Adobe After Effects বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০১] :: অ্যাকশন টাইপ

সবাইকে শুভেচ্ছা। আমার সর্বশেষ টিউনটি ছিল “স্পেশাল ইফেক্টে আগ্রহীরা লক্ষ্য করুন” টিউনটিতে আমি আমার করা একটি হালকা Special Effect নির্ভর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং টিউনটির শেষে বলেছিলাম আপনারা আগ্রহী হলে আমি ভিডিওটি কিভাবে করেছিলাম সেই টিউটোরিয়ালটি পোস্ট করবো। টিউনটিতে আপনাদের আগ্রহ দেখে (অতি আগ্রহী কেউ কেউ অবশ্য টিউটোরিয়াল না করলে আমাকে গণপিটুনি দেয়ার ঘোষণা দিয়ে দিয়েছে) ও উৎসাহ পেয়ে বসলাম টিউটোরিয়াল বানাতে। কাজটা শুরু করার পরই বুঝতে পারলাম কিসের মধ্যে হাত দিয়েছি।

আসলে একটি ভিডিওতে VFX এর কাজ করা আর একটি টিউটোরিয়ালে সেটা বর্ণনা করা দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। বেশ কয়েকবার ব্যর্থ হয়ে একবার ভাবলাম ধুর ছাতা টিউটোরিয়ালই বানাবো না। কিন্তু একবার না পারিলে দেখো শতবার এই মন্ত্রে উৎসাহী হয়ে (আসলে গণপিটুনির ভয়ে) শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি করেই ফেললাম। যাই হোক, টিউটোরিয়ালটিতে ব্যবহৃত সফটওয়্যারটি হচ্ছে Adobe After Effects। এটি আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল, তাই হয়ত আমার উপস্থাপনায় অসংখ্য ভুল থাকতে পারে। আশা করি আপনারা ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আরেকটি কথা, যারা আগে কখনো After Effects ব্যাবহার করেননি তাদের কাছে হয়ত সফটওয়্যারটি খুবই জটিল লাগতে পারে তাই টিউটোরিয়ালটি হয়ত একটু দেখেই বন্ধ করে দিতে পারেন। তবে আমি বলবো, ধৈর্য হারাবেন না। পুরো টিউটোরিয়ালটি দেখুন, চেষ্টা করুন আপনিও পারবেন। টিউটোরিয়ালটিতে আমার ব্যাবহার করা effect footage গুলো আপনাদের ডাউনলোড এর জন্য আপলোড করে দিচ্ছি। তাহলে এবার নিজেরাই একটি ভিডিও শুট করে শুরু করে দিন গোলাগুলি।
টিউটোরিয়ালটির দৈর্ঘ্য ২২ মিনিট। তাই দুই ভাগে আপলোড করলাম। আপনাদের যাদের নেট স্পিড কম তাদের জন্য আমার সাজেশন 480p তে ভিডিওটা দেখতে পারেন।

পর্ব ১

পর্ব ২

Effect Footage ডাউনলোড লিঙ্ক
http://www.mediafire.com/?n856268q95ckbjt

Level New

আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ek kothay chomotkar hoise!

ধন্যেবাদ ভাই ব্যতিক্রমধর্মি টিউনের জন্যে

Level New

ধন্যবাদ, খুব ভাল ভাবেই বুঝিয়েছেন।বাকিটা আমাদের চেস্টা।

    Level New

    @hadinoyan: ধন্যবাদ। চেষ্টা চালিয়ে যান।

ভাই আপনার email address ta deya jabe?

Level 0

আপনার এই টিউটোরিয়াল এর জন্যই এতদিন অপেক্ষা করতে ছিলাম। অবশেষে অপেক্ষা শেষ হল। আপনাকে অনেক ধান্যবাদ।

    Level New

    @fab: আপনাকেও ধন্যবাদ ভাই।

chorom hoise, but sound kivabe editing er bapar ta jodi bolten ta hole valo hoto.

    Level New

    @নীলমনিহার: ধন্যবাদ ভাই। সাউন্ড এডিটিং এর জন্য আমি এডোবি প্রিমিয়ার সফটওয়ারটি ব্যবহার করেছি। গুলির সাউন্ড এবং বুলেট শেলের সাউন্ড আপনি গুগলে সার্চ দিলে পাবেন। আর ব্যকগ্রাউন্ড সাউন্ডের জন্য আপনার ভিডিওর সাথে মানানসই একটি সাউন্ড ক্লিপ ব্যবহার করবেন।

Level 0

where from you collect those muzzle flashes…???

    Level New

    @towhid: videocopilot.net website er “action essentials 2” pack theke.

Level 0

yap..that’s a great site..i have learned a lot from there..
good tuts..thanks

Level 0

vai apana chok jalalain ke vaba

Level 0

bro hankock er mto j hideo ta bnaisen tar tutorial ta den plz

    Level New

    @fahem_dnj: ভাই আসলে আমি যেই ভিডিওটায় (raw footage) ইফেক্ট এর কাজটা করেছিলাম সেটা ডিলিট করে দিয়েছি, তাই এখন আর টিউটোরিয়ালটা করা সম্ভব না। 🙁
    যাই হোক আপনি এই টিউটোরিয়ালটা দেখতে পারেন, এটিও একিই ইফেক্ট নিয়ে করা টিউটোরিয়াল http://ae.tutsplus.com/tutorials/vfx/leap-into-hancock-style-super-jump-effect-2/

Level 0

txxx bro

Level 0

but 487MB বেশি হয়ে গেল 🙁

Level 0

vi effect footage er free site kon to

Level 0

apner fb id ta dile corom upokar hoito

Level 0

ow bro ans paice

Level 0

badhon bai apnake onek donnobad erokom tunes korar jonno .. asa kori aro kisu tutorial diven

Level 0

ভিডিওতে কিভাবে টাইপ করে টেক্সট অথবা লিরিক যোগ করা যায়?

