কেমন আছেন সবাই? দীর্ঘ প্রায় এক মাস পর টিউন করছি। আপনাদের দোয়ায় পরীক্ষা ভালই দিচ্ছি। আলহামদুলিল্লাহ! কিছুদিন গ্যাপ পাওয়ার কারনে বসে গেলাম টিউন করতে। 🙂
3D মুভির তুলনা 3D মুভি দিয়েই করা যায়। যারা 3D মুভি দেখেছেন তারা নিশ্চই ভাল করেই জানেন অন্য রকম এক অনুভূতির পরশ বুলিয়ে দেয়। চোখের সামনে যেন বাস্তবতার ছড়াছরি। পর্দা চিড়ে যেন বের হয়ে যায় ড্রাগনের আগুন। অন্যরকম এক শিহরনের কথা মনে করে দেয় 3D মুভি। এত নাটকিয়তার কি কারন? হ্যা কারন একটাই প্রযুক্তির কল্যানে আজ আমরা বাস্তবতার স্বাধ পেতে পারি 3D মুভি দেখে।
3D মুভি ঘরে বসে কি করে দেখবেন? অনেক খরচ নাতো? 3D মুভি পাবেন কই? এত সমস্যার সমাধান এখানেই। খুব বেশি কিছুর দরকার নেই। আপনার কম্পিউটারের মনিটর যেটা আছে সেটাতেই চলবে। তবে CRT মনিটর দিয়ে ভাল হবে না। তখন আবার মজা না পেলে আমাকে দোষ দিতে পারবেন না। 😛 LCD, LED মনিটরের জয়জয়কার এখন। দামও হাতের নাগালে। আর বাকি থাকলো চশমা। 3D চশমার কাজ নিজের বানানো চশমা দিয়ে চালানো যায়। খরচ হবে ৫০ টাকা। কাজ কেমন করে? আমার কাছে মনে হয়েছে ৭০-৮০% কাজ করে। 😀 কিভাবে বানাবেন? দেখুন আমার এই টিউন।
এবার আসি 3D মুভির কথায়। আপনার কাছে যে সাধারণ মুভিগুলো আছে অর্থাৎ 2D মুভি আছে তা দিয়েই 3D মুভির স্বাধ পাওয়া সম্ভব। তবে ভিডিও কোয়ালিটি ভাল হলে দেখে মজা পাবেন। খুব সহজেই আপনি এখন থেকে যেকোন মুভি 3D রুপে দেখতে পারবেন।
3D মুভি দেখার জন্য বেশ কিছু সফটওয়্যার আছে তবে আমার কাছে MakeMe3D নামের সফট বেশ ভাল লেগেছে। কারনঃ-
প্রথমে MakeMe3D ওপেন করুন। সফটওয়্যারটাও 3D মুডে থাকে। 😛
এখন নিচের ছবির মতো লিস্ট থেকে Anaglyph- Red/Cyan সিলেক্ট করে দিন।
এখন Files এ ক্লিক করে আপনার কাংখিত মুভি ওপেন করুন।
মুভি চালু করার পর ভিডিও স্কিনে ডাবল ক্লিক করে ফুল স্কিন করুন। সাউন্ড না আসলে চিত্রের গোল চিহ্নে ক্লিক করুন।
এভাবেই উপভোগ করুন 3D মুভি। 🙂
আর যদি কনভার্ট করতে চান তাহলে বেশ সময় নিবে।
আর হ্যা কনভার্ট ছাড়া মুভি দেখতে হলে কোর টু ডুয়ো বা এর উপরে হলে ভাল হয়।
আরও বিস্তারিত জানুন এখানে।
আপনাদের জন্য আমার প্রিয় একটা 3D শর্ট ফ্লিম
PANGEA The Neverending World
MakeMe3D।
সাথে কীজেন ফাইল দেয়া আছে ফুল ভার্শন করার জন্য।
আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
আপনার টিউন দেখে অবাক হলাম !!! আপনার তো পরীক্ষা চলছে তাই না?
তবে আপনার সফটওয়্যার'টি ব্যাবহার করে দেখা লাগবে 🙂 আমি আবার থ্রিডি'র প্রতি একটু….. 😉