয়েব ল্যাঙ্গুয়েজ আছে । যেমন : HTML , PHP , JAVASCRIPT , ASP , JSP E.T.C.

HTML:এটা আপনি খুব সাধারন ভাবে ব্যবহার করতে পারেন । এটা দিয়ে ওয়েব সাইট সুন্দর করা যায় ।

PHP:এটা একটু কঠিন হলেও সুবিধা জনক আছে । এটা ইনস্টল করতে হয় । নাহলে কোন কোন সার্ভার সার্পোট করে না ।

ASP: ASP আমি জানি এটা শুধু .NET ভিত্তিক । এর বেশি কিছু জানি না তবে এটাও ইনস্টল করতে হয় । এটা PHP থেকে কঠিন মনে হয় । এটা মাইক্রোসফট দ্বারা তৈরি ।

এটা একটি ছোট পোষ্ট । এর পরে এটা নিয়ে আরো লেখা হবে ।

Level 0

আমি Shanto sid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 239 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ডিজিটাল ম্যান বিডি or Shanto Datta । আমি একজন ছাত্র । এখন কিছু টুকটাক ওয়েব ডিজাইন শিখছি । নিজের ব্যবহারের জন্য যে টুকু দরকার। আর সেই অল্প ঞ্জান আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব । (ধন্যবাদ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এসব টিউন করার কোন মানে নাই। কোন তথ্য নেই, শুধু কোনটা কঠিন আর কোনটা সোজা। যারা শেখে তাদের জন্য কঠিন কিছু নাই।

পরবর্তি পোস্ট এসবের গুরুত্ব আর কার্যপ্রণালী নিয়ে লেখা হবে আশা করি।

    ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

বিস্তারিত চাই। ভালো থেকো।

    ছোট মানুষতো তাই অত বুঝি না । রাগ করো না প্লিজ ।

Level 0

জব্বের ব্যপার। তবে আমার সাইট নিয়ে বড় চিন্তায় আছি। http://www.rubel-arahim.blogspot.com

    কেন চিন্তায় কেন ? আমি দুই দিনে প্রায় ২০০ ভিজিটর পেয়েছি । খুব ভাল লাগছে ।

    Level 0

    চিন্তা করার কোন দরকার নেই । ধীরে ধীরে সব সমাধান হয়ে যাবে। আর আমরা যদি সকলে কৃপনতা না করে একে অপরের সাইট গুলো দেখার সময় অন্তত একবার করে ক্লিক করি তহলে তাহলে ব্যপটার কত সহজ হয়ে যায়। ক্লিক করতে তো আমার কোন লস নাই বরং আমার দেশের জন্য খুবই লাভ জনক যে বৈদেশিক টাকা উপার্জিত হচ্ছে। আসলে আমরা কি মনে করে যে ক্লিক করিনা? এর জন্য একটু দৃষ্টি দিতে পারেন এই সাইটটাতে। http://www.bdforall.weebly.com

    Level 0

    disitalman ভাই আপনার সাইটটা দেখা যাচ্ছে না কেন? মনে করলাম একটা ক্লিক দিয়েয় আসি, তা আর হলো না ওপেন না হওয়ার করণে । মনে কিছু নিয়েন না।

    @bdforall ভায় আমার সাইটে অ্যাড দিই নাই । shantodatta.wordpress.com এখানে দেখতে পারেন ।

    ভায় আপনার লেখা দেখতে পারছি না । তবুও ধন্যবাদ ।

ভাই যেটা জানেন না সেটা নিয়ে টিউন করিয়েন না। হুদাই Time loss…

    ভায় কোনটা জানি না ? ASP ? ওটা বেশি ব্যবহারিত হয় না ।

এই টিউন টা পড়ে খুব খুব ভালো লাগলো। দেশ এগিয়ে যাচ্ছে তুমিও এগিয়ে যাও। বড় হয়ে ASPটাও শিখবে কেমন। ওটা অনেক ভাল একটা ভাষা তোমার অনেক কাজে দিবে। IIS install দিয়ে ASP এর code লেখা যায় এক্সপি তে ঐটা আছে। এক্সপি সিডি ঢুকিয়ে Control Panel>Add or Remove Programs>Add or Remove Windows Component>IIS এ check কর।Apply কর। Install হলে Inetpub ফোল্ডার টা পেয়ে যাবে। বাকিটা নিজে নিজে চেষ্টা কর একদিন না একদিন ঠিকই শিখবে। আসলে নিজে শেখার মধ্যে যে আনন্দ আছে তা থেকে তোমাকে বঞ্ছিত করতে চাচ্ছি না তাড়াতাড়ি বড় হও। 🙂

    ইশতিয়াক ভাই, আপনার Comments টা খুব ভাল লাগল। Disitalman. bd হয়ত জানে না ASP দুই ধরনের। একটি Classic ASP এবং অপরটি ASP.net.

    তাহলে ASP ই শিখতে হবে । দেখা যাক কত দুর যেতে পারি । ধন্যবাদ সবাইকে ।