কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোডের সেরা ৫ টি ওয়েবসাইট

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনি আজকের এই টিউন দেখছেন তার মানে আপনার কপিরাইট ফ্রি মিউজিক প্রয়োজন। আমরা আমাদের পছন্দের গানগুলো বার বার শুনতে চাই। আবার সেই গানগুলো দিয়েই বানানো নানান রকম ভিডিও সবার মাঝে শেয়ার করতে চাই। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কপিরাইট আইন। এই কপিরাইট সম্পর্কে অনেকেই ভুল ধারণা আছে। আজকের টিউনে আমরা সেই বিষয়গুলো সম্পর্কেও জানবো আর সেই সাথে সেরা ৫ টি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার ওয়েবসাইট সম্পর্কে জানবো। তো চলুন শুরুতেই জেনে নেই কপিরাইট কি?

কপিরাইট কি?

কপিরাইট হলো একটি আইনগত ব্যবস্থা যা দ্বারা অনলাইনে কোন জিনিসের মালিকানা প্রকাশ করা হয়। কপিরাইট আইনের মাধ্যমে সুবিশাল নেটওয়ার্ক প্লাটফর্মের মধ্যমেও নিজেদের তৈরি জিনিসকে সম্পূর্ণ নিজের অধিকারে রাখা সম্ভব হয়। কপিরাইট আইনের আওতায় আছে এমন ইমেজ, ভিডিও, ছবি মালিকের অনুমতি ব্যতীত কেউ ব্যবহার করতে পারবে না। তবে এই সকল অসুবিধার মধ্যে কিছু সুবিধাও আছে। আর সেই সুবিধাগুলো কপিরাইটই ফ্রি ইমেজ, ভিডিও অথবা গানগুলো থেকে পাওয়া যায়।

কপিরাইট ফ্রি মিউজিক সাধারণত ক্রিয়েটররা বেশি ব্যবহার করে থাকে। তারা তাদের তৈরি করা ভিডিও, গান অথবা ইমেজকে আরো বেশি সুন্দর করার জন্য সহায়ক হিসাবে এই কপিরাইট ফ্রি ইমেজ, ভিডিও অথবা গানগুলো ব্যবহার করে থাকে৷ তবে একজন ক্রিয়েটর এই কপিরাইট ফ্রি ইমেজ, ভিডিও অথবা গানগুলো দিয়ে যে নতুন জিনিস বানিয়ে ফেলে তা বর্তমান ক্রিয়েটর লাইসেন্স যুক্ত করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। সে চাইলেই তার ফাইলটি কপিরাইট আইনের আওতায় আনতে পারবে।

আজকে আমার দেখানো ওয়েবসাইটগুলো থেকে কপিরাইট মিউজিক ডাউনলোড করে আপনি আপনার সকল কাজেই ব্যবহার করতে পারবেন। এতে আপনার তৈরি করা প্রজেক্টের কোনো সমস্যা হবে না। এই কপিরাইট ফ্রি মিউজিকগুলো দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউব অথবা ফেসবুকে পাবলিশ করলেও আপনার ভিডিওতে কোনো স্টাইক আসবে না।

আজকে আমার আলোচনা করা প্রতিটি ওয়েবসাইট থেকে আপনি বিনামূল্যে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা মিউজিক গুলো আপনার প্রয়োজন অনুযায়ী সকল কাজেই ব্যবহার করতে পারবেন। আপনার বানানো প্রজেক্টগুলো আপনি যদি ইউটিউব, ফেসবুকে আপলোড করেন, আপনার ভিডিওতে কোনো প্রকার স্টাইক আসার চান্স নাই। তাই আপনি এই ওয়েবসাইটগুলো থেকে নিশ্চিন্তে কপিরাইট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

1. Youtube Audio Library

 

YouTube Audio Library (ইউটিউব অডিও লাইব্রেরি) হলো একটি বিশাল ফ্রি মিউজিক ডাউনলোড করার প্লাটফর্ম যা YouTube দ্বারা পরিচালিত হয়। এই YouTube Audio Library থেকে সম্পূর্ণ ফ্রিতেই মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে যুক্ত করতে পারবেন। যদিও এই মিউজিকগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি নয়, তবে আপনি নিশ্চিন্তে YouTube Audio Library থেকে মিউজিক নিয়ে আপনার ভিডিওতে যুক্ত করতে পারবেন। এতে আপনার ভিডিওতে কপিরাইট সম্পর্কিত কোনো সমস্যা হবে না।

YouTube Audio Library তে আপনি বিশাল বড়ো এক মিউজিক ক্যাটাগরির লিস্ট পেয়ে যাবেন। পরবর্তী আপনি আপনার নিজের পছন্দমতো যেকোনো লিস্ট থেকে মিউজিক ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। মিউজিক ক্যাটাগরি হিসাবে পাবেন -

