কাইনমাস্টার এডিটিং [পর্ব-০৬] :: কাইনমাস্টার দিয়ে ভিডিও এর সাউন্ডকে কয়েকগুণ পর্যন্ত বাড়িয়ে নেবার প্রক্রিয়া

Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আসসালামু আলাইকুম। প্রত্যেকটি ভিডিওর সাউন্ড কোয়ালিটি সেই ভিডিওর মানকে আরও অনেক বেশি বাড়িয়ে তোলে। কোন একটি ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে সেই ভিডিওর ভিতরের উপস্থাপনা গুলো যত বেশিই আকর্ষণীয় হোক না কেন, এক্ষেত্রে সেই ভিডিওটি কিন্তু আমাদের কাছে আর ভালো লাগে না। আর এক্ষেত্রে এটি যদি হয় ভিডিওতে কম সাউন্ড এর ব্যাপার, তাহলে তো সমস্যা আরো অনেক বেশি জটিল।

কোন একটি ভিডিওতে সাউন্ড এর পরিমাণ কম হলে, এক্ষেত্রে ভিজিটর সেই ভিডিওটি দেখার আগ্রহই হারিয়ে ফেলে। এছাড়া কোনো একটি ভিডিওতে সাউন্ড এর পরিমাণ কম হলে, এক্ষেত্রে সেই ভিডিওটির বিষয়বস্তু গুলো বুঝতে অনেক বেশি বেগ পেতে হয়। আর এই সমস্যা থেকে উত্তরণের জন্য, আমাদেরকে অবশ্যই ভিডিও এডিটিং করার সময় সেই ভিডিওর সাউন্ড কে কিছুটা বাড়িয়ে দেবার প্রয়োজন পড়ে। ‌‌‌‌

এক্ষেত্রে আপনি যদি কাইনমাস্টার দিয়ে, অর্থাৎ মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন, তাহলে আজকের এই টিউনটির মাধ্যমে আপনি কোন একটি ভিডিওর সাউন্ড কয়েক গুণ বাড়িয়ে নেয়ার প্রক্রিয়া দেখতে পাবেন। আপনি কোন একটি ভিডিওর সাউন্ড এক গুণ থেকে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। চলুন তবে, আজকের এই টিউন এর মাধ্যমে দেখে নেওয়া যাক যে, কিভাবে আপনি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করার সময় কোন একটি ভিডিওর সাউন্ড কয়েকগুণ পর্যন্ত বাড়িয়ে নিবেন।

কাইনমাস্টার দিয়ে ভিডিও সাউন্ড বাড়িয়ে নেওয়ার প্রক্রিয়া

কাইনমাস্টার দিয়ে কোন একটি ভিডিওর সাউন্ড বাড়িয়ে নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সেই ভিডিওতে একটি অডিও যুক্ত করতে হবে। এছাড়া আপনার ইমপোর্ট করা ভিডিওতে যদি আগে থেকেই কোন একটি অডিও যুক্ত করা থাকে, তাহলে এক্ষেত্রে অবশ্যই সেই ভিডিওটির সাউন্ড কে আগে Export করে নিতে হবে। কোন একটি ভিডিও থেকে কিভাবে অডিও কে আলাদা করবেন, সে বিষয়টি নিয়ে আমি পূর্বেই একটি টিউন করেছি। আপনি যদি এখনও পর্যন্ত আমার পূর্বের সেই টিউনটি না দেখে থাকেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করে কাইনমাস্টার দিয়ে ভিডিও থেকে অডিও আলাদা করার প্রক্রিয়াটি দেখে নিন।

কাইনমাস্টার অ্যাপ এর মাধ্যমে কোন একটি ভিডিওর সাউন্ড কে কয়েকগুণ বাড়িয়ে নেওয়ার এই প্রক্রিয়াটি আপনি কয়েক ভাবে করতে পারেন। এক্ষেত্রে আমি এখানে দুইটি অপশন দেখাচ্ছি, যে দুইটি অপশন ব্যবহার করার মাধ্যমে আপনি কোন একটি ভিডিওর সাউন্ড কয়েকগুণ বাড়িয়ে নিতে পারবেন। চলুন তবে, এবার আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টিউনের মূল এডিটিং এ চলে যাওয়া যাক।

