আমি আপনাদের সামনে ব্লগ স্পটে কিভাবে সাইট খুলবেন তা চেইন আকারে তুলে ধরব। ইমেল ফরম, ফেসবুকলাইক, ইউজার অনলাইন, লাইভচ্যাট, পেজ, ল্যাবেলসহ প্রয়োজনীয়সব বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মোট ১৯টি লেসনে টিউনটি শেষ করব আশা করছি।ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন।
প্রথমেই আপনার ইন্টারনেট browser এর এড্রেস বারে http://www.blogger.com এড্রেস টি লিখে সার্চ দিন. . নতুন account
খুলতে হলে এ পেজ এর get started আইকনে ক্লিক করুন. এবার আপনাকে তিনটি ধাপ অতিক্রম করে আপনার site তৈরি সম্পন্ন করতে হবে.
ধাপ তিনটি হলো-
get started /signup আইকনে ক্লিক করে আপনি যে পেজ টিতে আসবেন
প্রয়োজনীয় তথ্যসমূহ যেমন আপনার নাম, e -mail ঠিকানা password দিন. এই password টি পরবর্তীতে আপনার site এ প্রবেশ করতে লাগবে. মনে রাখবেন password টি অবশ্যই অক্ষর এবং সংখ্যার সমন্বয় এ দেবেন . যেমন- 1158dhgf54hd . আপনার লিঙ্গ ঠিক করে দিন. পুরুষ হলে male ,মহিলা হলে female . আপনার জন্ম তারিখটি লিখুন. প্রথমে মাস/ তারপর দিন / তারপর বছর.
এর পর terms and condition এর চেক box টিতে টিক চিন্হ দিয়ে দিন.এবং পেজএর নিচে থেকে continue বা next step আই-কনে ক্লিক করুন.
এখানে আপনাকে blog title এবং ব্লগের url বা ব্লগের ঠিকানা দিতে হবে. blog title বা ব্লগ শিরোনাম ঘরে আপনার site এর শিরোনাম দিন. এই শিরোনাম আপনার site এর home page এর উপর থাকবে.
২ q যে ঘরটি রয়েছে তাতে আপনি আপনার web address টি দিন. যেমন- আপনি যদি চান আপনার web address টি হবে xyz তাহলে ঘরটিতে xyz বসিয়ে দিন. মনে রাখবেন আপনার site address যাই দিন না কেন তার সাথে blogspot শব্দটি থাকবে. অর্থাৎ আপনার সাইট এর নাম হবে http://xyz.blogspot.com . ২যো ঘরে address টি বসানোর পর সেটি খালি আছে কিনা অর্থাৎ এ নামে অন্য কেউ address খুলেছে কিনা তা যাচাই করার জন্য Check availability বা লভ্যতা যাচাই করুন আই কনে ক্লিক করুন. অন্য কেউ যদি পূর্বেই ঠিকানাটি ব্যবহার করে থাকে তাহলে আপনি একটি বার্তা পাবেন সে ক্ষেত্রে আপনি আপনার ঠিকানার আগে পরে কিছু যোগ করে নিতে পারেন এবং check availability তে ক্লিক করুন. ঠিকানাটি বর্তমান থাকলে আপনি continue আই কনে ক্লিক করুন.
আপনার ব্লগটি দেখতে কেমন হবে তা আপনার পছন্দ অনুসারে যে কোনো একটি choice করে ওই choice করা টেমপ্লেট এর উপর mouse pointer রেখে ক্লিক করুন. এরপর continue আই কনে ক্লিক করুন. এখন আপনি সংযুক্ত পাতা এর মত পেজ টি দেখতে পাবেন. অর্থাৎ আপনার ব্লগটি তৈরি করা হয়ে গেছে . এ পেজ থেকে start bloging বা ব্লগিং শুরু করুন আই কনে ক্লিক করুন
এবার আপনার site টি দেখার জন্য view blog আই কনে ক্লিক করুন.এখন নিরাপত্তার জন্য পেজ এর উপরে দান দিকের কোনায় থাকা sign out বা লগ আ উট আই কনে ক্লিক করে লগ আউট করুন.
টিউন করব কি করবনা অবশ্যই জানাবেন। 🙂
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ntunder jonno kaje lagbe samne kevabe bivag korbo ata neya tune korle kuse hobo 😀