ফ্রি হোস্টিং এর ঠিকানা+রেজিষ্ট্রেশন পদ্ধতি

এর আগের পর্বে ডোমেইন নিয়ে লিখেছি। কিন্তু খালি ডোমেইন নিয়ে আপনি কি করবেন? ডোমেইনে একটি ওয়েবসাইট রাখার জন্য আপনাকে একটি হোস্টিং সার্ভারের একাউন্ট রাখতে হবে। সেখানে আপনার ওয়েবসাইটের প্রয়োজনীয় ফাইল ইমেজ ইত্যাদি থাকবে। আপনি কম্পিউটারে গান শুনতে গেলে কি করেন। আপনার মাই কম্পিউটারে প্রবেশ করেন তারপর আপনার নিদ্রিষ্ট গন্তব্যে গিয়ে গানের ফাইলে ক্লিক করলেই গান শুরু হয়। আর হোস্টিং সার্ভার হল আপনার অনলাইন ফাইল ষ্ট্রোরেজ। আপনি সেখানে ফাইল রাখবেন। সেখান থেকে আপনার ফাইলগুলো আপনার ডোমেইনের মাধ্যমে সবাই দেখবে।

অনেক বক বক করে ফেললাম দেখি। আসুন আসল কথায় আসি। ফ্রি হোস্টিং দেয় এমন অনেক ওয়েবসাইট আছে। কিন্তু তারা শুধু শুধু আপনাকে ফ্রি হোস্টিং দিবে না। এরা সাইটের একদম নিচে এ্যাড দেয়। তবে এ্যাডটা এক লাইনের দুইতিন লাইনের টেক্সট এ্যাড, কাজেই কোনো ব্যাপার না। অনেক ওয়েবসাইটেই আজকাল এ্যাড দেয়। এটা কেউ খেয়ালই করবে না। আর এ্যাডগুলো আপনার সাইটের বিষয়বস্তুর সঙ্গে মিলিয়েই দেয়া হবে। ফ্রিতে ওয়েব হোস্টিং নিতে হলে এগুলো আপনাকে সহ্য করতেই হবে।

তো আসুন ওয়েবসাইটের সাথে পরিচিত হই। রেজিষ্ট্রেশন পক্রিয়া নিচে দিলাম।

১। অবসর.কম

আমার সাইটগুলো এখানে হোস্ট করা। এখানে আপনি যা যা পাবেন-

অনেকেই আছেন যারা বিজ্ঞাপনমুক্ত ফ্রি হোস্টিং খুজে থাকেন।
তাদের জন্যই OBOSOR.COM নিয়ে আসছে বিজ্ঞাপনমুক্ত ফ্রি হোস্টিং অফার।

অফারে যা থাকছে-
৩০০ মেগাবাইট ডিস্ক স্পেস,
১০ গিগাবাইট ব্যান্ডউইথ,
৭ টি মাইএসকিএল ডাটাবেজ,
৬ টি নিজস্ব ডোমেইন যোগ করার সুবিধা,
৬ টি সাবডোমেইন, ভিসতা প্যানেল,
এফটিপি একাউন্ট, ব্রাউজার বেইজড আপলোড,
ফাইল ম্যানেজার, অটো স্ক্রিপ্ট ইন্টলেশণ।
ওয়েব মেইল, পপথ্রি ইমেইল।

আরো অনেক সুবিধা।

আমি আপনাদের এখানেই হোস্ট করতে রিকমেন্ড করছি। কারন এখানেই আমি রেজিষ্ট্রেশন পক্রিয়া চিত্রসহ দিয়েছি। আর যে কোন সমস্যা হলে আমি সাহায্য করতে পারব। কারন এখানে আমার তুলনামূলক একটু বেশী জানা আছে। অন্যগুলোতে একটু কম।

২। ফ্রিওয়েবহোস্ট.এময়ি

এখানে পাবেন

৩০০০ মেগাবাইট ডিস্ক স্পেস,
১০ গিগাবাইট ব্যান্ডউইথ,
আনলিমিটেড মাইএসকিএল ডাটাবেজ,
নিজস্ব ডোমেইন যোগ করার সুবিধা,
টি সাবডোমেইন, সি প্যানেল,
১০ এফটিপি একাউন্ট,
১০ টি ই-মেইল অ্যাড্রেস
আপনার বিজ্ঞাপন এলাও
১০০ স্ক্রিপ্ট ইন্টলেশণ।
অ্যাডঅন ডোমেইন, পার্ক ডোমেইন
ফ্রি ডোমেইন ও পাবেন এখান থেকে এমন you.200u.com অথবা you.201w.com

আরো অনেক সুবিধা।

৩। ফ্রিহোস্টিয়া

এখানে পাবেন

৪। http://www.000webhost.com/

এখানে পাবেন

রেজিষ্ট্রেশন পক্রিয়া

প্রথমে এখানে যান- নিচের চিত্রের মত একটি ফর্ম আসবে। এটি পূরণ করুন।

নিচের চিত্রের মতো ফরমটি পূরণ করুন। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।

