ডিভিডি রিপ করুন ফ্রী-তে

মুভি নিয়ে আমাদের ভাবনার শেষ নেই। নতুন কোনো মুভি বের হলে আমরা সেটা সংগ্রহ করতে ভুলিনা। কারো কাছে মুভি এর ডিভিডি পেলে কপি করে নেই সুযোগ পেলেই। কেউ কেউ রীতিমত ডিভিডি কিনে স্টোর বানিয়ে ফেলেছেন। কিন্তু ৪.৩জিবি বা ৭.৪জিবি ডিভিডি পিসি তে কপি করে রাখা অনেকের কাছেই বিরক্তিকর। কেউ কেউ *.VOB *.IFO *.BUP ফাইল গুলা দেখে ভাবছেন এগুলা দিয়ে কি হবে? ডিভিডি তে ভিডিও গুলা কয়েকটি ফাইল এ ভাগ করা থাকে। এগুলা খুব সহজেই জোড়া লাগিয়ে single ভিডিও ফাইল এ তৈরী করা যায়। এটাকে DVD-RIP করে বলে। এখন আপনি ও সহজেই DVD RIP করার মত কাজ করতে পারবেন আপনার পিসিতেই। অনেকেই ইন্টারনেট থেকে ৩০০-৭০০MB সাইজ এ বেশ ভাল কোয়ালিটিতে মুভি নামান। RIP করা জানলে ডিভিডি থেকে কম সাইজ এ মুভি RIP করা যায়। চলুন দেখি কীভাবে -

যা যা লাগবে

১) ফরম্যাট ফ্যাক্টরী সফটওয়্যার যা পাবেন এখানে
২) ডিভিডি ড্রাইভ, এটা যত ভাল হবে, RIP তত দ্রুত হবে।
৩) ডিভিডি ডিস্ক যা থেকে মুভি RIP করবেন।

পদ্ধতি

১) প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে run করুন।
২) ROM Device\DVD\CD\ISO ট্যাব থেকে DVD to Video File সিলেক্ট করুন।

৩) আপনার ডিভিডি ড্রাইভ এ ডিস্ক থাকলে সেটা লোড হবে। না হলে রিফ্রেশ এ ক্লিক করেন।

আরেকটা উপায় আছে। ডিভিডি তা পিসি তে কোনো ফোল্ডার এ কপি করে নিন। তাহলে কাজটি দ্রুত হবে। এ কাজের জন্য Folder এর রেডিও বাটন অন করে ফোল্ডার আইকন এ ক্লিক করুন। তারপর যে ফোল্ডার এ ডিভিডি কপি করেছেন তা দেখিয়ে দিন।

মনে রাখবেন ফোল্ডারটির মাঝে VIDEO_TS এবং তার মাঝে *VOB; *.IFO; *.BUP ফাইল গুলি থাকবে। নাতো ডিভিডি মেনু লোড হবেনা।

৪) তারপর দেখবেন নিচে একটা বক্স এ ডিভিডিতে মুভি বা ভিডিও এর লিস্ট আসবে। আপনার যা যা লাগবে তাতে টিক চিহ্ন দিন।

৫) এবার পাশে ভিডিও আইকন এর পাশে ফরম্যাট অপশন আছে। MP4 বা AVI বা যা ইচ্ছা সিলেক্ট করুন। তারপর Output Setting এ ক্লিক করুন।

৬) যে উইন্ডো আসবে তাতে নিচের সেটিংস্‌ দিন।

* Video Encode - AVC(H264)
* Video Size - 720x480
* Bitrate - 768
* FPS - 24
বাকিগুলা যা আছে তা রেখে দিন। OK তে ক্লিক করুন।

মনে রাখবেন যে Bitrate বেশি হলে ভিডিও ভাল আসবে। এটা কমালে ছবি খারাপ আসবে। বাড়ালে ফাইল সাইজ বড় হবে।

৭) এবার Convert এ ক্লিক করুন।

৮) এবার Start বাটন এ ক্লিক করলে কনভার্ট হউয়া শুরু হবে। আপনি যদি RIP চলাকালে কোনো কাজ না করেন তাহলে Task pane এ Right click করে Thread Priority High করে দিন। এতে কনভার্ট দ্রুত হবে।

৯) মনে রাখবেন যে High Priority তে কনভার্ট করলে CPU Usage maximum বা ১০০% হবে। তাই তখন অন্য program চালাবেননা।

১০) কনভার্ট হয়ে গেলে Output directory দেখুন। আমার করা ভিডিও ফাইল টি ৬১৭এমবি সাইজ এ কনভার্ট হয়েছে।

