আজকে আপনাদেরকে একটি বইয়ের সাথে পরিচয় করিয়ে দিবো। 250 HTML & Web Design Secrete.
বইটিতে ৫০০ টির বেশি পাতায় লেথা হয়েছে ওয়েব ডিজাইনের গোপনীয় কতকগুলো বিষয়, সময় ও টাকা বাচানোর পদ্ধতি, পেজ রেংক বাড়ানোর উপায়, ট্রাফিক বাড়ানোর পদ্ধতি, এইচ.টি.এম.এল, সি.এস,এস, এক্স.এইচ.টি.এম.এল, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, পি.ডি.এ, কনটেন্ট উন্নয়ন, অপটিমাইজেশন ইত্যাদি। এক কথায় একটি পূর্নাগ সাইট বানাতে যা যা প্রযোজন হয় তার সব গুলোই আলোচনা করা হয়েছে। আপনার ফ্রি কপিটি এখান থেকে ডাউনলোড করুন।
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]
হাবিব ভাই গোপন বিষয়তো আপনি ফাস করে দিলেন।আর গোপন থাকলো কই?