ক্লোনিং এর ভয়াবহ পরিণাম (টেক হিউমার)

কেমন আছেন সবাই? আশা করি ভালোই। প্রথমেই এরকম একটি শিরোনামের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। যাই হোক মূল ব্যাপারে আসি। ঈদ শেষ হয়ে গেছে, তবে টিভি চ্যানেলগুলোর ঈদের বিশেষ অনুষ্ঠান এখনও শেষ হয়নি। কিন্তু হাজারটা বিজ্ঞাপনের মাঝে এগুলো দেখার ধৈর্য খুব কম মানুষেরই আছে। তাই এই বিজ্ঞাপনের ভিড়ে বিজ্ঞাপনহীন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটিতে স্পেশাল ইফেক্ট এর কিছু ব্যাবহার রয়েছে। আসলে “স্পেশাল ইফেক্ট” এর কাজে আমার প্রচণ্ড আগ্রহ, সেই আগ্রহ থেকেই ইন্টারনেট ঘেঁটে কিছু কাজ শিখার চেষ্টা করছি। সেই চেষ্টা থেকেই মাঝে মাঝে কিছু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটির ইফেক্ট এর কাজ করা হয়েছে Adobe After Affects এ, সাউন্ড ডিজাইন করা হয়েছে Adobe Premiere Pro তে।

বিঃ দ্রঃ ভিডিওটি হাই কোয়ালিটিতে দেখার চেষ্টা করবেন।

অথবা এখানে গিয়েও দেখতে পারেনঃ http://www.youtube.com/watch?v=60giyEvK4EY

Level New

আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর হয়েছে ভাই । ২য় শুট টার স্পেশাল ইফেক্ট অসাধারন । পারলে স্পেশাল ইফেক্ট নিয়ে চেইন টিউন করুন । তাতে করে আমরাও শিখতে পাব ।

Level 0

ভাই আমরাও জেমস কেমেরন হতে চাই ।চেইন টিউন করেন ভাই ।জলদি ………………।

    Level New

    @sami: ভাই এইটা কার নাম উচ্চারণ করলেন, এখন সে যদি শুনে তাইলে তো মানহানির মামলা করবে। 😀
    চেষ্টা করবো ভাই

nice. কিন্তু ২য় গুলি লাগার পর আরেকটু দূরে গিয়ে পড়তে হত, কিন্তু শক্ত ভূমির কারণে তা সম্ভব হয়নি।

সেরকম হইছে. .. … 🙂

Level 0

ফাটাফাটি হইছে। আমার এগুলো শেখার খুব ইচ্ছা, তাই……………………..।

Level 0

ভাই আমগো কবে শিখাইবেন কন………

🙁 🙂

Level 0

অনেক ভালো হয়েছে………আমাদের কবে শিখাবেন? 🙂

ভাই এটা কিভাবে করলেন তা নিয়ে Chain Tune আশা করছি …

সুন্দর !

Level 0

Darun hoi che ………vhai soft -ta kon khan thake free te pabo……………..
plzzzz janale upokrito hobo

    Level New

    @himel951: ধন্যবাদ ভাই, আমি একটা টরেন্ট সাইট থেকে নামিয়েছি। যে কোনো টরেন্ট সাইটে সার্চ দিলেই পাবেন।

আমার নেশা আপনার মত?

ইহা কী দেখাইলেন!! 😯
শেখার জন্য জানটা ছটফট করা শুরু করলো…

জটিল জিনিস দেখাইলেন ভাই। ধন্যবাদ।

Level 0

ভিডিওটা কয়েকবার দেখলাম, অসাধারণ!!!! আচ্ছা আমাকে একটা বিষয় ক্লিয়ার করেন। ভিডিওতে যেই তিনজনকে দেখলাম তার মধ্যে দুইজনকে এক চেহারার মনে হল, মানে ডাবল এক্টিং এর মত মনে হল। সত্যিই কি তাই, আর তা হয়ে থাকলে তাও কি কোনো সফটওয়্যরে করা হয়েছে নাকি দুইজন জমজ?

