Domo AI – AI দিয়ে তৈরি করুন ভিডিও টু কার্টুন অ্যানিমেশন ভিডিও

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানের প্রযুক্তির অনেক বেশি উন্নয়নের ফলে তৈরি হওয়া জনপ্রিয় ai সম্পর্কে কে না জানে। বিশ্বের প্রায় সকল মানুষ জানে AI কী? AI দ্বারা কী কী কাজ করা সম্ভব। এছাড়াও আপনি যদি নিয়মিত আমার টিউন পড়ে থাকেন তাহলে আশাকরি AI নিয়ে কোনো প্রশ্ন আপনার মাঝে নেই। তো আজকে আমরা তেমনি একটি AI ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো। আজকের আলোচনা করা AI ওয়েবসাইট দিয়ে আপনি যেকোনো রিয়েল ভিডিওকে কার্টিন ভিডিও অথবা অ্যানিমেশন ভিডিওতে রুপান্তর করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা Domo AI নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আর সেই সাথে কীভাবে রিয়েল ভিডিও থেকে কার্টুন ভিডিওতে ভিডিও এডিট করবেন সেই বিষয়ে বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, কাজগুলো শুরু করা আগে চলুন প্রথমেই জেনে নেই Domo AI কীভাবে কাজ করে? কী কী কাজ আপনি এখানে করতে পারবেন।

Domo AI এর ব্যবহার

Domo AI আপনি অনেকগুলো কাজের জন্য ব্যবহার করতে পারবেন। কোন কোন কাজের জন্য ব্যবহার করবেন, তা একান্ত আপনার প্রয়োজনের উপর নির্ভরশীল। Domo AI বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি AI টুল। এখানে আপনি ভিডিও এডিট থেকে শুরু করে মেসেজ চ্যাটিং পর্যন্ত প্রায় সব কাজ করতে পারবেন। Domo AI দ্বারা করতে পারবেন এমন কিছু জনপ্রিয় কাজ হলোঃ

  1. Text To Video
  2. Video To Animation Video
  3. Image To Video
  4. Normal Video To Animation Video etc

উপরে আলোচনা করা সমস্ত বিষয়গুলো আপনি Domo AI এর মাধ্যমে সহজেই করতে পারবেন। তবে এর ড্যাশবোর্ড ফাংশনাল বেশ জটিল হওয়ায় কাজগুলো সহজেই করতে পারবেন না। এই কাজগুলো করতে হলে আপনাকে সঠিক টিউমেন্ট করে Domo AI পরিচালনা করতে হবে। জনপ্রিয় এই টুলটি দিয়ে বানানো ভিডিও অথবা কার্টুন ভিডিওগুলোকে আপনি ফেসবুক অথবা ইউটিউবে পাবলিশ করতে পারবেন। এতে আপনার চ্যানেলে কোনো প্রকার সমস্যা হবে না।

Domo AI

Official Website @ Domo AI

Domo AI এর উপকারিতা

বর্তমান সময়ে জনপ্রিয় এই Domo AI স্বয়ংক্রিয় টুলটি বেশ ভালোভাবেই পরিচিত। জনপ্রিয় হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ হলো এর সহজ ব্যবহার, ফ্রিতে ব্যবহার, আর দারুণ কাজের পারফরম্যান্স। আপনি এই Domo AI যে কাজেই ব্যবহার করেন না কেনো, আউটপুট বেশ ভালো পাবেন। এই টুলটি ব্যবহার করে অনেক ধরনের কাজ করা গেলেও আজকের টিউনে আমরা সেগুলো নিয়ে কোনোপ্রকার আলোচনা করবো না। আমাদের আজকের টিউনের বিষয় হলো কীভাবে সাধারণ ভিডিও থেকে কার্টুন অথবা অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন এই বিষয়ে। তাই আজকের টিউনে আমরা শুধুমাত্র ভিডিও এডিট অথবা মেকিং বিষয় নিয়েই আলোচনা করবো। Domo AI ব্যবহারে বেশ কিছু উপকার হলোঃ

  • ভিডিও বানানোর সময় বাঁচাতে পারবেন।
  • ভিডিও এডিট এর সময় বাঁচাতে পারবেন।
  • এডিটিং খরচ কমাতে পারবেন।
  • গ্রাহকদের সুন্দর ভিডিও উপহার দিতে পারবেন।
  • আপনার কাজের অনেক ভালো দক্ষতা প্রমাণ করতে পারবেন।

Domo AI বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি Ai টুল। যা আপনাকে আপনার প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে। Domo AI এই সমস্ত ফিচারগুলো আপনাদের ভালো লাগলে আজ থেকেই Domo AI ব্যবহার শুরু করতে পারেন। আশাকরি এই সমস্ত আলোচনা থেকে Domo AI বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন এবার আমরা জেনে নেই কীভাবে Domo AI ব্যবহার করে যেকোনো নরমাল ভিডিও থেকে কার্টুন ভিডিও অথবা অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন।