Level 0

effect gulo kothai paoya jabe…downlode link deben ki…

After Effect CS5 er download link ta dorkar.

effect footage এর ব্যাকগ্রাউন্ড এর কালো রঙ দিয়ে পুরো স্ক্রীন ঢেকে যায়। মূল ভিডিওর উপরে effect footage দিলে মুল ভিডিও দেখা যায় না। এই সমস্যা কিভাবে দূর করা যায়?

আর একটা সমস্যা। effect footage এর ফাইল .mov ফরমেট এ ইমপোর্ট করা যায় না। .wmv ফরম্রটে কনভার্ট করে তারপর ইমপোর্ট করতে হয়।

    Level New

    @রাকিব: mov ফরমেট কেনো সাপোর্ট করলো না সেটা বুঝতে পারলাম না. যেহেতু আপনি ফাইল গুলো কনভার্ট করেছেন তাই সেগুলোর transparency নষ্ট হয়ে গিয়েছে।
    যাই হোক, আপনি ইফেক্ট এর লেয়ারটি সিলেক্ট করে ওটার মোড screen করে দিন (মোড অপশন না পেলে কীবোর্ড এর f4 চাপুন) আর কনভার্ট করলে mp4 ফরমেট এ করলে ভালো হয়।

      @বাধন: ধন্যবাদ বাধন ভাই। মোড অপশন দিয়ে কাজ হয়েছে… 😀

    Level New

    @রাকিব: 😀 😀

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আরো এরকম টিউরোরিয়াল এর অপেক্ষা করছি।
আর রাকিব ভাই এর ‍’effect footage এর ফাইল .mov ফরমেট এ ইমপোর্ট করা যায় না” এই সমাধান এর জন্য আপনাকে বলছি এই লিংক http://www.mediafire.com/?2j56eg18arw থেকে QuickTime soft ডাউনলোড করে ইনষ্টল করুন তাহলে আশা করি সমাধান পাবেন।

আপনার টিউটোরিয়াল এর জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম… অনেক অনেক অনেক অনেক (৯৯৯৯৯+ অনেক) ধন্যবাদ !!! আরো কিছু দেন জলদি 🙂

    Level New

    @কম্পিউটার লাভার: অনেক ধন্যবাদ ভাই, শীঘ্রই পেয়ে যাবেন

      @বাধন: ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার টিউটোরিয়াল টী অনেক ভাল হয়েছে। আমাকে কি Adobe After Effects এর Download Link দেয়া যায়। প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস [email protected]

      @বাধন: ভাই adobe after effects এর আর কিছু filter, effect, plagin etc… কি ভাবে download করব, and কি ভাবে Setup করব, প্লিস জানাবেন। প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস ……

        Level New

        @wantedvirus: plugin ডাউনলোড এর ক্ষেত্রে কোন plugin টি আপনার প্রয়োজন সেটা আগে ঠিক করুন তারপর google এ সার্চ করতে থাকেন, না পেলে টরেন্ট সাইট গুলোতে খোঁজ করুন। আর যদি কালেকশন নামাতে চান সে ক্ষেত্রেও একি ভাবে খুজতে থাকুন

badhon vai… Autodesk maya tutorial dewa jabe?

badhon vai, apni after effect er je link ta disen setar size 1.5 GB. etai ki real size naki aro soto size er ase?? ar ki vabe install dibo?

Plz Help me
Adobe After Effect CS4

.mov file not support.

How To Import .mov file in cs4?

ধন্যবাদ, খুব ভাল ভাবেই বুঝিয়েছেন।কিন্তু আমার ফটোশপ আফটার ইফেক্স নেই সেটা কি শেয়ার করা যাবে।

Thanks. It’s very nice to be seem…

ভাই আডবি আফটার ইফেক্ট এর লিনক টা দিন
আপ্নি জে ভারসিওন দিয়ে কাজ করচেন

ভাই আডবি আফটার ইফেক্ট এর লিনক টা দিন
আপ্নি জে ভারসিওন দিয়ে কাজ করচেন আডবি অই ভারসন টা দিয়েন

shey varsion er link ta din

ভাই আমারে Cd দেওয়া যাবে আমি কুরিয়ার সার্ভিসে নিব যদি দেন 🙁

ভাই সফটাওয়ার ডাওনলোড লিঙ্ক টা দেন।

Apnake je kibole thanks janabo tar vasa khuje pach6i na.
khub sundor tune ta korechhen.
ami apnar kachhe asha rakhi ai rokom aro anek tune er.

@Badhan bhai amar aktu help chai.
ami preview thik thak dekhte pachhi but jokhon save korchhi tokhon main video er sathe kono effects dekhte
pachhi na.
ami Adobe after effect cs3 Use korchhi.

amaro jubayer ansari vai er moto same problem.badhon vai plz help me…render dewar por muzzle fire astache na.ram preview porjonto sob thik chole.

ভাই এডোব CS 6 দিতে পারবেন

ভাই দয়া করে আমাক Adobe after effect এর softwer টি দিলে উপক্রিত হতাম