ঘরে বসেই 3D মুভি উপভোগ করতে চান? বেশি না লাগবে একটা মনিটর আর নিজের বানানো চশমা!!

কেমন আছেন সবাই? দীর্ঘ প্রায় এক মাস পর টিউন করছি। আপনাদের দোয়ায় পরীক্ষা ভালই দিচ্ছি। আলহামদুলিল্লাহ! কিছুদিন গ্যাপ পাওয়ার কারনে বসে গেলাম টিউন করতে। 🙂

3D মুভির তুলনা 3D মুভি দিয়েই করা যায়। যারা 3D মুভি দেখেছেন তারা নিশ্চই ভাল করেই জানেন অন্য রকম এক অনুভূতির পরশ বুলিয়ে দেয়। চোখের সামনে যেন বাস্তবতার ছড়াছরি। পর্দা চিড়ে যেন বের হয়ে যায় ড্রাগনের আগুন। অন্যরকম এক শিহরনের কথা মনে করে দেয় 3D মুভি। এত নাটকিয়তার কি কারন? হ্যা কারন একটাই প্রযুক্তির কল্যানে আজ আমরা বাস্তবতার স্বাধ পেতে পারি 3D মুভি দেখে।

3D মুভি ঘরে বসে কি করে দেখবেন? অনেক খরচ নাতো? 3D মুভি পাবেন কই? এত সমস্যার সমাধান এখানেই। খুব বেশি কিছুর দরকার নেই। আপনার কম্পিউটারের মনিটর যেটা আছে সেটাতেই চলবে। তবে CRT মনিটর দিয়ে ভাল হবে না। তখন আবার মজা না পেলে আমাকে দোষ দিতে পারবেন না। 😛 LCD, LED মনিটরের জয়জয়কার এখন। দামও হাতের নাগালে। আর বাকি থাকলো চশমা। 3D চশমার কাজ নিজের বানানো চশমা দিয়ে চালানো যায়। খরচ হবে ৫০ টাকা। কাজ কেমন করে? আমার কাছে মনে হয়েছে ৭০-৮০% কাজ করে। 😀 কিভাবে বানাবেন? দেখুন আমার এই টিউন।

এবার আসি 3D মুভির কথায়। আপনার কাছে যে সাধারণ মুভিগুলো আছে অর্থাৎ 2D মুভি আছে তা দিয়েই 3D মুভির স্বাধ পাওয়া সম্ভব। তবে ভিডিও কোয়ালিটি ভাল হলে দেখে মজা পাবেন। খুব সহজেই আপনি এখন থেকে যেকোন মুভি 3D রুপে দেখতে পারবেন।

3D মুভি দেখার জন্য বেশ কিছু সফটওয়্যার আছে তবে আমার কাছে MakeMe3D নামের সফট বেশ ভাল লেগেছে। কারনঃ-

  • সাইজ মাত্র ২৪ মেগাবাইট।
  • ব্যবহার করা সহজ।
  • 3D ভিডিওতে কনভার্ট করা যায়।
  • সব চেয়ে ভাল ফিচার কনভার্ট না করেও যেকোন ভিডিও 3D তে দেখা যায়।

যেভাবে ব্যবহার করবেনঃ

প্রথমে MakeMe3D ওপেন করুন। সফটওয়্যারটাও 3D মুডে থাকে। 😛
এখন নিচের ছবির মতো লিস্ট থেকে Anaglyph- Red/Cyan সিলেক্ট করে দিন।

এখন Files এ ক্লিক করে আপনার কাংখিত মুভি ওপেন করুন।

মুভি চালু করার পর ভিডিও স্কিনে ডাবল ক্লিক করে ফুল স্কিন করুন। সাউন্ড না আসলে চিত্রের গোল চিহ্নে ক্লিক করুন।

এভাবেই উপভোগ করুন 3D মুভি। 🙂
আর যদি কনভার্ট করতে চান তাহলে বেশ সময় নিবে।
আর হ্যা কনভার্ট ছাড়া মুভি দেখতে হলে কোর টু ডুয়ো বা এর উপরে হলে ভাল হয়।