১. কাজটি করার জন্য সর্বপ্রথম নিচের দেওয়া Domo AI এর ইনভাইট লিংকটিতে ক্লিক করবেন। লিংকটি আমি টিউনের শেষে দিয়ে দিবো। লিংকটিতে করার পর Accept Invite অপশনে ক্লিক করবেন।

২. এবার আপনাদের ইনভাইট একছিভ হয়ে গেলে নিচের মতো একটি অপশন দেখতে পারবেন। এখানে বলে নেওয়া ভালো, সার্ভার লোডের কারণে অনেক সময় Accept Invite ক্লিক করার সাথে সাথে তা Accept হয় না। আমার সাথেই এমন হয়েছিলো। আপনাদের Invite সাথে সাথে অ্যাপ্রুভ না হলে বার বার Accept অপশনে ক্লিক করবেন৷ একবার না হলে বার বার ক্লিক করবেন। তবুও না হলে ২৪ ঘণ্টা পর আবারো ক্লিক করবেন তাহলেই আপনার Invite একছিভ হয়ে যাবে। একছিভ হয়ে গেলে নামের ঘরে ইচ্ছামতো আপনার নাম দিয়ে Continue অপশনে ক্লিক করবেন।

৩. তারপর আপনারা মানুষ নাকি রোবট তার একটি হিউম্যান ভেরিফিকেশন চেক করবে। আপনারা ভেরিফাই করে নিবেন।

৪. এবার কিছুক্ষণ চেক হবে আর লোডিং নিতে থাকবে। আপনারা অপেক্ষা করবেন। আপনাদের নেটওয়ার্ক স্পিড ভালো হলে তাড়াতাড়ি লোডিং হবে।

৫. তারপর আপনাদের Domo AI ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার জন্য জিমেইল আর পাসওয়ার্ড দিতে হবে। আপনার জিমেইলের ঘরে একটি সচল জিমেইল দিন। আর পাসওয়ার্ড এত ঘরে একটি ৬ সংখ্যার পাসওয়ার্ড দিন। তারপর নিচের Clim Account অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।

৬. এবার আপনাদের জিমেইল ভেরিফিকেশন করতে হবে। একটু আগেই যে জিমেইল অ্যাড্রেস দিলেন সেই জিমেইলের মেসেজ বক্স চেক করুন। ইনবক্সে একটি মেইল পাবেন Discord অ্যাড্রেস থেকে। সেখানে Verify Email নামে একটি অপশন পাবেন। আপনাকে Verify Email অপশনে ক্লিক করে আপনাদের অ্যাড্রেসটি ভেরিফাই করে নিবেন।

৭. তারপর আবারো আপনারা Discord ওয়েবসাইটে ফিরে আসবেন। সেখানে Continue To Discord অপশনে ক্লিক করুন।

৮. এবার আপনাদের সামনে Discord এর মেইন ড্যাশবোর্ড শো করবে। ভিডিও থেকে Animation অথবা ভিডিও থেকে কার্টুন বানানোর জন্য মেইন ড্যাশবোর্ড থেকেই আপনাদের সকল কাজ পরিচালনা হবে।

৯. তারপর অটোমেটিকভাবেই কিছু প্রশ্ন করা হবে। আপনারা প্রশ্নগুলো পড়ে সঠিক উত্তর প্রদান করবেন। তারপর ডান সাইডের Next অপশনে ক্লিক করবেন। এভাবে আপনাকে মোট ৪ টি প্রশ্ন করা হবে।

১০. এবার Domo AI এর সকল ফিচার আপনাদের সামনে শো হবে। উপরের আলোচনা করা কোনো একটি স্টেপ আপনি মিস করলে ভিডিও এডিট এর সম্পূর্ণ ড্যাশবোর্ড আপনি পাবেন না। কোথাও ভুল হলে অবশ্যই আবারো শুরু থেকে ভালো করে পড়ে তারপর আবারো কাজে লেগে পড়ুন। তারপর আপনার ফুল একটি ভিডিও থেকে কার্টুন ভিডিও বানাতে চাইলে নীচ থেকে Genarete Video অপশনে ক্লিক করবেন।

১২. এবার নীচ থেকে Complete অপশনে ক্লিক করবেন।

১৩. তারপর নিচের ঘরে ব্লু-টিক মার্ক দিন, তারপর ডান সাইডের Submit অপশনে ক্লিক করুন।

১৪. এবার আপনারা দুটি অপশন দেখতে পারবেন দুটি আলাদা আলাদা বক্সে এই অপশন দুটি বিদ্যমান। অপশনগুলো হলোঃ

  1. Message Option
  2. Generate Video

এই আলাদা আলাদা দুটি অপশনের আলাদা আলাদা কাজ আছে। কাজগুলো আমি টিউনের মাঝেই বিস্তারিত আলোচনা করবো।

তবে আপনারা যখন ভিডিও বানাবেন তখন কাজ করার সময় অবশ্যই এই দুটি আলাদা আলাদা অপশনের দিকে খেয়াল রাখবেন। কারণ এখানে একটি ভিডিও জেনারেট করতে বেশ ভালোই দৃর্ঘ্য সময় লাগে৷ ভুল করলে সম্য নষ্ট ছাড়া কিছুই হবে না। তাই অবশ্যই অপশন দুটির দিকে মনোযোগ রাখা জরুরি।

১৫. তারপর আপনারা ভিডিওর জন্য মেসেজ অপশনে লিখবেন /Video তারপর আপনারা Upload Your Message As A File অপশনে ক্লিক করবেন।

১৬. এবার উপরের ভিডিও লেখায় ক্লিক করবেন।

১৭. তারপর আপনারা ভিডিও আপলোড করার একটি আলাদা বক্স পেয়ে যাবেন। এখানে আপনার ড্রাগ এন্ড ড্রপ অথবা ফাইল সিলেক্ট করে দিন।

১৮. এবার আপনারা Prompt এর ঘরে Dancing লিখে দিবেন।

১৯. তারপর মেসেজটি সেন্ড করবেন। মেসেজটি সেন্ড করার পর আপনাদের ভিডিওটি Animation ভিডিও হওয়ার জন্য কিছুক্ষণ লোডিং হবে। আপনারা এই সময়টুকু অপেক্ষা করবেন। ৩/৫ মিনিট সময় ধরে লোডিং কাজ চলতে পারে, আপনারা পুরোটা সময় অপেক্ষা করুন।

২০. ভিডিওর কাজগুলো যতক্ষণে হবে ততক্ষণে চলুন দেখে নেই কোন ফাইলের জন কীভাবে টিউমেন্ট দিবেন।

  1. /video (Video To Video)
  2. /gen (Text To Image)
  3. /animate (Image To Video)
  4. /real (Anime To Realism)

প্রায় বেশিরভাগ সময় কাজে লাগতে পারে এমন চারটি টিউমেন্ট আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা যখন যে কাজ করতে চান তখন সেই টিউমেন্ট দিয়ে সুন্দরভাবে সেই কাজগুলো করতে পারবেন।

২১. এবার আপনাদের ভিডিওটি রিয়েল ভিডিও থেকে Animation ভিডিওতে রুপান্তর হয়ে গেলে মেসেজটি ঠিক এই রকম ভাবেই আপনাদের সামনেও শো করবে।

২২. তারপর আপনারা আপনাদের বানানো Animation ভিডিওতে টার্চ করবেন। তারপর ডানপাশে ডাউনলোড অপশন ভেসে উঠবে৷

২৩. এবার আপনারা ডানপাশে ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিবেন।

শেষ কথা

বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক চাহিদার কারণে দিন দিন আরো বেশি উন্নত প্রযুক্তির আবির্ভাব ঘটছে। এসবের মধ্য জনপ্রিয় একটি প্রযুক্তি হলো AI টুলস। বর্তমানে নামি-দামি অনেক প্রতিষ্ঠান AI টুল পাবলিশ করলেও নিজস্ব মালিকানায় AI টুল খুব কম সংখ্যক আছে। এসব জনপ্রিয় সব AI টুল এর মধ্যে ভিডিও থেকে কার্টুন ভিডিও বানানোর Domo AI আলোচিত একটি AI টুল। এখানে আপনি খুব সহজেই আর অল্প সময়ের মধ্যেই যেকোনো ভিডিও থেকে কার্টুন ভিডিও বানাতে পারবেন। কার্টুন ভিডিও সারা বিশ্বে অনেক বেশি জনপ্রিয়। কার্টুন ভিডিও দিয়ে চ্যানেল গ্রো করা অথবা পরিচিতি পাওয়া অনেক বেশি সহজ।

এছাড়াও আপনি এই Domo AI ব্যবহার করে কার্টুন ভিডিও বানালে সেই ভিডিওগুলো ইউনিক ভিডিওতে পরিবর্তন হয়ে যায়। ভিডিও থেকে বানানো এসব কার্টুন ভিডিও যেকোনো প্লাটফর্মে আপলোড করে ইনকাম করতে পারবেন। এতে আপনার চ্যানেলে কোনো প্রকার কপিরাইট স্টাইক আসার সম্ভাবনা নেই। আপনি চাইলে আজ থেকেই Domo AI দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও মার্কেটিং শুরু করতে পারেন। আজকের টিউনে আলোচনা করা Domo AI ওয়েবসাইটগুলো নিয়ে হয়ত সময়ের স্বল্পতার কারণে সমস্ত বর্ণনা তুলে ধরতে পারলাম না, হয়ত টিউনে অনেক জায়গায় ভুলভ্রান্তি আছে। ভুলগুলো ক্ষমা সুন্দরভাবে দেখবেন। এছাড়াও আজকের পোস্টটি নিয়ে কারো কোনো মন্তব্য থাকবে তা অবশ্যই টিউমেন্ট করে জানিয়ে যাবেন। আপনার বলা কথাগুলো যদি গঠনমূলক আর প্রয়োজনীয় হয় তাহলে অবশ্যই আমি তা আমার টিউনে যুক্ত করে দিবো।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, গুগলের তৈরি Domo AI জানুন খুঁটিনাটি বিস্তারিত! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস