(এডভানসড্ ফটোশপ টিউেটারিয়াল)-ফটোশপ দিয়েই তৈরি করুন নিজের ওয়েব সাইটের হেডার।(২য় – অংশ)

(এডভানসড্ ফটোশপ টিউেটারিয়াল)-ফটোশপ দিয়েই তৈরি করুন নিজের ওয়েব সাইটের হেডার।(১ম - অংশ)  আমরা যেখানে শেষ করেছিলাম তা ছিল নিচের মত।

 

text1

 

এখন home নামে নতুন একটি Layer নিয়ে নিচের ছবির মত Rectangle  তৈরি  করতে হবে। এবং এর color:   #119a02  বা Green করে দিতে হবে। আমরা এখন নিচের ছবির মত দেখতে পাব।

 

home

 

এখন আমাদেরকে home  Layer টিকে সবার উপর থেকে নামিয়ে glass Layer এবং navegation Layer দুটির ঠিক মাঝখানে স্থাপন করতে হবে। এরপর home Layer টিতে Outer glow ইফেক্ট দেওয়ার জন্য home Layer টির উপর ডাবল ক্লিক করে Layer Style উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

 

outer-glow

 

inner glow ইফেক্ট দেওয়ার জন্য   Layer Style  উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

 

inner-glow

 

এর পর OK বাটনে ক্লিক করলে  আমাদের কাজটি নিচের ছবির মত দেখাবে।

 

glow-efect

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ধারাবাহিক ভাবে টিউন করার জন্য ।ashim ভাই ফটোশপ এ বাংলা texts efect করার জন্য একটি সফটওয়ার দরকার ।ফটোশপ এ বাংলা লেখার জন্য একটা সফটওয়ার link দেন ওপেককায় আছি .

Level 2

আমিন ভাই ,
আমি ফটোশপে ঠিক যেভাবে বাংলা লিখি সেটাই আপনার সাথে শেয়ার করছি,
আপনি ফটোশপে বাংলা লেখার জন্য MS word বা MS Publisher এ Bijoy দিয়ে বাংলা লিখে নিন এবং copy করুন , এরপর ফটোশপে Sutonny MJ font সিলেক্ট করে type tool নির্বাচন করে Past করুন । আমার মতে MS Publisher ই Best. মাঝে মাঝে MS word এ সমস্যা হয় সে ক্ষেত্রে MS word এর লেখাটিকে MS Publisher এ নিয়ে সেখান থেকে copy করে ফটোশপে past করুন ।
আমার বিশ্বাস কাজ হবে।

ধন্যবাদ ভাল থাকবেন। আপনার সাথে সুখ নামের জিনিসটা সারাক্ষণ থাকুক এই কামনা করি।

Level 2

valo laglo ashim vai…..ধন্যবাদ ভাল থাকবেন।

এগিয়ে চলুন।

Level 2

সকলকে ধন্যবাদ !

চালিয়ে যান…