পাল্টে ফেলুন আপনার ব্লগস্পটের এড্রেসবারে দেখানো ব্লগার আইকন

Blogger_icon_1

ব্লগস্পট যারা ব্যবহার করেন বা যারা ব্লগিং করে থাকেন তাদের জন্য আজ দারুন একটা জিনিস শেখাবো।টেকটিউনে এটা সম্ভবত প্রথম প্রকাশ।যা হোক,আজ যে জিনিসটা শেখাব তা নিশ্চই শিরোনাম পড়ে বুঝতে পেরেছেন।না বুঝলে আবার বলছি।যাদের ব্লগার এর B দেয়া আইকনটি দু'চোখে আর সহ্য হচ্ছে না,কিন্তু চাইলেও ভাবছেন পরিবর্তন করা যাবে না ফ্রি সাইট বলে তাদের জন্য একটি সুখবর।আর তাহল,আজ আমার এই টিউন পরার পর ঠিকমত যদি সব কাজ গুলো করতে পারেন তবে আপনার চোখ খুশি হবে বলে কথা দিচ্ছি।খুব সহজে আপনার সাইটের লোগো বা অন্য যে কোন পছন্দের আইকন আপনি ব্যবহার করতে পারেন।আর এজন্য আপনাকে খুব ছোট কিছু কাজ করতে হবে।প্রথম যে কাজটি করতে হবে তাহল আপনার পছন্দের আইকনটি অনলাইনে জগতে আগমন ঘটাতে হবে।মানে ছবিটি আপলোড করতে হবে।এটা আপনি যে কোন ভাবে করতে পারেন।চাইলে আপনার সাইটের পূর্বে ব্যবহৃত যে কোন ছবি ব্যবহার করতে পারেন।তবে আপনার অবশ্যই ছবি/আইকনটির লিঙ্ক সংগ্রহ করতে হবে।আর সেক্ষেত্রে আমাদের মজিলা বাবা যথেস্ট সাহায্য করবে।আপনার পছন্দের ছবিটির উপর মাউসের রাইট বাটল ক্লিক করে Copy link location কমান্ড দিয়ে আপনি এই কাজটি করতে পারেন।অথবা যে কোন ইমেজ হোস্টিং সাইট ব্যবহার করতে পারেন।যা ইচ্ছা তাই করুন,দরকার হবে শুধু ছবিটির লিঙ্ক।ব্যস,অর্ধেক কাজ শেষ।

এবার হচ্ছে ব্লগার বাবার কাজ শুরু।সেই চিরায়ত কথা আবার বলছি-"প্রথমে আপনার ব্লগার একাউন্টে লগইন করুন,তারপর ড্যাশবোর্ড থেকে লেআউট নির্বাচন করুন,তারপর Edit HTML নির্বাচন করুন।"
এখন নতুন কথা-
নিচের কোড টুকু খুজে বের করুন।না পারলে মজিলা বাবার Edit মেনুর Find অপশন ব্যবহার করুন।আশা করি হেডার অংশে পেয়ে যাবেন।

f1

পেয়ে গেছেন? পেলেই ৮৫% কাজ শেষ।এবার আপনাকে আরও একটু কস্ট করতে হবে।আর তাহলে নিচের কোড টুকু কপি করে এতক্ষন হারিকেন জ্বালিয়ে যে কোড খুজেছেন তার নিচে পেস্ট করতে হবে।আর URL of your icon file স্থানটিতে আপনার সেই ঐতিহাসিক ছবিটির/আইকনটির লিঙ্কটা পেস্ট করতে হবে।

f2

এখন আপনার ৯৯.৯৯% কাজ শেষ। হাসবেন না,কারন এখনও আপনাকে একটা কাজ করতে হবে।আর তা হলে টেম্পলেট সংরক্ষন মানে save template বাটনে ক্লিক করতে হবে।ব্যাস,১০০% কাজ শেষ।এবার আপনার ব্লগটা একবার দেখুন।তাহলে দেখবেন আপনার চোখ ছানি করা B দেয়া টেম্পলেটটি আর নেই এবং সে জায়গায় আপনার আইকনটি এসেছে।
যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার সাইটে দেখতে পারেন।আমি নিজে করেছি।এই লিঙ্কে ক্লিক করতে পারেন(যদি মনে চায়)।

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রাহাত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ টিউটোরিয়ালের জন্য কারণ আমি নিজেই অনেক গুলো টেকনিক অ্যাপ্লাই করেও এই কাজটি করতে পারিনা।আর আপনার দেয়া ট্রিকসটা আজকে অ্যাপ্লাই করতেই আইকন চেন্জ হয়ে গেল।ভাল থাকবেন

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

নিঃসন্দেহে জটিল টিউন তবে এর জন্য সাধের এডসেন্স একাউন্ট খানা ব্যান হবে না তো? সম্ভাবনা আছে কিন্তু!!!

