প্রথমেই সবাই আমার সালাম নিবেন । আজকের টিউনটি মূলত দুইজনের জন্য করা একজন হলেনsobujmd এবং আরেকজন হলেনsopth । সবুজ ভাই আমার আগের টিউনে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন কিভাবে Download করা Blogspot Template Install করবেন । আর শপথ ভাই আমার আগের টিউনটিকে ফালতু টিউন বলেছিলেন তাই আমি তার টেকটিউনসে তার যে page আছে সেটাতে গেলাম গিয়ে দেখলাম যে তিনি তার status এ লিখে রেখেছেন "টেকটিউনস ভাই আমি একটি blog আজে কিণ্ডু blog টি temple change করব,ইসলামি temple add করতে চাই, আমাকে একটু help করেন, plz.আমি একজন নতুন user, please help me." । তাই এ দুজনের জন্য মূলত টিউনটি করা । তাহলে চলুন শুরু করি ।
প্রথমে আপনার Blogger Account এ Log In করুন । তারপর আপনার Dashboard থেকে নিচের দেখানো ছবির মত Template option টিতে click করুন ।
এবার নিচের দেখানো Edit Html বাটনটিতে Click করুন :
এবার দেখবেন নিচের মত window open হলে নিচের ছবিতে দেখানো Proceed Button টিতে Click করুন :
এবার দেখুন নিচের মত window open হবে :
এবার আপনি My Computer থেকে আপনার download করা Template টি যে Folder এ রেখছেন সে Folder এ যান এবার দেখুন Template এর নামে .xml extension এর একটি file আছে সেটি notepad এ open করুন এবার notepad এ open হওয়া সবগুলো কোড copy করে আপনার blooger এ যে window টি open কর আছে সে window এর ভেতরের সব code delete করে আপনার copy করা code গুলো এটাতে paste করুন । এবার save template button টিতে click করুন । Click করলে নিচের মত window দেখেত পাবেন । এবার নিচের mark করা Keep Widgets button টিতে click করুন ।
এরপর save template এ click করুন । ব্যাস আপনার কাজ শেষ । এবার আপনার website এ গিয়ে দেখুন আপনার Install করা Template টি Active হয়ে গেছে। সকলকে ধন্যবাদ কেমন হল জানাতে ভুলবেন না যেন ।
আমি স্বপ্নবাদী সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম মাহমুদ উর রশীদ ।আমি কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীতে পড়ি । আমার ইচ্ছে FREELANCING করে নিজের টাকায় পড়াশোনা করা যদিও আমার মা-বাবা আর ভাইয়া আমার পড়ালেখার পেছনে টাকা-পয়সা ব্যয় করতে কোনো কার্পন্য করেন না । তাই আমি web designing ও development এর কাজ শিখে চলেছি । আমার বিশ্বাস...
টেমপ্লেট গুলো কোখায় পাওয়া যায় তা কি বলবেন? কাজের পোষ্ট ধন্যবাদ।