System requirements:

  • Windows XP/Vista/7
  • min. 1 Gigabyte RAM, 2 GB recommended
  • .net 3 Framework (will be automatically installed, if not available)
  • Pentium compatible CPU. MakeMe3D also supports multicore CPUs!
  • Mouse

আরও বিস্তারিত জানুন এখানে।

আপনাদের জন্য আমার প্রিয় একটা 3D শর্ট ফ্লিম
PANGEA The Neverending World

ডাউনলোড লিঙ্কঃ

MakeMe3D।
সাথে কীজেন ফাইল দেয়া আছে ফুল ভার্শন করার জন্য।

আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউন দেখে অবাক হলাম !!! আপনার তো পরীক্ষা চলছে তাই না?
তবে আপনার সফটওয়্যার'টি ব্যাবহার করে দেখা লাগবে 🙂 আমি আবার থ্রিডি'র প্রতি একটু….. 😉

ভাই চশমা ছাড়া কি হয় না?বুঝেনি তো বাঙগালি জাতি খুব অলস আর কিপ্টা!!!!!!!!

এইবার থ্রিডি মুভি দেখেই ছাড়ব। থ্রিডির একদিন নয়তো আমার ১০-১২ দিন। 😀

লোভনীয় Soft…

<code>আর হ্যা কনভার্ট ছাড়া মুভি দেখতে হলে কোর টু ডুয়ো বা এর উপরে হলে ভাল হয়।</code>

আমার তো Dual Core 2.60GHz, আমার জন্য কি বিশেষ কোনও সমাধান আছে?…

বাহ দারুন তো
এখনি দেখতে হবে ।

আমারতো বিশেষ ঝামেলা হয়ে গেলো, আমি তো দেড় ব্যাটারি, তাই আমার থিডি গ্লাসে পাওয়ার না থাকলে চলবে না, মানে পাওয়ার না থাকলে চোখে কম দেখবো…

    হা হা
    আমারও কিন্তু চোখে সমস্যা আছে। 😛
    ঐ চশমার উপরে 3D চশমা পড়লেই হয়। কোন সমস্যা হয় না। আমি এভাবেই কাজ চালাই।

    হা: হা: হা: !!!! দেড় ব্যাটারী !!!!

    হ্যা আমিও সেটাই ভাবছি, তবে ফ্যামিলি মেম্বাররা আমারে উক্ত কাজ করতে দেখলে যে পাগল ঠাওরাবে এটুকু সিউর 😆

সিরিয়াল বা কেইজেন সহ দিলে ভাল হত
ফ্রী ভার্সন মাত্র ৩ দিনের জন্য ।

Level 0

হাসান যোবায়ের (আল-ফাতাহ) ছোট ভাই, তুমি করে বল্লাম কারণ তোমার থ্রীডি মুভি সংক্রান্ত টিউনগুলো আমাকে হেমিলনের বাঁশিওয়ালার মত করে কাছে টানে। এর আগে তোমার থ্রীডি মুভির টিউন পড়ে আমি ৫০০/- টাকা খরচ করে মাল্টিপ্লান কম্পিউটার সিটি, ঢাকা থেকে একটি থ্রীডি চশমা নিলাম কিন্তু কাজ হলো না । তোমার বুদ্ধি অনুযায়ী একটা ১০০/- টাকা খরচ করে চশমা বানালাম কাজ হলো না। একজন বল্লো রাইফেল স্কয়ারের ভিডিও দোকান থেকে থ্রীডি মুভি ব্লু-রে ডিভিডি ছাড়া দেখা যাবেনা গেলাম কিনতে ওমা, একটি থ্রীডি মুভি ব্লু-রে ডিভিডির দাম মাত্র ৬০০০/- টাকা। সখ ত্যাগ করে ৮০/ টাকার নরম্যাল থ্রীডি মুভির ডিভিডি কিনে বাসায় ফিরলাম। সবাই মিলে একে একে দেখার চেষ্টা করলাম সাইবার লিন্ক পাওয়ার ডিভিডি ১০ দিয়ে। অবশেষে ব্যর্থ মনোরথ! কিন্তু আজ আবার তোমার এই টিউনটি দেখে ডাউন লোড দিলাম, ইনষ্টল করে দেখি কি হয় পরে জানাব। সেই পর্যন্ত ভাল থেক সুস্থ্য থেক সুন্দর করে পরীক্ষা দেও। এই কামনায় —– ধন্যবাদ।