১. কোন একটি ভিডিওর সাউন্ড দ্বিগুণ করা অথবা কিছুটা বৃদ্ধি করার জন্য প্রথমে আপনাকে সেই ভিডিওটি থেকে অডিও কে আলাদা করতে হবে। এবার ভিডিও থেকে অডিও টিকে আলাদা করার পর সেই অডিও Layer টির উপর ক্লিক করতে হবে।

২. আপনার সেই কাঙ্ক্ষিত অডিও Layer টির উপর ক্লিক করার পর, নিচের চিত্রের মত উপরে একটি ভলিউম আইকন দেখতে পাবেন এবং আপনাকে এখানে চলে যেতে হবে।

৩. এবার আপনি এখানে আপনার সাউন্ড এর ভলিউম 100% দেখতে পাচ্ছেন। এখানে আপনার ভিডিওর সাউন্ড 100% থাকার অর্থ হচ্ছে, আপনার সেই সাউন্ড টি বর্তমানে অরিজিনাল সাউন্ড হিসেবে রয়েছে এবং এই সাউন্ড কমানো কিংবা বাড়ানো হয়নি। এবার আপনি এখান থেকে এটিকে ধরে উপরের দিকে টেনে বাড়িয়ে দেন, তাহলে আপনার সেই ভিডিওর সাউন্ড বেড়ে যাবে। অর্থাৎ, আপনার সেই অডিও টির সাউন্ড বেড়ে যাবে, আপনি এখান থেকে যত শতাংশ সাউন্ড বাড়িয়েছেন।

৪. এক্ষেত্রে আপনি এখান থেকে যদি সাউন্ড 200% করে দেন, তাহলে আপনার সেই অডিও টির সাউন্ড কোয়ালিটি ডাবল হয়ে যাবে। অর্থাৎ, এক্ষেত্রে সেই অডিও টির সাউন্ড দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু এভাবে করে ও আপনার সেই অডিও টির সাউন্ড হয়তোবা আপনার মনের মত নাও হতে পারে। কেননা অনেক সময় আমাদের ভিডিওতে থাকা সাউন্ড এর পরিমাণ অনেক বেশি কম হয়ে যায়। এক্ষেত্রে আমরা যদি সেই ভিডিও সাউন্ড টি ২০০ শতাংশ ও করে দেই, তবুও আমাদের কাছে সেই সাউন্ড অনেক কম মনে হতে পারে।

আর এক্ষেত্রে, এই সমস্যা সমাধানের জন্য আরও একটি উপায় রয়েছে। তাছাড়া কোনো একটি ভিডিওর অডিও কে এভাবে করে 200% করে দিলে, সেই অডিও টির মাঝে একটি নয়েজ চলে আসে। এক্ষেত্রে এভাবে করে কোন একটি ভিডিওর সাউন্ড 200% একেবারে করে দিলে, সেই সাউন্ড এতটা ক্লিয়ার হয়না। এক্ষেত্রে এখান থেকে যদি আপনার অডিওকে % হিসেবে বাড়ানোর প্রয়োজন পড়ে, তবে আপনি সর্বোচ্চ ১৩০%-১৫০% পর্যন্ত বাড়াতে পারেন। আর তাহলে সেই অডিও টির ভিতরে কোন ধরনের নয়েজ থাকবে না।

৫. এরপর এখান থেকে অডিও সাউন্ড বাড়ানোর পর উপরের টিক চিহ্নতে ক্লিক করে এটিকে সংরক্ষণ করে দিন।

