আপনার Blogspot এ Install করুন Download করা Blogspot Template ।

প্রথমেই সবাই আমার সালাম নিবেন । আজকের টিউনটি মূলত দুইজনের জন্য করা একজন হলেনsobujmd এবং আরেকজন হলেনsopth । সবুজ ভাই আমার আগের টিউনে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন কিভাবে Download করা Blogspot Template Install করবেন । আর শপথ ভাই আমার আগের টিউনটিকে ফালতু টিউন বলেছিলেন তাই আমি তার টেকটিউনসে তার যে page আছে সেটাতে গেলাম গিয়ে দেখলাম যে তিনি তার status এ লিখে রেখেছেন "টেকটিউনস ভাই আমি একটি blog আজে কিণ্ডু blog টি temple change করব,ইসলামি temple add করতে চাই, আমাকে একটু help করেন, plz.আমি একজন নতুন user, please help me." । তাই এ দুজনের জন্য মূলত টিউনটি করা । তাহলে চলুন শুরু করি ।
প্রথমে আপনার Blogger Account এ Log In করুন । তারপর আপনার Dashboard থেকে নিচের দেখানো ছবির মত Template option টিতে click করুন ।

এবার নিচের দেখানো Edit Html বাটনটিতে Click করুন :

এবার দেখবেন নিচের মত window open হলে নিচের ছবিতে দেখানো Proceed Button টিতে Click করুন :

এবার দেখুন  নিচের মত window open হবে :

এবার আপনি My Computer থেকে আপনার download করা Template টি  যে Folder এ রেখছেন সে Folder এ যান এবার দেখুন Template এর নামে .xml extension এর একটি file আছে সেটি notepad এ open করুন এবার notepad এ open হওয়া সবগুলো কোড copy করে আপনার blooger এ যে window টি open কর আছে  সে window এর ভেতরের সব code delete করে আপনার copy করা code গুলো এটাতে paste করুন । এবার save template button টিতে click করুন । Click করলে নিচের মত window দেখেত পাবেন । এবার নিচের mark করা Keep Widgets button টিতে click করুন ।

এরপর save template এ click করুন । ব্যাস আপনার কাজ শেষ । এবার আপনার website এ গিয়ে দেখুন আপনার Install করা Template টি Active হয়ে গেছে। সকলকে ধন্যবাদ কেমন হল জানাতে ভুলবেন না যেন ।

Level New

আমি স্বপ্নবাদী সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম মাহমুদ উর রশীদ ।আমি কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীতে পড়ি । আমার ইচ্ছে FREELANCING করে নিজের টাকায় পড়াশোনা করা যদিও আমার মা-বাবা আর ভাইয়া আমার পড়ালেখার পেছনে টাকা-পয়সা ব্যয় করতে কোনো কার্পন্য করেন না । তাই আমি web designing ও development এর কাজ শিখে চলেছি । আমার বিশ্বাস...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টেমপ্লেট গুলো কোখায় পাওয়া যায় তা কি বলবেন? কাজের পোষ্ট ধন্যবাদ।

ব্লগার-এর Default Template ছাড়া নতুন Template install করলে layout পরিবর্তন করা যায় না। লেখা আসে, “Not applicable for this template”। এমন কি কোন Template নাই, যেটা install করলে Default Blogger Template-এর মতই Interface পরিবর্তন করা যাবে?

    @Mahir Tazwar: ভাই আপনি যখন কোন Template Install করবেন তখন নিশ্চয়ই আপনার পছন্দের Layout টি Install করবেন । তাহলে আর Layout পরিবর্তন করার প্রয়োজনটা কি । আর আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হন তাহলে এহেন কোন পরিবর্তন নাই যা আপনি করতে পারবেন না ।
    আপনার জন্য আরেকটি টিউন করব কিভাবে আপনি অন্য কোন Template কে Blogger এর Default Template এর সমপর্যায়ে নিয়ে যেতে পারবেন মানে Default Template এর যে যে সুবিধা পাওয়া যায় তা পাবেন । কিন্তু এ টিউনটা করতে একটু সময় লাগবে কারণ এ বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করতে হবে এবু কিছু Experiment চালাতে হবে ।

      @স্বপ্নবাদী সিফাত: Reply করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে যেই Templateটি ভাল লাগে, তার Layout বা Header, Footer আবার ভাল লাগে না। আর সামগ্রিকভাবে ভাল লেগেছে, এমন Template-এর সন্ধান এখন পর্যন্ত পাই নি। যাই হক, আমি তাহলে আপনার টিউনের অপেক্ষায় থাকবো। সেই পর্যন্ত আবারো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

wow, please visit my site http://tutul6610.blogspot.com/

    @joynew: ভাই আপনার ওয়েব সাইটের লিংক তো দিলেন কিন্তু টিউন কেমন লাগল সেটা তো বললেন না ।

ভাই কারো কমেন্ট পাই আর না পাই আমার টিউনে উল্লেখিত দুজনের কমেন্ট আশা করেছিলাম কিন্তু তাদের যে দেখা নাই ।

Level 0

ভাই খুব সুন্দর পোষ্ট। ধন্যবাদ আপনাকে।

@sopth: ভাই আমি কোন Adsense Expert না । তবে টেকটিউনসে Adsense Expert দের টিউন পরে যতদূর জানতে পেরেছি তা হল আপনার Blogsite টি যদি Adsense এর Terms And Conditions অনুযায়ী তৈরী করা হয়ে থাকে তাহলে আপনার সাইটে 30-40 টি post থাকলে অনায়সেই Adsense Account পেয়ে যাবেন ।
দেখলেন তো আমি কি রকম নাছোড়বান্দা আপনাকে আমার টিউন ভাল লাগিয়ে ছাড়লাম ।

Level 0

@sopth: Already I’ve been visited your blog. The website still have not sufficient visitor and content. You make first your menu item with About US, Contact, Terms, User policy and increase your post with good text contents. You can only apply after completing the 6 months of your Blog.

Level 0

thanks