  • মিউজিক ইফেক্ট,
  • ওয়াজ,
  • ইনস্ট্রুমেন্টাল মিউজিক,
  • হলিউড অথবা বলিউড মিউজিক,
  • রিমিক্স মিউজিক ইত্যাদি।

YouTube Audio Library থেকে আপনি খোঁজ সহজেই আপনার পছন্দের গানগুলো খুঁজে বের করতে পারবেন। কারণ এখানে রয়েছে ইউজার ফ্রেন্ডলি সার্চ অপশন আর সেই রয়েছে সার্চ ফিলটার ফিচার। যা ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত মিউজিক খুঁজে পাবেন।

Youtube Audio Library

Official Website @ Youtube Audio Library

2. Free Stock Music

Free Stock Music এটি একটি কপিরাইট ফ্রি মিউজিক ওয়েবসাইট। এই ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতেই কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে ব্যবহার করার সুযোগ দিয়ে থাকে। Free Stock Music থেকে ডাউনলোড করা মিউজিকগুলো আপনি মাল্টিপল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। যেমনঃ ফেসবুক, ইউটিউব, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি। এছাড়াও আপনি এই ওয়েবসাইট ব্যবহার করে আপনার নিজস্ব প্রজেক্টগুলো লাইসেন্স যুক্ত করতে পারবেন। এছাড়াও আপনি আপনার নিজস্ব প্রজেক্টগুলো লাইসেন্সের আওতায় এনে বিক্রি করে ইনকাম করতে পারবেন।

Free Stock Music ওয়েবসাইটে আপনি আপনার ভিডিও জন্য রয়্যালটি ফ্রি মিউজিক সার্চ করে খুঁজে বের করতে পারবেন। সহজেই মিউজিক খুঁজে পাওয়ার জন্য Free Stock Music ওয়েবসাইটে ক্যাটাগরি যুক্ত করা আছে। যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় কাজের জন্য আলাদা আলাদা ফাইল সংগ্রহ করতে পারবেন। ক্যাটাগরিগুলো হলোঃ

  • অল্টারনেটিভ,
  • ইন্ডি পপ,
  • ইন্ডি রক,
  • ব্লুজ,
  • শিশুদের জন্য,
  • চিল-আউট,
  • ক্রিসমাস,
  • সিনেমাটিক,
  • কর্পোরেট,
  • ইলেকট্রনিক,
  • এম্বিয়েন্ট,
  • হাউস, রক,
  • ওয়ার্ল্ড মিউজিক,
  • জাজ,
  • পপ ইত্যাদি।

এই মিউজিকগুলো আপনি ছোট সাইজের অথবা বড়ো সাইজের জন্য সার্চ দিতে পারবেন। এই সার্চগুলোর জন্য সার্চ অপশনের সাথে যুক্ত রয়েছে সার্চ ফিলটার। Free Stock Music এর এই সমস্ত মিউজিকগুলো আপনি Free Stock Music ওয়েবসাইটের মেনুবার থেকে সংগীতগুলির তালিকায় পেয়ে যাবেন। এভাবেই খুব সহজেই Free Stock Music থেকে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন।

Free Stock Music

Official Website @ Free Stock Music

3. Pixbay

Pixabay Music একটি অনলাইন কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড প্ল্যাটফর্ম। এখানে আপনি বিনামূল্যে সকল কপিরাইট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করে আপনার ভিডিও অথবা অডিও প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। Pixabay Music সেকশন থেকে ডাউনলোড করা কপিরাইট ফ্রি মিউজিকগুলো দিয়ে বানানো ভিডিওগুলো আপনি মাল্টিপল প্লাটফর্মে আপলোড করতে পারবেন। এতে আপনার আপলোড করা ভিডিওতে কপিরাইট জনিত সমস্যাগুলো আসবে না। Pixabay Music ক্যাটাগরিতে আপনি পাবেন -

  • ইন্সট্রুমেন্টাল,
  • পপ,
  • রক,
  • ইলেকট্রনিক,
  • জাজ,
  • ক্লাসিক,
  • হিপ হপ ইত্যাদি কপিরাইট ফ্রি মিউজিক।

এছাড়াও আপনি এই ওয়েবসাইটে আপনার পছন্দের গানগুলো সহজেই সার্চ করে ডাউনলোড করতে পারবেন। সার্চ অপশনে আপনি সার্চ ফিলটার পেয়ে যাবেন যা ব্যবহার করে নিদিষ্ট দৈর্ঘ্যের ভিডিওগুলো খুঁজতে পারবেন। Pixabay Music ওয়েবসাইট থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতেই সকল মিউজিক ডাউনলোড করতে পারবেন। Pixabay Copyright Free Music ব্যবহার করে আপনার ভিডিওগুলোকে আরো সুন্দর করে গুছিয়ে তৈরি করতে পারবেন। এতে খুব সহজেই আপনার চ্যানেল গ্রো করতে পারবেন।

Pixabay Free Music

Official Website @ Pixabay Free Music

4. BenSound

Bensound একটি জনপ্রিয় কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার ওয়েবসাইট। এই Bensound থেকে ডাউনলোড করা কপিরাইট ফ্রি মিউজিক গুলো আপনার ভিডিও অথবা অন্যান্য প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। আপনার বানানো এই ভিডিওগুলো আপনি ইউটিউব অথবা ফেসবুকে ব্যবহার করতে পারবেন। এতে আপনার বানানো ভিডিও কপিরাই জনিত কোনো সমস্যা হবে না। এই ওয়েবসাইটে তাদের প্রজেক্টগুলো সুন্দর করে সাজানোর জন্য ক্যাটাগরির সাথে আলাদা করে সাব ক্যাটাগরি তৈরি করা আছে। এজন্য আপনার নিদিষ্ট মিউজিকগুলো খুঁজে পেতে একটু জটিল হতে পারে। BenSound ওয়েবসাইটে কপিরাইট ফ্রি মিউজিকগুলো হলোঃ

  • সুপারহিট,
  • রোমান্টিক,
  • শান্ত,
  • রক,
  • হিপ-হপ,
  • ইলেকট্রনিক,

এছাড়াও আপনি এখানে আলাদা আলাদা সেকশনে বিভিন্ন সালের আলাদা আলাদা ফোল্ডার হিসাবে মিউজিক ফোল্ডার পাবেন। আপনি আপনার পছন্দের কপিরাইট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করে মিডিয়া আকার ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি ভিডিও মার্কেটিং করতে পারবেন। নিদিষ্ট মিউজিকগুলো ব্যবহার করার জন্য আপনাকে শুধুমাত্র "Bensound" থেকে প্রাপ্ত মিউজিক এই কথাটি উল্লেখ করতে হবে। তাহলে আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করার কারণে কপিরাইট জনিত কোনো সমস্যা হবে না।

Bensound Free Music

Official Website @ Bensound Free Music

5. UppBeat

Uppbeat একটি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার ওয়েবসাইট। যা ইউটিউব অথবা ফেসবুকের ভিডিও কন্টেন্ট বানানোর জন্য ব্যবহার করা হয়। Uppbeat ওয়েবসাইট থেকে আপনি একদম বিনামূল্যে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই ওয়েবসাইটে আপনি আপনার পছন্দের শিল্পীদের গানগুলো খুব সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। Uppbeat ওয়েবসাইটে থাকা প্রতিটি মিউজিক কপিরাইট মুক্ত, যার ফলে আপনি নিশ্চিন্তে যেকোনো মিউজিক Uppbeat থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন।

এছাড়াও Uppbeat ওয়েবসাইটে সহজেই কপিরাইট ফ্রি মিউজিকগুলো আলাদা ভাবে স্টোক করে রাখতে পারবেন। আলাদা করে ফোল্ডার বানাতে পারবেন। যার ফলে আপনার গানগুলো হারাবে না। এছাড়াও আপনি Uppbeat থেকে মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে Adsense পেতে সমস্যা হবে না। এছাড়াও আপনি এই Uppbeat থেকে ডাউনলোড করা সমস্ত মিউজিকগুলোর ডাউনলোড হিস্টোরি দেখতে পারবেন। যারা নিয়মিত নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য সেরা একটি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার ওয়েবসাইট।

Uppbeat

Official Website @ Uppbeat Free Music

শেষ কথা

বন্ধুরা, কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার অসাধারণ ৫ টি ওয়েবসাইট আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনি যদি ভিডিও এডিটের জন্য কপিরাইট ফ্রি মিউজিক খুঁজে থাকেন তাহলে আজকের এই কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার, সেরা ৫ টি ওয়েবসাইট আপনার কাছে অনেক হেল্পফুল কয়েকটি ওয়েবসাইট হবে। আপনি চাইলে আজ থেকেই এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে নিয়মিত আপনার কাজগুলো চালিয়ে যেতে পারবেন।

তবে এই ওয়েবসাইট থেকে হয়ত সবগুলো মিউজিক একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না। কারণ তাদের এত বড় ব্যবসাকে তো টিকিয়ে রাখতে হবে, এজন্যই তাদের কিছু স্পেশাল মিউজিকগুলো অবশ্যই আপনাকে কিনে ব্যবহার করতে হবে। তবে আমি মনে করি, ফ্রিতে তারা যে মিউজিক গুলো প্রোভাইড করে অথবা দিয়ে থাকে তা দিয়েই আপনি আপনার সাধারণ কাজগুলো আরামসে করতে পারবেন। তাই আমি মনে করি, আপনার টাকা দিয়ে তাদের থেকে মিউজিক কেনার কোন প্রয়োজন নেই। তাদের দেওয়া ফ্রি মিউজিকগুলোই ব্যবহার করা উত্তম।

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোডের সেরা ৫ টি ওয়েবসাইট! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস