বন্ধুরা, গত পর্বে আমরা একুয়াটিক বাটন তৈরি করছিলাম। আজ আমরা এর পূর্ণাংগ রূপ দেব।
Button নামের লেয়ারটি সিলেক্ট করুন।
ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে বাটনটি সিলেক্ট করুন।
এবার marquee tool সিলেক্ট করুন এবং অপশন বার থেক subtract from selection নির্বাচন করুন। ম্যাজিক ওয়ান্ড টুল দ্বারা তৈরিকৃত সিলেকশানের নিচের অংশে একটি বর্গাকার সিলেকশান তৈরি করুন। ফলে উপরের অংশের সিলেকশানটি পৃথক হবে এবং নিচের মত হবে।
Select->modify->contract নির্বাচন করুন। একটি উইন্ডো পাবেন। তাতে নিচের মত মান দিয়ে OK করুন।
ফলে নিচের মত পাবেন।
এবার একটি নতুন লেয়ার তৈরি করুন। ফরগ্রাউন্ড হিসেবে সাদা রঙ সিলেক্ট করুন।
গ্রাডিয়্যান্ট টুল সিলেক্ট করে অপশন বার থেকে foreground to background টাইপ linear gradient সিলেক্ট করুন। এরপর সিলেকশানটির উপর থেকে নিচের দিকে মাউস দিয়ে ড্র্যাগ করুন। ফলে নিচের মত হবে।
আরেকটি নতুন লেয়ার তৈরি করে ঠিক একইভাবে নিচের মত সিলেকশান তৈরি করুন এবং একইভাবে গ্র্যাডিয়্যান্ট তৈরি করুন
এই লেয়ারের মোড পরিবর্তন করে Overlay করুন। ফলে নিচের মত পাবেন।
Text tool দিয়ে যেকোনো কালারে লিখুন HOME
এইতো হয়ে গেলো একুয়াটিক বাটন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই। আমার খুব কাজে দেবে। তবে হোম মেনুতে ক্লিক করলে অন্য কালার কিভাবে আসেব। এটাকি ফ্লাসের কাজ?
একটু বললে খুশি হবো।