মুভি নিয়ে আমাদের ভাবনার শেষ নেই। নতুন কোনো মুভি বের হলে আমরা সেটা সংগ্রহ করতে ভুলিনা। কারো কাছে মুভি এর ডিভিডি পেলে কপি করে নেই সুযোগ পেলেই। কেউ কেউ রীতিমত ডিভিডি কিনে স্টোর বানিয়ে ফেলেছেন। কিন্তু ৪.৩জিবি বা ৭.৪জিবি ডিভিডি পিসি তে কপি করে রাখা অনেকের কাছেই বিরক্তিকর। কেউ কেউ *.VOB *.IFO *.BUP ফাইল গুলা দেখে ভাবছেন এগুলা দিয়ে কি হবে? ডিভিডি তে ভিডিও গুলা কয়েকটি ফাইল এ ভাগ করা থাকে। এগুলা খুব সহজেই জোড়া লাগিয়ে single ভিডিও ফাইল এ তৈরী করা যায়। এটাকে DVD-RIP করে বলে। এখন আপনি ও সহজেই DVD RIP করার মত কাজ করতে পারবেন আপনার পিসিতেই। অনেকেই ইন্টারনেট থেকে ৩০০-৭০০MB সাইজ এ বেশ ভাল কোয়ালিটিতে মুভি নামান। RIP করা জানলে ডিভিডি থেকে কম সাইজ এ মুভি RIP করা যায়। চলুন দেখি কীভাবে -
১) ফরম্যাট ফ্যাক্টরী সফটওয়্যার যা পাবেন এখানে
২) ডিভিডি ড্রাইভ, এটা যত ভাল হবে, RIP তত দ্রুত হবে।
৩) ডিভিডি ডিস্ক যা থেকে মুভি RIP করবেন।
১) প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে run করুন।
২) ROM Device\DVD\CD\ISO ট্যাব থেকে DVD to Video File সিলেক্ট করুন।
৩) আপনার ডিভিডি ড্রাইভ এ ডিস্ক থাকলে সেটা লোড হবে। না হলে রিফ্রেশ এ ক্লিক করেন।
আরেকটা উপায় আছে। ডিভিডি তা পিসি তে কোনো ফোল্ডার এ কপি করে নিন। তাহলে কাজটি দ্রুত হবে। এ কাজের জন্য Folder এর রেডিও বাটন অন করে ফোল্ডার আইকন এ ক্লিক করুন। তারপর যে ফোল্ডার এ ডিভিডি কপি করেছেন তা দেখিয়ে দিন।
মনে রাখবেন ফোল্ডারটির মাঝে VIDEO_TS এবং তার মাঝে *VOB; *.IFO; *.BUP ফাইল গুলি থাকবে। নাতো ডিভিডি মেনু লোড হবেনা।
৪) তারপর দেখবেন নিচে একটা বক্স এ ডিভিডিতে মুভি বা ভিডিও এর লিস্ট আসবে। আপনার যা যা লাগবে তাতে টিক চিহ্ন দিন।
৫) এবার পাশে ভিডিও আইকন এর পাশে ফরম্যাট অপশন আছে। MP4 বা AVI বা যা ইচ্ছা সিলেক্ট করুন। তারপর Output Setting এ ক্লিক করুন।
৬) যে উইন্ডো আসবে তাতে নিচের সেটিংস্ দিন।
* Video Encode - AVC(H264)
* Video Size - 720x480
* Bitrate - 768
* FPS - 24
বাকিগুলা যা আছে তা রেখে দিন। OK তে ক্লিক করুন।
মনে রাখবেন যে Bitrate বেশি হলে ভিডিও ভাল আসবে। এটা কমালে ছবি খারাপ আসবে। বাড়ালে ফাইল সাইজ বড় হবে।
৭) এবার Convert এ ক্লিক করুন।
৮) এবার Start বাটন এ ক্লিক করলে কনভার্ট হউয়া শুরু হবে। আপনি যদি RIP চলাকালে কোনো কাজ না করেন তাহলে Task pane এ Right click করে Thread Priority High করে দিন। এতে কনভার্ট দ্রুত হবে।
৯) মনে রাখবেন যে High Priority তে কনভার্ট করলে CPU Usage maximum বা ১০০% হবে। তাই তখন অন্য program চালাবেননা।
১০) কনভার্ট হয়ে গেলে Output directory দেখুন। আমার করা ভিডিও ফাইল টি ৬১৭এমবি সাইজ এ কনভার্ট হয়েছে।
কোয়ালিটি কেমন তা বোঝার জন্য কিছু snapshot দিলাম। দেখে বুঝতে পারবেন।
কনভার্ট চালু করার পর আউটপুট ফোল্ডারের ভিডিও ফাইল অল্প একটু চালিয়ে দেখে নিতে পারেন কোয়ালিটি কেমন হচ্ছে। কোয়ালিটি পছন্দ না হলে Bitrate বাড়িয়ে দিন। যাদের কাছে শুধু ভিডিও ফাইল অর্থাৎ VOB ফাইল কপি করা আছে তারে নিচের নিয়মে কাজ করুন। ফরম্যাট ফ্যাক্টরি তে সবার নিচে Advanced ট্যাবে দেখুন Video Joiner আছে। সেটা ওপেন করে VOB ফাইলগুলা ক্রম অনুযায়ী অ্যাড করুন। আর উপরে একজায়গায় একইভাবে ফাইল টাইপ (avi mkv mp4 mpeg) দেওয়ার বাবস্থা আছে। সেখানে উপরের মতই সেটিংস দিন। তারপর কনভার্ট করে নিন।
এভাবে ডিভিডি RIP করে কম সাইজ এ ভিডিও ফাইল তৈরী করুন, নিজের কাছে রাখুন ও শেয়ার করুন।
আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good