সাবমিট বাটন ক্লিক করলে নিচের চিত্রের মতো একটি পেজ আসবে

click to me continue এ ক্লিক করুন। নিচের মত একটি পেজ আসবে দেখবেন।

ক্যাপচা ইমেজ পুরণ করে সাবমিট করুন। সাবমিট করলে নিচের ম্যাসেজ দেখতে পাবেন।

আপনার ইমেইল বক্স চেক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর হোস্টিং সেটিংস পাবেন তা পিসিতে ডাউনলোড করে রাখুন পরবর্তীতে এটি কাজে দিবে।

এখন কাজ হবে আপনার নিবন্ধন কৃত ডোমেইনটি হোস্ট করা। আপনি আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন। কিভাবে হোস্টিং কন্ট্রোল প্যানেলে প্রবেশ করবেন তা বলার প্রয়োজন বোধ করছি না। কারণ হোস্টিং রেজিস্ট্রেশন করার পর আপনাকে ইমেইলে হোস্টিংয়ের যাবতীয় তথ্য প্রদান করা হয়েছে। আপনি সেখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড ও হোস্টিং প্যানেলে প্রবেশ করার এড্রেস পেয়েছেন। যাই হোক ধরে নিলাম আপনি হোস্টিং কন্ট্রোল প্যানেলে প্রবেশ করেছেন। প্রবেশ করার পর নিচের ছবির মতো পেজ পেয়েছেন।

Addon domains লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেজ আসবে।

এর জায়গায় আপনার ডোমেইনটি লিখুন। মনে করুন আপনার ডোমেইন হচ্ছে mydomain.co.cc এটা এর জায়গায় লিখে create domain এ ক্লিক করুন। ব্যস আপনার ডোমেইন হোস্ট হয়ে গেল।
এই পেজের নিচে দেখুন Name server to use লেখা আছে। তার নিচে আছে-
কোড:

1. ns1.obosor.com
2. ns2.obosor.com

এই দুটো নেম সার্ভার আমরা ডোমেইন সেটআপের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে চলুন শুরু করি ডোমেইন সেটআপ। আমরা ডোমেইন রেজিস্ট্রেশন শেষে যে জায়গায় ছিলাম চলুন সেখানে ফিরে যাই।

সেটআপ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের মতো পেজ আসবে।

mydomain.co.cc এর পাশে যে সেটআপ বাটন আছে সেটায় ক্লিক করুন। নিচের ছবির মতো একটা পেজ আসবে

এখানে দেখা যাচ্ছে তিনটা অপশন আছে। ১) নেম সার্ভার ২) জোন রেকর্ড ও ৩) ইউএরএল ফরওয়ার্ডিং
যেহেতু আমরা আমাদের ডোমেইনে ওয়ার্ডপ্রেস সেটআপ করব সেহেতু আমরা নেম সার্ভার সেটআপ করে কাজ করব।
১) নেম সার্ভার লেখার আগে যে রেডি বাটন আছে সেটায় ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের মতো দেখতে পাবেন।

ছবির মতো আমরা ডোমেইন হোস্ট করার পর যে দুটি নেম সার্ভার পেয়েছিলাম সেগুলো এখন ব্যবহার করব।
name server 1 : বক্সে লিখুন ns1.obosor.com ও name server 2 : বক্সে লিখুন ns2.obosor.com

নোট: আপনি যদি অন্য কোন হোস্টিং সার্ভারে ডোমেইন হোস্ট করে থাকেন তাহলে ঐ হোস্টিং আপনাকে যে নেম সার্ভার ঠিকানা দিয়েছে সেটা এই দুই বক্সে লিখতে হবে। যেমন: ধরুন আপনি myhosting.com এ ডোমেইন হোস্ট করেছেন তাহলে আপনাকে তারা ns1.myhosting.com ও ns2.myhosting.com এই দুটি নেম সার্ভার ঠিকানা দিবে আপনি name server 1 ও name server 2 এই দুটি নেম সার্ভার ঠিকানা ব্যবহার করবেন।

নেম সার্ভার ঠিকানা দেয়ার পর সেট আপ বাটনে ক্লিক করুন। ব্যস আপনার ডোমেইন সেটআপ শেষ। নিচের চিত্রের মত আপনাকে একটি ম্যাসেজ দেখাবে।

আগামী পর্বে আলোচনা করা হবে কিভাবে বিভিন্ন স্ক্রিপ্ট (যেমন জুমলা বা ওয়ার্ডপ্রেস) হোস্টিং সার্ভারে ইনষ্টল করা যায়।

লেখাটি অবসর ফোরামে পূর্ব প্রকাশিত

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে লাগবে
ধন্যবাদ আপনাকে

ভাই ফ্রি হোস্টিয়াতে হোস্টিং কিভাব করা য়ায়, এটা নিয়ে টিউন করলে উপকৃত হব।

খুব ভালো লাগল………… THanks

Level 0

Thanks a lot Rasel .Pls help me how will I submit my site in to online. How will I use Hosting? I have made a web
design by Using Joomla. But I can’t Publish it. Pls help me. How will I host it?

    জুমলার কিছু টিউটোরিয়াল ইন্টারনেটে পাওয়া যায়। সেগুলো দেখাতে পারেন। আগামীতে জুমলা কিভাবে হোস্টিং সার্ভারে সেটআপ করতে হবে তা নিয়ে টিউন করব। ইনশাল্লাহ ……….

ধন্যবাদ ভাই।