কেমন আছেন সবাই? আশা করি ভালোই। প্রথমেই এরকম একটি শিরোনামের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। যাই হোক মূল ব্যাপারে আসি। ঈদ শেষ হয়ে গেছে, তবে টিভি চ্যানেলগুলোর ঈদের বিশেষ অনুষ্ঠান এখনও শেষ হয়নি। কিন্তু হাজারটা বিজ্ঞাপনের মাঝে এগুলো দেখার ধৈর্য খুব কম মানুষেরই আছে। তাই এই বিজ্ঞাপনের ভিড়ে বিজ্ঞাপনহীন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটিতে স্পেশাল ইফেক্ট এর কিছু ব্যাবহার রয়েছে। আসলে “স্পেশাল ইফেক্ট” এর কাজে আমার প্রচণ্ড আগ্রহ, সেই আগ্রহ থেকেই ইন্টারনেট ঘেঁটে কিছু কাজ শিখার চেষ্টা করছি। সেই চেষ্টা থেকেই মাঝে মাঝে কিছু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটির ইফেক্ট এর কাজ করা হয়েছে Adobe After Affects এ, সাউন্ড ডিজাইন করা হয়েছে Adobe Premiere Pro তে।
বিঃ দ্রঃ ভিডিওটি হাই কোয়ালিটিতে দেখার চেষ্টা করবেন।
অথবা এখানে গিয়েও দেখতে পারেনঃ http://www.youtube.com/watch?v=60giyEvK4EY
আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর হয়েছে ভাই । ২য় শুট টার স্পেশাল ইফেক্ট অসাধারন । পারলে স্পেশাল ইফেক্ট নিয়ে চেইন টিউন করুন । তাতে করে আমরাও শিখতে পাব ।