    কাজ হবে না কেন? LCD মনিটর হলে অবশ্যই কাজ হবে। আমার এই টিউনে দেয়া ভিডিও দিয়ে ট্রাই করুন। আশা করি ভাল লাগবে। আর হ্যা ঘর অন্ধকার করে দেখবেন।

Level 0

ভাই পারলে http://www.mcqexambd.com সাইট নিয়ে একটি পোস্ট করেন। তাহলে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। কারণ সাইটটি নতুন অনেকে জানেই না এরকম একটা ফ্রি পরীক্ষা দেওয়ার সাইট আছে। সত্যিই মজার একটা সাইট।

দারুন হয়েছে ভাইয়া। টিউনগুলো যেমন ফাটাফাটি হচ্ছে পরীক্ষাটাও সেরকম হোক এই দোয়া করছি।

ভাই, আমি টেকটিউনসে নতুন। আর তাই এখানকার অনেক কিছুই বুঝতে প্রবলেম হয়। আপনার টিউন অসাধারন হয়েছে। চশমা বানানোর পদ্ধতিটা আরেকটু বিস্তারিত বললে খুশি হতাম। এখানে আপনার সব টিউন আমি কীভাবে দেখতে পারবো? আর আপনাকে ফেসবুকে খুঁজে পাওয়ার কোন উপায় থাকলে জানাবেন। ধন্যবাদ।

আমি তোমার এই লেখাটা তুমি সামুতে যখন লিখছিলা তখনই পড়ছিলাম।

ধন্যবাদ।

ধন্যবাদ চমৎকার জিনিস শেয়ার করবার জন্য।

ও ভাই এইটা কি শুনাইলেন॥॥ ঘরে বসে এবার মজা নিবো। ভাই আপনি ১টা জিনিষ।

পড়ে কমান্ট করব. আগে ডাওনলোডায়

এটাই আমি খুজছিলাম ।কালকের মধ্যেই দেখব ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ হাসান ভাই।

Level 0

ভাল লাগল ট্রাই করে দেখব। ধন্যবাদ

Level 0

হুম আমরাতো বেশ মজা করে দেখেছি থ্রিডি দেখেছিলাম 😛 🙂 😀
মজায় মজা,
তবে বানানানোর চেষ্টা পরে করবোনে 🙂
ও হা শাকিল ভাইয়ের মত আমিও বোধয় এটা আগে সামুতে দেখেছিলাম,

Level New

ভাইয়া !! problem হইছে !! software টা open করতে নিলে লেখা আসে " is an invalid msi version.Be sure that it is numeric and is at least '150'. কি করবোওওওওও :'(

ভালো জিনিস মনে হচ্ছে…দেখি ডাউনলোড করে.. 😀

Level 0

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ । এই টিউনটির জন্য । আমি অবশ্য অনেক আগে থেকেই এই Software টি ব্যাবহার করছি, কিন্তু 3d glass না পাওয়ার কারনে বেশি একটা সুবিধা করতে পারিনাই । আপনার এই টিউন দেখে আবার আগের মত মনের ভিতর "কুছ কুছ হোতা হে " শুরু হয়ে গেল । তারপর চিন্তা করার প্রক্রিয়াটা একটু ভিন্ন হল । বাজারে গিয়ে অনেক কষ্টে Color দুইটা খুজে পেলাম । তারপর বানালাম আমার স্বপ্নের 3d glass ।

লিঙ্ক দিলাম, একটু বলিয়েন কেমন হইছে।
http://www.imgplace.com/viewimg683/3678/1514042011089.jpg

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) bhai apnar tune dakhe khushi holam ..apne to chorom chorom jinish tune koren.apni maybe ae side ar admin

Level 0

vai amake aktu help korben???
pls kivabe wmv or mkv or avi video format ka dat file kora jai bolven ki

dat file কি babe korbo ,,,,,
pls help me
shunlam nero dia kora bt ame korla .dat convert hoina pls help

ভাই জোস একটা টিউন উপহার দেবার জন্য ধন্যবাদ….. কিন্তু ভাই এই সেলোপিন পেপার কিনতে গিয়া চরম ঝামেলায় পরছি…. লাল পেপার টা পাইসি কিন্তু নীল টা খুজতে খুজতে শেষ… তারপরো লালটা দিয়া ও সচ্ছ সেলোপিন-এ নীল মাকার দিয়ে একটা বানাইছি…. বাট মজা পাচ্ছি না… গ্লাস টা পড়ে মনকে বার বার বুঝ দিচ্ছি…. এইটা ই 3D.. এইটা ই 3D… কিন্তু 3D-তে যে মজা টা পাইছিলাম সেটা পাচ্ছি না…. ৩০% কাজ হচ্ছে….. কোন সমাধান থাকলে প্লিজ বলেন-রে ভাই…..

amar xp operating a normal crt monitor a valo kaj hoise,dhonnobad apnake sundor tune er jonno.jodi somvob hoy aro kichu 3d vdo share koren.karon convert kortey onek somoy lagey nd quality ato valo hoy na.

Install করতে গেলে লেখা আসছে – "This Package Requires The Newer Version Of Windows Installer"…

Level 0

vai, serial key kaj kore na invalid dekhay! solution dile upokrito hobo

ভাই…৫০-৬০ টার মত সিরিয়াল কী জেনারেট করেও কাজ হয় না। মেসেজ আসে "your entered key is invalid". এখন কি করব?? প্লিজ হেল্প মি…

Level 0

brO, keygen ta kaj korche na j ;-s ki kori :-s

keygen ta kaj kor-ca na

আমি 3d গ্লাস বানিয়েছি লাল আর ণীল রং এর প্লাষ্টিক দিয়ে কেমন হয়েছে একটু দেখবেন কি
http://www.imgplace.com/viewimg859/6121/940t.jpg

http://www.imgplace.com/viewimg848/3682/811x.jpg

http://www.imgplace.com/viewimg192/8492/212ek.jpg

    রাসেল ভাই @ আপনি এই প্লাষ্টিকের গ্লাস কই পাইলেন? আমি কীভাবে এবং কত খরচের মধ্যে এটা পেতে পারি জানাবেন . . .

Level 0

keygen kaj korche na 🙁

Cyberlink Power DVD 11 – install করুন – ভিডিও কনভার্ট করার দরকার পড়বেনা । :/

Level 0

ভাই,কিজেন কাজ করেনা 🙁 হেল্প

Level 0

jodie kaj na kora

দুই রঙের কাগজ ব্যবহার করার দরকার কি?? দুই রঙের কাগজ ব্যবহার করলে তো দুই চোখে দুইরকম লাগার কথা ! তাই না?? :-S
তবে পোস্টটা অসাধারন হইছে!! আপনাকে অনেক ধন্যবাদ 🙂

Level 0

vai keygen kaj kore nato ki krbo? pls help

Level 2

ভাই,কিজেন কাজ করেনা

vaijan বলি কে এম KMPlayer 3d দিয়েও তো হওয়ার কথা। তবে চশমাটা বানানো শিখতেই হবে।

Level 0

vai file delect hoye gece do ya again upload korun

vai file delect hoye gece do ya again
upload korun
Reply

Jubayer vi Ai Jinista Khujcilam Ami Chosmata banabo e…..

৥হানান যোবায়ের (আল ফাতাহ্) ভাই.. Asole Amar Gazipur theke Dhaka Jawar Somoy nai….R Nije kicu toiri korar Mojae Alada. Formulati Share korar jonno Dhonnobad.