এখানে আমি উপরে বললাম যে, উপরের পদ্ধতিতে কোন একটি অডিও সাউন্ড বাড়ানোর জন্য আমরা সর্বোচ্চ ১৩০%-১৫০% ব্যবহার করতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাদের তো সেই অডিও টির সাউন্ড আরো বেশি পরিমাণে বাড়ানোর প্রয়োজন হতে পারে। ‌তাহলে এখন উপায় কি? আমরা তো এভাবে করে কোন একটি অডিও সাউন্ড কে কয়েক গুণ বাড়াতে পারছি না। এক্ষেত্রে আপনার চিন্তার কোন কারণ নেই, আমি আপনাকে এই সমস্যার সমাধান ও দিচ্ছি।

৬. এজন্য আপনি সেই ভিডিও Layer টির উপর ক্লিক করুন। এরপর নিচের চিত্রে দেখানো উপরের সেই থ্রি ডট আইকনটিতে ক্লিক করুন।

৭. এবার আপনি এখানে দেখতে পাবেন যে, Duplicate নামের একটি অপশন। এবার আপনি এখানে ক্লিক করার মাধ্যমে সেই অডিও Layer টির একটি Duplicate তৈরি করুন।

৮. উপরের সেই Duplicate অপশনটিতে ক্লিক করলে, আপনার অডিও Layer টি ডাবল হয়ে যাবে। আর এক্ষেত্রে আপনার অডিও Layer ডাবল হয়ে গেলে, আপনার অডিও সাউন্ড টি ও কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এবার আপনি যদি আপনার সেই ভিডিওটি প্লে করেন, তাহলে আপনি সাউন্ড এর পরিমাণ আগের চাইতে দ্বিগুণ শুনতে পাবেন।

৯. আর এভাবে করে প্রত্যেকটি অডিও লেয়ার এর ওপর ক্লিক করে, আপনি পুনরায় আবার সেই অডিও Layer টির একটি Duplicate তৈরি করতে পারেন।

১০. এভাবে করে আপনি কোন একটি ভিডিও এর অডিও কে কয়েকগুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। তবে আপনি যদি কোন একটি ভিডিওর অডিওকে এভাবে করে কয়েক গুণ পর্যন্ত অতিরিক্ত বাড়িয়ে নেন, তাহলে এক্ষেত্রে সেই অডিওর সাউন্ড কোয়ালিটি কিছুটা খারাপ হতে পারে। এক্ষেত্রে আপনি একাধিকবার অডিও Layer-কে Duplicate করার ক্ষেত্রে অবশ্যই একবার আপনার ভিডিওটি প্লে করে দেখে নিবেন।

১১. আর আপনি যদি আপনার ভিডিওর সাউন্ড কে সামান্য পরিমাণে বাড়িয়ে নিতে চান, তাহলে আপনি এখান থেকে কিছু শতাংশ সাউন্ড বাড়িয়ে নিলেই হবে। এক্ষেত্রে আপনাকে ভিডিও থেকে অডিও আলাদা করে সেই অডিও টিকে Duplicate করার প্রয়োজন পড়বে না। আর আপনি যদি কোন একটি অডিও Layer কে Duplicate করেন, তাহলে এক্ষেত্রে আপনার সেই অডিও টির সাউন্ড ডাবল হয়ে যাবে। ‌ এক্ষেত্রে কিন্তু আপনার অডিও টির সাউন্ড কয়েক শতাংশ বাড়ছে না।

তাই, আপনার যদি কোন একটি অডিও সাউন্ড সামান্য কিছুটা বাড়ানোর প্রয়োজন পড়ে, তাহলে আপনি এখান থেকে কয়েক শতাংশ অডিও সাউন্ড বাড়ানোর মাধ্যমে আপনার কাজ চালিয়ে নিতে পারেন।

তো বন্ধুরা, এই ছিল মূলত কাইনমাস্টার দিয়ে কোন একটি ভিডিওর অডিও কে কয়েকগুণ বাড়িয়ে নেওয়ার পদ্ধতি। আশা করছি, এই টিউনটির মাধ্যমে আপনি এখন থেকে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে কোন একটি ভিডিওর অডিও কে কয়েকগুণ বাড়িয়ে নিতে পারবেন। কাইনমাস্টার দিয়ে ভিডিওর সাউন্ড কে কয়েকগুণ বাড়িয়ে নেবার এই টিউনটি তবে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস