আশাকরি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আনেক দিন পর আবার ফিরে এলাম টেকটিউনসসে। সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
আজ আমি আলোচনা করব ভিডিও এ্যডিটিয়ং নিয়ে। যারা ভিডিও এ্যডিটিয়ং করতে পছন্ন করেন তাদের জন্য নিয়ে এলাম VSDC VIDEO EDITOR শুরু হোক ভিডিও এ্যডিটিং এর নতুন পথ মাত্র 32 এমবির একটি সফট্যায়ার দিয়ে। এই সফটয়্যার টি পাবে নতুন কিছু ফিচার যা এর আগে দেখেন নি।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
উপরের কাজ সম্পন্ন করার পর VSDC VIDEO EDITOR ওপেন করুন।
এই VSDC VIDEO EDITOR এর অটো ভিডিও ইফেক্ট এ্যড করা আছে যা আনার জন্য খুব সুবিধে জনক। VSDC VIDEO EDITOR দিয়ে ভিডিও স্কিন রেকড করতে পারবেন। বানাতে পারবেন ভিডিও টিউরোরিয়াল। তাছারা এতে পাবেন অডিওতে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে। মোট কথা একবার ব্যবহার করে দেখুন কতটা সহজ আর কাজের এর VSDC VIDEO EDITOR।
উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভিডি ও ইফেক্ট আছে।
উপরের চিত্রে দেথতে পাচ্ছি এখানে সেভ করার একটি দৃশ্য বন্ধুরা আর এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন।ফেসবুকে আমাকে পেতে এখানে ক্লিক করুন।
মেতে উঠুন প্রযুক্তির সুরে
টেকটিউনস
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
good bro