    Level New

    @MITHU: ভাই ভিডিওটার নামটাই তো “Clone Disaster ” তিনজনই একি মানুষ। আর কাজটা করা হয়েছে after effects এ। তবে এই ধরনের কাজের ক্ষেত্রে শুটিং এর সময়ও অনেক খেয়াল করে শুটিং করতে হয়।

      Level 0

      🙁 খুবই আগ্রহ ছিল আমার এ ধরনের কাজে, কিন্তু সমস্যা সেই জায়গায়, পিসিরি কনফিগারেশান, cs5 এর এই ফিচারটা ডুয়েল কোরে প্রযোজ্য নয়, আপনি কোন ভার্সন ইউস করে এটা করছেন, cs5 এর নিচের তবে মোটামুটি পরিপূর্ণ অর্থাৎ ভালভাবে প্রায় সব কাজ করা যায় এমন ভার্সন কোনটা, থাকলে তাড়াতাড়ি জানান দয়া করে।

    Level New

    @MITHU: আমি এটা cs4 এ করেছি। তবে ভার্সন ইম্পরট্যান্ট ব্যাপার না। আমি cs3, cs4 দুইটা আর এখন cs5 ব্যাবহার করি। আপনি cs3 ব্যাবহার করতে পারেন।

      Level 0

      না, আমি ফিচারের জন্য ভার্সনের কথা জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করেছি সিস্টেম সাপোর্ট করবে কিনা তা জানার জন্য। সিস্টেম রিকোয়ারমেন্টের সাইটে গিয়ে দেখলাম,আফটার ইফেক্টের cs3 ভার্সনের জন্যও ২গিগা র‍্যাম লাগে 🙁 ১গিগায় কি হবে?

    Level New

    @MITHU: যদি মোটামুটি ভালো মানের External Graphics Card থাকে তাহলে ১ গিগা রেম দিয়েও পারবেন। আর না থাকলেও হয়ত হালকা পাতলা কিছু কাজ করতে পারবেন, তবে কাজ করে মজা পাবেন না 🙁

Level 0

bhai video mixing niye chain tune korle bhalo hoy ami hobo apnar prothom chatro 😀

    Level New

    @Jonty: জেনে খুশি হলাম ভাই 😀
    আমার এই টিউনটি দেখতে পারেন, আশা করি কিছুটা হলেও শিখতে পারবেন।

বাংলা মুভির চেয়ে অনেক ভাল হয়েছে। তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া দরকার এই ভিডিও।
আর হ্যা পারলে চেইন কইরেন। 🙂

Level 0

wow…দারুন হইছে । জোবায়ের ভাই ঠিকই বলেছেন…বাংলা মুভি নির্মাতাদের দেখানু উচিৎ এই ভিডিও টি ।

Level 2

🙂

Level 0

চরম হইছে ভাই ! কবে যে বাংলা ফিল্মের উন্নতি দেখব আর বস্তাপচা সাউন্ড কোয়ালিটি থেকে বেরিয়ে আসবেন উনারা 😛

চরম…… দারুন……….জটিল…… ফাটাফাটি………. এগুলো আমি না অন্যান্যদের করা প্রশাংসা দেখলাম । আর এ বিষয়ে একটি সুন্দর চেইন টিউনের অপেক্ষায় যে সবাই কতোটা উন্মুখ তাও মন্তব্যগুলোতে সুস্পষ্ট। আমি এতো কিছু বলতে চাইনা । আমি শুধু সবার সাথে কন্ঠ মেলাতে চাই। চেইন টিউন চাই………………..চেইন টিউন চাই ……….. জলদি……………….

Level 0

SO THANKSSSSSSSSSSSSSSSSSS….SAME COMMENT.. চেইন টিউন চাই … আমি SPECIAL EFFECTS শিখতে খূব INTERESTING…ALLAH VALO RAKHUK

Level 0

BADHON VAI,
Chain tune chai .plzzzzz

Level New

vaiya apnar email id ta den, othoba facebook id…..onek problem er face hossi…..asa kori sahjjo pabo..cause sharing is caring