সবাইকে শুভেচ্ছা। আমার সর্বশেষ টিউনটি ছিল “স্পেশাল ইফেক্টে আগ্রহীরা লক্ষ্য করুন” টিউনটিতে আমি আমার করা একটি হালকা Special Effect নির্ভর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং টিউনটির শেষে বলেছিলাম আপনারা আগ্রহী হলে আমি ভিডিওটি কিভাবে করেছিলাম সেই টিউটোরিয়ালটি পোস্ট করবো। টিউনটিতে আপনাদের আগ্রহ দেখে (অতি আগ্রহী কেউ কেউ অবশ্য টিউটোরিয়াল না করলে আমাকে গণপিটুনি দেয়ার ঘোষণা দিয়ে দিয়েছে) ও উৎসাহ পেয়ে বসলাম টিউটোরিয়াল বানাতে। কাজটা শুরু করার পরই বুঝতে পারলাম কিসের মধ্যে হাত দিয়েছি।
আসলে একটি ভিডিওতে VFX এর কাজ করা আর একটি টিউটোরিয়ালে সেটা বর্ণনা করা দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। বেশ কয়েকবার ব্যর্থ হয়ে একবার ভাবলাম ধুর ছাতা টিউটোরিয়ালই বানাবো না। কিন্তু একবার না পারিলে দেখো শতবার এই মন্ত্রে উৎসাহী হয়ে (আসলে গণপিটুনির ভয়ে) শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি করেই ফেললাম। যাই হোক, টিউটোরিয়ালটিতে ব্যবহৃত সফটওয়্যারটি হচ্ছে Adobe After Effects। এটি আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল, তাই হয়ত আমার উপস্থাপনায় অসংখ্য ভুল থাকতে পারে। আশা করি আপনারা ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আরেকটি কথা, যারা আগে কখনো After Effects ব্যাবহার করেননি তাদের কাছে হয়ত সফটওয়্যারটি খুবই জটিল লাগতে পারে তাই টিউটোরিয়ালটি হয়ত একটু দেখেই বন্ধ করে দিতে পারেন। তবে আমি বলবো, ধৈর্য হারাবেন না। পুরো টিউটোরিয়ালটি দেখুন, চেষ্টা করুন আপনিও পারবেন। টিউটোরিয়ালটিতে আমার ব্যাবহার করা effect footage গুলো আপনাদের ডাউনলোড এর জন্য আপলোড করে দিচ্ছি। তাহলে এবার নিজেরাই একটি ভিডিও শুট করে শুরু করে দিন গোলাগুলি।
টিউটোরিয়ালটির দৈর্ঘ্য ২২ মিনিট। তাই দুই ভাগে আপলোড করলাম। আপনাদের যাদের নেট স্পিড কম তাদের জন্য আমার সাজেশন 480p তে ভিডিওটা দেখতে পারেন।
Effect Footage ডাউনলোড লিঙ্ক
http://www.mediafire.com/?n856268q95ckbjt
আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ek kothay chomotkar hoise!