আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব vReveal Premium V 2.2.1.10160 সফটওয়ারটি সম্পর্কে। ভিডিও কোয়ালিটির মান বাড়ানো এবং ইফেক্ট দেয়ার জন্য এটি একটি অসাধারন সফটওয়ার। এর যে সুবিধাটি আমার সব চেয়ে ভাল লেগেছে তা হল, vReveal ব্যবহার করে আপনি ভিডিও কনভার্ট না করেই ইফেক্ট ব্যবহার করে Full Screen এ হাইকোয়ালিটির ভিডিও দেখতে পারবেন।
এর ব্যবহার খুবই সহজ।
তবে আসুন এর কিছু Screen Shoot দেখা যাক।
এর মধ্যে আছে নিচের Enhancer Fix Tool গুলো
এর মাধ্যমে আপনি নিচের ইফেক্ট গুলো যোগ করতে পারবেন।
তাছাড়া নিজের পছন্দ মত পরিবর্তন করার সুবিধাতো থাকছেই।
Full Screen এ ভিডিও দেখা।
পছন্দের ভিডিও সেভ করতে পারবেন নিচের অপশন গুলোতে
কম্পিউটারে সেভ এর জন্য দেখুন
vReveal এর মাধ্যমে ভিডিও কোয়ালিটির পরিবর্তন
সফটওয়ারটি Premium version ডাউনলোড করতে পারবেন এখান থেকে।
ডাউনলোড (24.25 MB)
ডাউনলোড শেষে আনজিপ করুন। সেটাপ শেষে ফোল্ডারে দেয়া mdspproc.dll ফাইলটি সফটওয়ারটির ডিফল্ট ডিরেক্টরিতে (C:\Program Files\vReveal) পেষ্ট করে দিন।
Minimum System Requirements:
Minimum System Requirements for Optional GPU Acceleration:
যাদের Microsoft .Net Framework নেই। তারা এখান থেকে
Microsoft .Net Framework ডাউলোড করতে পারবেন।
ছোট সাইজের মধ্যে সম্পূর্ণ মুভি ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে।
আমি দেবাশীষ দে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো হবে মনে হয় :D:D