কোয়ালিটি কেমন তা বোঝার জন্য কিছু snapshot দিলাম। দেখে বুঝতে পারবেন।

কনভার্ট চালু করার পর আউটপুট ফোল্ডারের ভিডিও ফাইল অল্প একটু চালিয়ে দেখে নিতে পারেন কোয়ালিটি কেমন হচ্ছে। কোয়ালিটি পছন্দ না হলে Bitrate বাড়িয়ে দিন। যাদের কাছে শুধু ভিডিও ফাইল অর্থাৎ VOB ফাইল কপি করা আছে তারে নিচের নিয়মে কাজ করুন। ফরম্যাট ফ্যাক্টরি তে সবার নিচে Advanced ট্যাবে দেখুন Video Joiner আছে। সেটা ওপেন করে VOB ফাইলগুলা ক্রম অনুযায়ী অ্যাড করুন। আর উপরে একজায়গায় একইভাবে ফাইল টাইপ (avi mkv mp4 mpeg) দেওয়ার বাবস্থা আছে। সেখানে উপরের মতই সেটিংস দিন। তারপর কনভার্ট করে নিন।

এভাবে ডিভিডি RIP করে কম সাইজ এ ভিডিও ফাইল তৈরী করুন, নিজের কাছে রাখুন ও শেয়ার করুন।

আমার পুর্ববর্তী টিউন: LAN এ ফাইল ও ফোল্ডার শেয়ার করুন সহজেই

আমার পরবর্তী টিউন: ব্লুটুথ বা ওয়াই-ফাই দিয়ে একাধিক কম্পিউটারে Need For Speed Most Wanted খেলুন Multi-player মোডে

Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good

Level 0

nice nice .thnx

Level 0

অসংখ্য ধন্যবাদ,আচ্ছা অন্য কাজ ছাড়া করলে কতক্ষণ লাগবে?

Level 0

ঠিক এটাই সকালে খুজছিলাম। আমার কাছে ৬ টা ডিভিডি আছে যা কপি করে ফেরত দিতে হবে। কিন্তু মোট স্পেস লাগবে প্রায় ৪০ জিবি। এখন কনভার্ট করে স্পেস কিছু সেভ করা যাবে। ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ ধন্যবাদ।

Converter টি অনেক দিন থেকেই ব্যবহার করি। কিন্তু ডিভিডি রিপ কারার বিষয়টি চিন্তা করিনি। অনেক কিছুই জানা হলো। ধন্যবাদ

Level 0

বহুত কামের এক্খান জিনিস দিছেন , শাওন ভাই …….. অনেক থেঙ্কু
কিন্তুক আমার যে এটম 🙁

ভাল জিনিষ তো!

Rip করলে কি মুভিটার সাথে subtitle আসবে?DVD তে যেমন থাকে???????????

অনেক সুন্দর হয়েছে ঃ)

ধন্যবাদ ভাই। মনে করেন একটা ডিভিডিতে ৫০/৬০টি ভিডিও সং আছে। এখান থেকে সবগুলো গান আলাদাভাবে RIP করার কোন সফটওয়্যারের সন্ধান দিতে পারেন? খুব উপকৃত হতাম।

    যদি ডিভিডি মেনু তে আলাদা করা থাকে তাহলে রিপ করলে ৫০/৬০টি ফাইল ই পাবেন।

"এসব পুরানা জিনিষ “ নতুন সফ্‌ট নিয়ে হাজির হবেন- ধন্যবাদ।

amke khub khub bhalo laglo. doya kore apni teck tunes sari en na. apnar moto public re khujse amar moto utsahi jonota

নাইস এ রকম এ একটি জিনিস খুজছিলাম।

Level 0

vai amake aktu help korben???
pls kivabe wmv or mkv or avi video format ka dat file kora jai bolven ki

dat file কি babe korbo ,,,,,

    যদি আপনার কাছে Nero ইন্সটল করা থাকে তাহলে Nero Express এ যান। তারপর CD\DVD > Video CD সিলেক্ট করেন। যে বক্স আসবে তাতে ফাইল অ্যাড করেন। তারপর বার্ণ এ ক্লিক করলে ফাইলগুলা DAT এ কনভার্ট হয়ে যাবে। এই কাজের জন্য Nero এর ফুল ভার্সন লাগবে। আর পিসিতে ভালো ডিকোডার থাকতে হবে (K-lite Codec Pack ইন্সটল দিয়ে রাখতে পারেন) ধন্যবাদ!

Level 0

vai apnake dannavad>>but vaia amer nero software ase install kore i ase,,,bt ame ja vidio gulo cd or dvd write kore ta to dat file a hoina
ame jabebe means ja formet ase sai format a write hoi
jemon ame jody wmv format ar vidio write kore ta change hoi na to
and K-lite Codec Pack koi pabo
and
ame jabe write ta nero software a data click koe data mean file add kore to burn kore
write hoi bt .dat hoi na

Level 0

Nero Express এ option to nero sotware a nai ,,,,pls help vaia

Level 0

thanks a lot brother

প্রথমেই ধন্যবাদ। ভাই আমি একটা সমস্যায় আছি আর তা হচ্ছে আমি Nero Burner 6 Use করি। আমি শুনেছি Nero তে নাকি রাইট করা সিডি/ডিভিডিতে ফাঁকা অংশে পরে ডাটা যোগ করা যায়। Nero সফটওয়্যার দিয়ে সিডি/ডিভিডি রাইট করার সময় সিডি/ডিভিডিতে Data Add করার পর Finished বাটনে ক্লিক করে Next বাটনে ক্লিক। তারপর Allow files to be added later বক্সে টিক চিহ্ন দিয়ে Burn-এ ক্লিক করে। কিন্তু সমস্যা হচ্ছে আমি Data Add করার পর বাকি গুলো পাচ্ছি না। যদি Help করেন উপকার হয়।
[email protected]

    শিমুল ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ।

    আমার কাছে নিরো ৬ নেই। বর্তমানে নিরো ১০ বের হয়েছে। আমি আগে নিরো ৮ ব্যাবহার করতাম। আপনি মনে হয় উইন্ডোজ এক্সপি ব্যাবহার করেন তাইনা? বারবার ডিভিডি তে ডাটা অ্যাড করে কে মাল্টিসেশান মুড বলা হয়। উইন্ডোজ এক্সপি এবং এর আগের অপারেটিং সিস্টেমে নতুন ডাটা অ্যাড করার পর আগের ডাটা না ও দেখা যেতে পারে। তাই আপনার কাছে পরামর্শ রইল যে অপারেটিং সিস্টেম আপডেট করুন। আর হ্যা, বার্ন করার পর আগের ডাটা উদ্ধার করার জন্য সফটওয়্যার আছে। নাম ISO Buster. ডাউনলোড করুন এখান থেকে

    আশা করি সব ডাটা পাবেন।

ধন্যবাদ ভাই

ভাইয়া আমি পিসি তে শুধু ডিভিডি থেকে ভিডিও ফাইল গুলো রেখেছি… এখন আমি কি একটা মুভি এর দুইটা ফাইল কে জোড়া দিয়ে সিঙ্গেল ফাইল বানাতে পারব না ? তারপর আমি ওই ফাইল কে কিভাবে mkv avi mp4 করবো? ভিডিও এর মান খারাপ না করে ? জানাবেন প্লিজ

    ফরম্যাট ফ্যাক্টরি তে সবার নিচে Advanced ট্যাবে দেখুন Video Joiner আছে। সেটা ওপেন করে VOB ফাইলগুলা ক্রম অনুযায়ো অ্যাড করুন। আর উপরে একজায়গায় একইভাবে ফাইল টাইপ (avi mkv mp4 mpeg) দেওয়ার বাবস্থা আছে। সেখানে উপরের মতই সেটিংস দিন। তারপর কনভার্ট করুন 🙂

    আসলে বিটরেট আর রেজোলিউশান পরষ্পর সম্পর্কিত। সাধারণ ভিডিও তে বিটরেট ১০০০ kbps দিলেই চলে। ডিভিডি তে কয়েক mbps থাকে। ব্লুরে প্রিন্ট মুভি তে ২০/২৫ mbps হয়। খারাপ কোয়ালিটি হলে একটু বেশি বিটরেট দিয়ে কাজ করবেন 🙂

Level 0

tune খুব ভাল হয়েছে আর একতা কথা আপনি কুন সিরিজ এর।

টিউনের জন্য ধন্যবাদ । আমি VIDEO_TS folder এ সবগুলো .VOB ফাইল রেখেছি কিন্তু তারপরেও তো menu লোড হচ্ছে না । লোড হতে কি অনেক সময় লাগে ? আমি path দেখিয়ে দেয়ার পরে দেখায় loading … এবং সাথে সাথে message টা চলে যায় । দয়া করে জানাবেন 🙁

চমৎকার উপস্থাপনা ! আচ্ছা, একটি ডিভিডির ভেতর যদি ৪/৫টি কিংবা তারও বেশি মুভি থাকে তাহলে সেই মুভিগুলো কি আলাদা-আলাদভাবে ভাগ করা থাকে না সবগুলো মুভি মিলিয়ে একটি সিঙ্গেল ফাইল থাকে? আমি একবার একটি ডিভিডি থেকে (ডিভিডিতে ৬টি মুভি ছিল) একটি সিঙ্গেল মুভি হার্ডড্রাইভে কপি করে একটি ডিভিডি ক্রিয়েটর সফট দিয়ে আলাদা একটি ডিভিডি তৈরি করতে গেলে মুভিটির সাইজ দেখায় 3452 MB. কিন্তু এটি যখন হার্ডড্রাইভে কপি করি তখন দেখেছি এর সাইজ ছিল 850mb. এর কারণটা একটু বলবেন?
এটা দিয়ে পূর্ণাঙ্গ ডিভিডি তৈরি করা যাবে?

    @পান্থ শ্রাবণ: মুভিগুলো আলাদা ফাইলে থাকে কেননা ডিভিডি যে সিস্টেমে বার্ন করা হয় তাতে ১ গিগাবাইটের বড় ফাইল রাখা সম্ভব নয়। তবে অনেক সময় ১ জিবিতে একাধিক পার্টও থাকতে পারে। তখন যদি ডিভিডি মেনু বানানো থাকে তাহলে রিপ করলে আলাদা আলাদা ফাইল পাবেন।

    পরে ফরম্যাট ফ্যাক্টরি দিয়েই ওগুলো জোড়া লাগানো যাবে 🙂