    Level 0

    এটার সাথে এডসেন্স এর কি সম্পর্ক থাকতে পারে তাই তো আমি বুঝলাম না,ব্যন হওয়া তো দুরের কথা।এটা অনেকটা ওয়েব ডিজাইনের অংশ।

    ব্লগস্পট গুগলের সার্ভিস এটা আমরা সবাই জানি, এতে তাদের কিছু টার্মস আছে যেমন তাদের মৌলিক কিছু জিনিস পরিবর্তন করা যাবে না এটা তেমনই একটা জিনিস ঠিক এ কারনেরই কোন টেমপ্লেটে এরকম কিছু করা হয় না। আর মৌলিক কিছু পরিবর্তন করলে আপনার ব্লগটিকে স্প্যাম করা হতে পারে আর এডসেন্স থাকলে…………..ধণ্যবাদ।

    শাকিল ভাই এর কথা ঠিক , আমি এই পোষ্টিং এর অনেক আগে থেকে এই পদ্ধতি আবিষ্কার করেছি এবং আমার ওয়েবসা্ইটে এপ্লাই করেছি । এখন আমার ওয়েবসাইটকে মাঝে মাঝে স্প্যাম শো করে , কিন্তূ আমার সাইট এর অ্যাডসেন্স এখনো ডিজেবল হয় নাই এব্ং আমি ওই সাইট থেকে আ্যড সরিয়ে ফেলেছি ।

    আমার সাইট দেখতে ভিজিট করুন http://www.imran88k.com/2010/10/bd-entertainment-gallery.html

    এবার আসি শাকিল ভাই এর কাছে । শাকিল ভাই কেমন আছেন ? আমাকে চিনতে পেরেছেন ? জানি পারছেন না , তবে মনে করিয়ে দিলে চিনতে কষ্ট হবে না । আমি ইমরান খান । আমার ফ্রেন্ড কাউছার আলম (বাড়ি কুমিল্লা ) আপনার একজন ভালো বন্ধু এবং তার সাথে আপনার পরিচয় আমার মাধ্যমে হলেও আমাকে আপনি কখনো দেখেন নি । আমার সাথে আপনার কথা হতো মোবাইল এ ।আমার কুমিল্লায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল । আমি অনেকবার আপনাকে ফোন করে দেখা করতে চেয়েছিলাম কিন্তূ আপনার এবং আমার ব্যস্ততার কারনে হয়ে উঠে নি । আজ এখানে আপনাকে পেয়ে ভালো লাগলো । আমি এখন লন্ডন এ আছি । কাউছার এর কাছ থেকে আপনার মোবাইল নং নিয়ে একদিন আপনাকে ফোন করে বিস্তারিত আলাপ করবো । আপনার জন্য শুভ কামনা রইল ।
    আর হে আমার সাইট ভিজিট করবেন এবং কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন প্লিজ ।

    টেকটিউনস এর বন্ধুদের কাছ থেকেও কমেন্ট পরামর্শ প্রত্যাশা করিছি ।

    ধন্যবাদ সবাইকে…….

আপনার সাইটে ঢুকলাম, কিন্তু সেখানে তো যে লাউ সেই কদু। দুই চোক্ষের বিষ সেই B হাজির।

    Level 0

    আপনি মনে হয় ভুল দেখেছেন।কারন আমি এখনও দেখতে পারছি।শুধু তাই না,আমার অনেকে বন্ধুও দেখতে পারছে।আপনি সম্ভবত অন্য কিছু দেখেছেন।

    @rahat ভাই আপনি অ্যাড্রেস বারে যে B লোগো টা থাকে তার কথা বলেছেন তো। যদি সেটা হয় এবং http://iloveubangladesh.blogspot.com/ এই অ্যাড্রেস এ হয়, তাহলে আমি এখনো সেতা দেখতে পাচ্ছি।
    সমস্যাটা কোথায় আমি জানিনা।
    ধন্যবাদ আপনার টিউন এর জন্য। আমি পরে ট্রাই করে দেখব। ইন্সাল্লাহ।

রাহাত ভাই blog এর ব্যাপারে একটু সহযোগিতা করবেন ? আমি একটা Blog সাইট তৈরি করেছি ,কিনতু এটার home -about-post Rss-comment Rss-contact
-login or Home -songs-etc এগুলোর নাম change করতে পারি ,কিনতু page openকরতে পারছিনা,আমার Raf একটা blogsite ঠিকানা দিলাম দয়া করে দেখেন এবং সমাধান দিলে উপকৃত হবো ,techtunes এর সাথে যারা এ মুহুতে আছেন সবাই কে ধন্যবাদ,www.nadimbithi.blogspot.com

Level 0

josh tune..
brother how can i add live news update in my blog??

Level 0

অনেক দিন পর লগইন করলাম শুধু মিজানুর ভাইকে একটা ধন্যবাদ দিতে। ধন্যবাদ ভাই ।
আমি মনে মনে এটাই খুজছিলাম ভাই।

Level 2

thnx a lot

আমি এত প্যাচাল বুঝিনা ভাই । আমি আমি ব্লগস্পটের ড্যশবোর্ডে যেয়ে Design থেকে favicon Edit করে নিজর পছন্দের আইকন ইমেজ লাগিয়ে দেই । কাম শেষ ।

Vai ami akta blog toiri kibabey korbo amakey
Ki bolben please . Or email korun kibabey toiri korbo. E:[email protected]